History MCQ Questions and Answers|ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর|

 



হেলো বন্ধুরা

আজকে তোমাদের সাথে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করছি। যেগুলি পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের বিভিন্ন কম্পেটিটিভ পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। এই Indian History (MCQ) Question and Answer প্রার্থীদের প্রস্তুতি নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের আরো চাকরির পরীক্ষার ইতিহাস প্রশ্ন ও উত্তর পড়ার জন্য আমাদেের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন মকটেস্ট, নোটস এবং pdf দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক Click Here.


More MCQ 

ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর| 

1। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?
উত্তরঃ 1792 সালে। টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির সাথে।

2। চিরস্থায়ী বন্ধোবস্তু প্রথার প্রবর্তন কে করেন?

উত্তরঃ লর্ড কর্নোয়ালিশ 1793 খ্রিস্টাব্দে।


3। অধীনতামূলক মিত্রতা নীতি কে ঘোষণা করেন?

উত্তরঃ 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি।


4। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?

উত্তরঃ ১৭৯০ খ্রিস্টাব্দে টিপুসুলতান ইংরেজদের মিত্ররাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ – মহীশূর যুদ্ধ শুরু হয়। নিজাম ও মারাঠারা ইংরেজ পক্ষে যােগদান করে।


5। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ লর্ড ওয়েলেসলির আমলে উল্লেখযােগ্য ঘটনা হল চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ। তিনি টিপু সুলতানকে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করতে বললে তিনি এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। এর ফলে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ( ১৭৯৯ খ্রিঃ ) শুরু হয়।


6। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ 1802 খ্রিস্টাব্দে। ইংরেজ ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও।


7। দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?

উত্তরঃ 1803 খ্রিস্টাব্দে। ইংরেজ এবং সিন্ধিয়া ও ভোসলে।


8। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঃ 1809 খ্রিস্টাব্দে। ইংরেজ এবং রঞ্জিত সিংহ।


9। কবে কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়?

উত্তরঃ 1817 খ্রিস্টাব্দে।


10। রায়তওয়ারি ব্যাবস্থা কে প্রচলন করেন?

উত্তরঃ লর্ড ময়রা 1820 খ্রিস্টাব্দে।


11। ভাইয়াচারি ব্যাবস্থা কে প্রচলন করেন?

উত্তরঃ 1824 খ্রিস্টাব্দে লর্ড আর্মহাস্ট।


12। সতীদাহ প্রথা কে রদ করেন?

উত্তরঃ 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংক।


13। মোপালা বিদ্রোহ কত কত সালে শুরু হয়?

উত্তরঃ 1836 খ্রিস্টাব্দে।


14। কত সালে প্রথম রেললাইন স্থাপিত হয়?

উত্তরঃ 1853 খ্রিস্টাব্দে। 


15। সাঁওতাল বিদ্রোহ কবে সংঘটিত হয়?

উত্তরঃ 1855 খ্রিস্টাব্দে।


16। বিধবা বিবাহ আইন কবে প্রণয়ন করা হয়?

উত্তরঃ 1856 খ্রিস্টাব্দে।


17। কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সূচনা হয়?

উত্তরঃ 1857 খ্রিস্টাব্দে।


18। নীল বিদ্রোহ সালে হয়?

উত্তরঃ 1859-60 খ্রিস্টাব্দে।


19। চার্লস উডের নির্দেশনাম কবে ঘোষিত হয়?

উত্তরঃ 1854 খ্রিস্টাব্দে।


20। কে কবে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ 1867 খ্রিস্টাব্দে। আত্মারাম পাণ্ডুরঙ্গ।


21। আর্যসমাজ কে কবে প্রতিষ্ঠিত করেন?

উত্তরঃ 1875 খ্রিস্টাব্দে। স্বামী দয়ানন্দ স্বরসতী।


22। "ভারতসভা" কে কবে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ 1876 খ্রিস্টাব্দে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


23। অ্যংলো-ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ 1877 খ্রিস্টাব্দে। সৈয়দ আহম্মদ।


24। মাদ্রাজে 'মহাজন সভা' কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 1884 খ্রিস্টাব্দে।


25। ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 1885 খ্রিস্টাব্দে।


26। কত সালে বঙ্গভঙ্গ  কার্যকর হয়?

উত্তরঃ 1905 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে রদ হয়।


27। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 1906 খ্রিস্টাব্দে।


28। কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয়?

উত্তরঃ 1911 খ্রিস্টাব্দে।


29। প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল?

উত্তরঃ 1914-1918 সাল।


30। কবে কার উদ্যোগে জালিনওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়?

উত্তরঃ মাইকেল ডায়ার এর নির্দেশে 1919 খ্রিস্টাব্দে।


31। অসহযোগ আন্দোলন কবে হয়?

উত্তরঃ 1920 সালে।


32। "ভারতশাসন আইন" কবে প্রণয়ন হয়?

উত্তরঃ 1892 খ্রিস্টাব্দে।


33। বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ প্রমথনাথ মিত্র, 1902 খ্রিস্টাব্দে।


34। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে হয়?

উত্তরঃ 1907 খ্রিস্টাব্দে। কংগ্রেস দুটি শাখায় বিভক্ত হয়ে যায়।


35। ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়?

উত্তরঃ 1908 খ্রিস্টাব্দে।


36। মর্লে-মিন্টো সংস্কার আইন কবে প্রবর্তন হন?

উত্তরঃ 1909 খ্রিস্টাব্দে।


37। গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ আমেরিকার সানফ্রান্সিসকো শহরে, 1913 খ্রিস্টাব্দে, লালা হরদয়াল এর উদ্যোগে।


38। কোমাগাতা মারু ঘটনা কত খ্রিস্টাব্দে হয়?

উত্তরঃ 1914 খ্রিস্টাব্দে। বজবজে 20 জন শিখের মৃত্যু ঘটে ও 200 জন বন্ধি হয়।


39। চম্পারন সত্যাগ্রহ আন্দোলন কবে শুরু হয়?

উত্তরঃ গান্ধীজীর নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে।


40। রাওলাট আইন কবে পাস হয়?

উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।


41। মন্টেগু-চেমসফোর্ড সংস্কর আইন কবে পাস হয়?

উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।


42। খিলাফৎ আন্দোলনের সূচনা কবে হয়েছিল?

উত্তরঃ 1919 খ্রিস্টাব্দে।


43। অহিংস অসহযোগ আন্দোলন কবে হয়েছিল?

উত্তরঃ 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি নেতৃত্বে।


44। চৌরিচৌরার ঘটনা কবে হয়েছিল?

উত্তরঃ 1922 সালে। এই ঘটনায় অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন 


45। স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 খ্রিস্টাব্দে।


46। ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা হয়?

উত্তরঃ 1925 খ্রিস্টাব্দে।


47। সাইমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ 1927 খ্রিস্টাব্দে।


48। নেহেরু রিপোর্ট কবে পাশ হয়?

উত্তরঃ 1928 খ্রিস্টাব্দে।


49। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ন স্বাধীনতার দাবি ঘোষণা করা হয়?

উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে।


50। আইন অমান্য আন্দোলনের সূচনা কবে হয়?

উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে।  গান্ধীজির নেতৃত্বে।




Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

শ্রীগোপীনাথ জিউ মন্দির, অগ্রদ্বীপ, পূর্ব বর্ধমান

বাংলার উৎসব , একটি পথের আত্মকথা প্রবন্ধ রচনা Class X