Delhi Sultanate period|ভারতের সুলতানি যুগের ইতিহাস

 

Delhi Sultanate period|ভারতের সুলতানি যুগের ইতিহাস



Delhi Sultanate period|ভারতের সুলতানি যুগের ইতিহাস

ভারতের সুলতানি যুগের ইতিহাস

ভারতের সুলতানি যুগের ইতিহাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল। যেগুলি বিভিন্ন কম্পেটিটিভ পরীক্ষার ক্ষেত্রে বিশেষ উপযোগী। এখানে আপনাদের সুবিধার্থে নোটস এবং pdf দুটোই দেওয়া হল। pdf এর জন্য নিচের দেওয়া লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন।


প্রতিদিন মকটেস্ট, নোটস এবং pdf এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে সব বিষয়ের নোটস দেওয়া হয়।


টেলিগ্রাম লিঙ্ক
Click Here


Delhi Sultanate period, Delhi Sultanate PDF, Delhi Sultanate rulers, Delhi Sultanate notes, Delhi Sultanate time period, Delhi Sultanate History, Delhi Sultanate religion, Who was the founder of Delhi Sultanate.


আরো জানতে ক্লিক করুন

1. WBP কনস্টেবল প্রিলি এক্সাম বিগত সালের প্রশ্নপত্র

2. ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস MCQ-1

3. ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস MCQ- 2

4. ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস MCQ -3

5. ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস MCQ-4



ভারতের সুলতানি যুগের ইতিহাস


1.  712 খ্রিস্টাব্দে ―আরবরা সিন্ধুপ্রদেশ অভিযান করেন। মোহাম্মদ বিন কাশিম সিন্ধুপ্রদেশ আক্রমণ করেন।

 2. 1001-27 খ্রিস্টাব্দে―সুলতান মামুদ ভারত আক্রমন করেন 

 3. 1025 খ্রিস্টাব্দে ―গজনীর সুলতান মামুদ সোমনাথ মন্দির লুট করেন।

 4. 1173-75 খ্রিস্টাব্দে―মোহাম্মদ ঘুরী কর্তৃক ঘোররাজ্য ও গজনী-মুলতান দখল।

 5. 1191 ―তরাইনের প্রথম যুদ্ধ (মোহাম্মদ ঘুরী-দিল্লির রাজা তৃতীয় পৃথ্বীরাজ)।

 6. 1205-06 খ্রিস্টাব্দে―বাংলাতে মুসলমান সম্রাজ্যের সূচনা করে বখতিয়ার খলজী।

 7. 1206 খ্রিস্টাব্দে ―বখতিয়ার খলজীর বাংলা জয়। দিল্লির সুলতানি রাজত্বের সূচনা/কুতুবউদ্দিন আইবেকের দিল্লির সিংহাসন আরোহন।

 8. 1210 খ্রিস্টাব্দে ― কুতুবউদ্দিন আইবেকের মৃত্যু।

 9. 1211 খ্রিস্টাব্দে ―ইলতুৎমিসের সিংহাস আরোহন।

10. 1221 খ্রিস্টাব্দে ―মোঙ্গল নেতা চেঙ্গিজ খানের ভারত আক্রমন।

11. 1231 খ্রিস্টাব্দ― দিল্লিতে কুতুবমিনার নির্মাণ শেষ।

12. 1236 খ্রিস্টাব্দে ―দিল্লির সিংহাসনে একমাত্র মুসলমান মহিলা শাসকের কার্যকাল।

13. 1240 খ্রিস্টাব্দে ―রাজিয়ার মৃত্যু।

14. 1265-87 খ্রিস্টাব্দে ―গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকাল।

15. 1266 খ্রিস্টাব্দে ―গিয়াসউদ্দিনের সিংহাসন লাভ।

16. 1290 ―জালালউদ্দিন ফিরোজ খলজীর সিংহাসন লাভ।

17. 1290 খ্রিস্টাব্দে ―মার্কোপোলো ভারতে আসেন।

18. 1296 খ্রিস্টাব্দে ―আলাউদ্দিন খলজীর সিংহাসন লাভ।

19. 1306 খ্রিস্টাব্দে ―দিল্লির সুলতান হিসাবে আলাউদ্দিন খলজীর প্রথম দক্ষিণ ভারত অভিযান।

20. 1316 ―আলাউদ্দিন খলজীর মৃত্যুবরণ।

21. 1320 খ্রিস্টাব্দে ―গিয়াসউদ্দিন তুঘলক কর্তৃক দিল্লির ক্ষমতা দখল ও তুঘলক বংশের প্রতিষ্ঠা।

22. 1325 খ্রিস্টাব্দে ―পাগলা রাজা নামে খ্যাত মোহাম্মদ বিন তুঘলকের সিংহাসন লাভ।

23. 1327 খ্রিস্টাব্দে ―মোহাম্মদ বিন-তুঘলক ভারতের রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন।

24. 1329 খ্রিস্টাব্দে ―তমার নোট প্রচলন করেন মোহাম্মদ বিন-তুঘলক।

25. 1333 খ্রিস্টাব্দে ―ইবনবতুতা ভারতে আসেন।

26. 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা।

27. 1347 খ্রিস্টাব্দে ―বাহমনী রাজ্যের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠাতা আবুল মুজাফফর শাহ।

28. 1351 খ্রিস্টাব্দে ―'সুলতানি যুগের আকবর' ফিরোজ শাহ তুঘলকের সিংহাসন আরোহণ।

29. 1398 খ্রিস্টাব্দে ―তৈমুর লং ভারত আক্রমন।

30. 1414 খ্রিস্টাব্দে ―সৈয়দ বংশের প্রতিষ্ঠা।

31. 1451 খ্রিস্টাব্দে ―লোদী বংশ সুলতানি শাসন ব্যবস্থায় আসে/লোদী বংশের প্রতিষ্ঠা।

32. 1469 খ্রিস্টাব্দে ―গুরু নানকের জন্ম।

33. 1486 খ্রিস্টাব্দে ―চৈতন্য দেবের জন্ম।

34. 1498 খ্রিস্টাব্দে ―পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে অবতরণ করেন।

35. 1510 খ্রিস্টাব্দে ―পর্তুগিজরা গোয়া দখল।

36. 1526 খ্রিস্টাব্দে ―প্রথম পানিপথের যুদ্ধ হয় বাবর ও ইব্রাহিম লোদীর সঙ্গে। সুলতানি সম্রাজ্যের পতন ঘটে।


File Name: Delhi Sultanate period Pdf download
Type: Pdf
Size: 
Download link: Click Here



দিল্লি সুলতানি আমল, দিল্লি সালতানেট পিডিএফ, দিল্লি সুলতানি শাসকরা, দিল্লি সুলতানি যুগ নোট, দিল্লি সুলতানি সময়কাল, দিল্লি সুলতানি যুগের ইতিহাস, দিল্লি সুলতানি ধর্ম, যিনি দিল্লির সুলতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন।

By Biplab Ghosh

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

শ্রীগোপীনাথ জিউ মন্দির, অগ্রদ্বীপ, পূর্ব বর্ধমান

জৈবনিক প্রক্রিয়া নবম শ্রেণী