History MCQ Questions and Answers| ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর|
হেলো বন্ধুরা
আজকে তোমাদের সাথে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করছি। যেগুলি পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের বিভিন্ন কম্পেটিটিভ পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। এই Indian History (MCQ) Question and Answer প্রার্থীদের প্রস্তুতি নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের আরো চাকরির পরীক্ষার ইতিহাস প্রশ্ন ও উত্তর পড়ার জন্য আমাদেের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন মকটেস্ট, নোটস এবং pdf দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক Click Here.
More MCQ
ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে গান্ধীজীর নেতৃত্বে।
2। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নায়ক কে ছিলেন?
উত্তরঃ মাস্টারদা সূর্য সেন। 1930 খ্রিস্টাব্দে।
3। অলিন্দ যুদ্ধ কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে।
4। প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়?
উত্তরঃ 1930 খ্রিস্টাব্দে।
5। ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।
6। গান্ধী আরউইন চুক্তি কবে হয়?
উত্তরঃ 1931 খ্রিস্টাব্দে।
7। পুণাচুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ 1932 খ্রিস্টাব্দে। ডাঃ বি. আর. আম্মেদকর ও গান্ধীজির মধ্যে।
8। "সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি" কে ঘোষণা করেন?
উত্তরঃ র্যামসে ম্যাকডোনাল্ড, 1932 খ্রিস্টাব্দে।
9। "National Trade Union Federation" - কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1933 খ্রিস্টাব্দে।
10। সূর্যসেনের কবে ফাঁসি হয়?
উত্তরঃ 1934 খ্রিস্টাব্দে।
11। কংগ্রেস সমাজ মন্ত্রী দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জয়প্রকাশ নারায়ন, 1934 খ্রিস্টাব্দে।
12। ভারত শাসন আইন কবে পাস হয়?
উত্তরঃ 1935 সালে।
13। নিখিল ভারত কিষান কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ 1936 খ্রিস্টাব্দে।
14। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হন?
উত্তরঃ 1938 সালে হরিপুরা অধিবেশনে।
15। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়?
উত্তরঃ 1939 সালে।
16। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে করেন?
উত্তরঃ 1939 সালে সুভাষচন্দ্র বসু।
17। মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা হয়?
উত্তরঃ 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে।
18। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1942 খ্রিস্টাব্দে, গান্ধীজির নেতৃত্বে।
19। ক্রিপস মিশন কবে ভারতে আসেন?
উত্তরঃ 1942 খ্রিস্টাব্দে।
20। আজাদ হিন্দ বাহিনী কে গঠন করেন?
উত্তরঃ 1942 সালে সিঙ্গাপুরে রাসবিহারী বসু।
21। আজাদ হিন্দ বাহিনী কবে কোহিমা দখল করেন?
উত্তরঃ 1944 সালে।
22। ওয়াভেল পরিকল্পনা কবে পাস হয়?
উত্তরঃ 1945 খ্রিস্টাব্দে।
23। কেবিনেট মিশন কবে ভারতে আসেন?
উত্তরঃ 1946 খ্রিস্টাব্দে।
24। নৌ সেনা বিদ্রোহ কবে হয়?
উত্তরঃ 1946 সালে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে।
25। তেভাগা আন্দোলন কবে হয়?
উত্তরঃ 1946 সালে।
26। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশ কবে হয়?
উত্তরঃ 1946 সালে।
27। মাউন্টবাটেন পরিকল্পনা কবে পাস হয়?
উত্তরঃ 1947 সালে। ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা।
28। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে গৃহীত হয়?
উত্তরঃ 1951 সালে।
29। পঞ্চশীল নীতি চুক্তি কাদের মধ্যে হয়?
উত্তরঃ ভারত ও চীনের মধ্যে 1954 সালে।
30। বান্দুং সম্মেলন কোথায় হয়?
উত্তরঃ 1955 সালে ইন্দোনেশিয়াতে।
31। তাসখন্ড চুক্তি কবে হয়?
উত্তরঃ 1966 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে।
32। "রাজতরিঙ্গিনী" গ্রন্থে কোন রাজ্যের ইতিহাস সমন্ধে লেখা আছে?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর। কলহন এর লেখা।
33। "রামচরিত" কার লেখা?
উত্তরঃ সন্ধ্যাকর নন্দী।
34। "গৌরবাহ" গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ বাকপতি রাজ।
35। "মুদ্রারাক্ষস" বইটি কার লেখা?
উত্তরঃ বিশাখা দত্ত।
36। জিয়াউদ্দিন বরণি কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তরঃ ফিরোজসাহ তুঘলক
37। নাগার্জুন ও অশ্বঘোষ কোন সম্রাটের সভাকবি ছিলেন?
উত্তরঃ সম্রাট কনিষ্ক।
38। "গঙ্গাইকোন্ড" উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল।
39। "বাংলার আকবর" কাকে বলে হত?
উত্তরঃ হুসেন শাহ।
40। "সকলোত্তর পথনাথ" "শিলাদিত্য" উপাধি কে গ্রহণ করেন?
উত্তরঃ হর্ষবর্ধন।
41। সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তরঃ মদন পাল।
42। রাষ্ট্রকুট বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ তৃতীয় কৃষ্ণ।
43 চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় পুলকেশী।
44। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ কর্নসুবর্ন।
45। ফো-কুয়ো-কিং বইটির লেখক কে ছিলেন?
উত্তরঃ ফা হিয়েন
46। অলবিরুনী কোন রাজার পৃষ্ঠপোষক ছিলেন?
উত্তরঃ মহঃ গজনী
47। "দানসাগর" ও "অদ্ভুতসাগর" বই দুটি কার লেখা?
উত্তরঃ বল্লাল সেন।
48। এলাহাবাদ প্রশস্তি বইটি কার লেখা?
উত্তরঃ হরিষেন
49। শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ কালাশোক
50। বৃহৎ সংহিতা বইটি কার লেখা?
উত্তরঃ বরাহমিহির।
Comments
Post a Comment