History MCQ Questions and Answers| ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর|

 



History MCQ Questions and Answers| ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর| 

হেলো বন্ধুরা
আজকে তোমাদের সাথে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করছি। যেগুলি পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের বিভিন্ন কম্পেটিটিভ পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। এই Indian History (MCQ) Question and Answer প্রার্থীদের প্রস্তুতি নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের আরো চাকরির পরীক্ষার ইতিহাস প্রশ্ন ও উত্তর পড়ার জন্য আমাদেের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন মকটেস্ট, নোটস এবং pdf দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক Click Here.

Telegram Link

ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র

YouTube Link

Chatrasathi Sikshakendra

আরো জানতে ক্লিক করুন


History MCQ Questions and Answers| ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর| প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর, Ancient Indian History MCQ,  Indian History (MCQ) Question and Answer PDF in Bengali for competitive examination.

History MCQ Questions and Answers| ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর|

প্রাচীন ভারতের ইতিহাস MCQ| INDIAN HISTORY (MCQ) QUESTION AND ANSWER


1.পারস্য সম্রাট দারায়ুস কত খ্রিস্টাব্দে ভারত আক্রমন করেন?

ক. 540 খ্রিস্টপূর্বাব্দ

খ. 518 খ্রিস্টপূর্বাব্দ

গ. 500 খ্রিস্টপূর্বাব্দ

ঘ. 545 খ্রিস্টপূর্বাব্দ


2. হিদাসপিসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

. 326 খ্রিস্টপূর্বাব্দ (পুরু ও আলেকজান্ডার)

খ. 327 খ্রিস্টপূর্বাব্দ

গ. 324 খ্রিস্টপূর্বাব্দ

ঘ. 321 খ্রিস্টপূর্বাব্দ


3.চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসেন?

ক. 322 অব্দ

খ. 305 অব্দ

গ. 326 অব্দ

ঘ. 324 অব্দ


4. শকাব্দের (78 খ্রিস্টাব্দে) প্রচলন কে করেন?

ক. অশোক

খ. কনিষ্ক

খ. চন্দ্রগুপ্ত 

ঘ. সাতকর্নি


5. প্রাচীন ভারতের প্রথম ইতিহাস মূলক গ্রন্থ কোনটি?

ক. রাজতরঙ্গিনী

খ. গৌরবাহ

গ. অষ্টাধ্যায়ী

ঘ. মুদ্রারাক্ষস


6. কে ভারতবর্ষকে "মহামানবের সাগর তীর" বলে বর্ননা করেছেন?

ক. ভিনসেন্ট স্মিথ

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. রাজা রামমোহন রায়

ঘ. রাখাল দাস বন্দ্যোপাধ্যায়


7. কার আমলে "জুনাগর লিপি' রচিত হয়?

ক. অশোকের আমলে

খ. শক সম্রাট রুদ্রদামন

গ. চন্দ্রগুপ্ত মোর্যের

ঘ. সমুদ্রগুপ্ত


8. "এলাহাবাদ প্রসস্তি" কার রচনা?

ক. হরিষেন

খ. কলহন

গ. পানিনি

ঘ. বাকপতিরাজ


9. "হর্ষচরিত" কে রচনা করেন?

ক. বানভট্ট

খ. কলহন

গ. পানিনি

ঘ. বিশাখাদত্ত



11. "অষ্টাধ্যায়ী" কে রচনা করেন?

ক. কলহন

খ. পানিনি

গ. বাকপতিরাজ

ঘ. হরিষেন


12. নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে?

ক. অশোক

খ. গৌতমি পুত্র সাতকর্নি

গ. চন্দ্রগুপ্ত মৌর্য

ঘ. সমুদ্রগুপ্ত


13. "তহকিক-ই-হিন্দ" কে রচনা করেন?

ক. আল বেরুনী

খ. ইবন বতুতা

গ. ফা-হিয়েন

ঘ. প্লিনি


14. কার আমলে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলিত হয়?

ক. কুষান সম্রাট দ্বিতীয় কোদফিসিস

খ. চন্দ্রগুপ্ত

গ. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী

ঘ. সুমুদ্রগুপ্ত।


15. কার মৃত্যুর পর বাংলায় মাৎসানায় যুগ শুরু হয়?

ক। শশাঙ্ক

খ। মিহীরকুল

গ। হর্ষবর্ধন

ঘ। কুমারগুপ্ত


16. সুলতান মামুদ কত সালে প্রথম ভারত আক্রমন করেন?

ক। 1000 খ্রিস্টাব্দে

খ। 980 খ্রিস্টাব্দে

গ। 962 খ্রিস্টাব্দে

ঘ। 810 খ্রিস্টাব্দে


17. বাংলায় তুর্কি রাজত্বের বা মুসলমান সম্রাজ্যের সূচনা কে করেন?

ক। সুলতান মামুদ

খ। বখতিয়ার খলজী

গ। মোহাম্মদ বিন কাশিম

ঘ। ইলতুৎমিস


18. মহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধুপ্রদেশ আক্রন করেন?

ক। 712 খ্রিস্টাব্দে

খ। 1197 খ্রিস্টাব্দে

গ। 1001 খ্রিস্টাব্দে

ঘ। 980খ্রিস্টাব্দে


19. তরাইনের প্রথম যুদ্ধ (মহাম্মদ ঘুড়ি-দিল্লির রাজা তৃতীয় পৃথ্বীরাজ) কত খ্রিস্টাব্দে হয়?

ক। 1191

খ। 1192

গ। 1015

ঘ। 1205




20. কে দিল্লির সুলতানি রাজত্বের সূচনা করেন?

ক। কুতুবউদ্দিন আইবেক

খ। ইলতুৎমিস

গ। বখতিয়ার খিলজী

ঘ। মহাম্মদ ঘুড়ি


21. মোঙ্গল নেতা চেঙ্গিজ খান কত সালে ভারত আক্রমন করেন?

ক। 1221

খ। 1210

গ। 1206

ঘ। 1211


22. কুতুবমিনার কে নির্মাণ করেন?

ক। ইলতুৎমিস

খ। কুতুবউদ্দিন আইবেক

গ। রাজিয়া

ঘ। গিয়াসউদ্দিন বলবন


23. দিল্লির সিংহাসনে একমাত্র মহিলা শাসক কে ছিলেন?

ক। সুলতানা রাজিয়া

খ। মমতাজ

গ। নুরজাহান

ঘ। জিনিয়া


24। 'পাগলা রাজা' নামে খ্যাত মহাম্মদ বিন তুঘলক কত সালে সিংহাসনে বসেন?

ক। 1320

খ। 1325

গ। 1327

ঘ। 1329


25। তামার নোট প্রথম কে প্রচলন করেন?

ক। মহাম্মদ বিন তুঘলক

খ। গিয়াসউদ্দিন বলবন

গ। আলাউদ্দিন খলজী

ঘ। রাজিয়া


26। মহাম্মদ বিন তুঘলক কত সালে ভারতের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন?

ক। 1325

খ। 1327

গ। 1329

ঘ। 1333


27। মার্কোপোলো কার রাজত্বকালে ভারতে আসেন?

ক। গিয়াসউদ্দিন বলবন

খ। জালালউদ্দীন ফিরোজ খলজী

গ। আলাউদ্দিন খলজী

ঘ। রাজিয়া


28। বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক। আবুল মুজাফফর শাহ

খ। মোহাম্মদ বিন তুঘলক

গ। ফিরোজ শাহ তুঘলক

ঘ। গিয়াসউদ্দিন বলবন


29। "সুলতানি যুগের আকবর" কাকে বলা হয়?

ক। ফিরোজ শাহ তুঘলক

খ। তৈমূর লঙ

গ। আবুল মুজাফফর শাহ

ঘ। মহাম্মদ বিন তুঘলক


30। তৈমূর লঙ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমন করেন?

ক। 1351 সালে

খ। 1398 সালে

গ। 1414 সালে

ঘ। 1347 সালে







File Name: History MCQ Questions and Answers

Type: PDF

Size:

Download Link: Coming soon 5 pm


History MCQ Questions and Answers| ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর|


History MCQ Questions and Answers| ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর| প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্ন-উত্তর, Ancient Indian History MCQ,  Indian History (MCQ) Question and Answer PDF in Bengali for competitive examination





Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

শ্রীগোপীনাথ জিউ মন্দির, অগ্রদ্বীপ, পূর্ব বর্ধমান

বাংলার উৎসব , একটি পথের আত্মকথা প্রবন্ধ রচনা Class X