Class 4 all subject Model Activity Task Combined Part 8 November Solution
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্বাইন্ড / Part 8
বাংলা
চতুর্থ শ্রেণী
Class 4 Bengali Model Activity Task Combined / Part 8 Solution :
১. একটি বাক্যে উত্তর দাও : ১ × ১০ = ১০
১.১ সন্দেহ নাই মাত্র।’- কোন্ বিষয়ে কবির মনে কোনাে সন্দেহ নেই?
উত্তর: এই পৃথিবীর প্রতিটি পাতায় যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে তা কবি একনিষ্ঠভাবে শিখছেন এবং এই বিষয়ে তাঁর কোনো সন্দেহ নেই ।
১.২ তােত্তো-চান স্কুলে গিয়ে ইয়াসুয়াকি-চানকে কোন অবস্থায় দেখতে পেল?
উত্তর: তোত্তো – চান স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়াকি – চান ফুলগাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে ।
১.৩ “… সবাই বল্লে ‘বেজায় মিঠে’!”— তাদের কাছে কোন্ কোন্ খাবার ‘বেজায় মিঠে’ লেগেছিল?
উত্তর: ধুলো – বালির কোর্মা – পোলাও আর কাদার পিঠে তাদের কাছে বেজায় মিঠে লেগেছিল ।
১.৪ ‘বক সে চালাক অতি চিকিৎসক—চুঞ্চু।’—‘চুঞ্চু’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ চুঞ্চু ‘ শব্দের অর্থ ওস্তাদ , এক্সপার্ট ।
১.৫ ‘মালগাড়ি’ কবিতায় কথক কার কাছে মালগাড়ি’ হওয়ার বর চাইবে?
উত্তর: কথকের জন্মদিনে যদি একটা মিষ্টি পরি তাদের বাড়িতে আসে , তাহলে কথক সেই পরিটির কাছে মালগাড়ি হওয়ার পর চাইবে ।
১.৬ ‘সে ঘাের বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানােয়ারের কিলিবিলি!’—কোন্ জঙ্গলের কথা বলা হয়েছে?
উত্তর: প্রমদারঞ্জন রায়ের লেখা ‘ বনের খবর ‘ গদ্যাংশে যে জঙ্গলের কথা বলা হয়েছে তা হলো — লুশাই বন ।
১.৭ ইচ্ছা করে সেলেট ফেলে দিয়ে অনি করে বেড়াই নিয়ে ফেরি।’—কথকের কী কী ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে?
উত্তর: কথকের ইচ্ছে করে চুড়ি , চিনের পুতুল ইত্যাদি ফেরি নিয়ে বেড়াতে ।
১.৮ ‘বােতাের দেখা পাওয়া নাকি সবসময়ই ভালাে’ – ‘বােতাে’র পরিচয় দাও।
উত্তর: বোতো সম্পর্কে আমাজন জঙ্গলে প্রচলিত বিশ্বাস এই যে তিনি আমাজনের রক্ষাকর্তা । জলের গভীরে মস্ত প্রাসাদে নাকি তার বাস ! বোতো অনেকটা ডলফিন আকৃতির একটা প্রাণী ।
১.৯ ‘ধলেশ্বরী খ্যাপা নদী।’ – একথা বলা হয়েছে কেন?
উত্তর: ধলেশ্বরী নদী তালে বেতালে চলে , চলার তাল ঠিক রাখতে জানে না । নদীর বেগ ও স্রোত প্রবল হওয়ায় এদিক ওদিক থেকে ঢেউ আছড়ে পড়ে নৌকায় গায়ে । তাই ধলেশ্বরীকে খ্যাপা নদী বলা হয়েছে ।
১.১০ ‘মন উন্মন্ গাে। – কার মনের এমন পরিস্থিতি?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ‘ দূরের পাল্লা ‘ কবিতায় ঘোমটা – পরা এক গ্রাম্য বধুর মনের আনমনা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে ।
২. নিজের ভাষায় উত্তর দাও : ২ × ১০ = ২০
২.১ ‘নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র।‘সবার আমি ছাত্র’ কবিতায় কবি কীভাবে প্রকৃতি থেকে দিনরাত নানান ভাবের নতুন জিনিস শেখেন?
উত্তর: কবি সুনির্মল বসু জীবনে চলার পথে প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে যে সমস্ত অনুপ্রেরণা পেয়েছেন তার একটি বিবরণ দিয়েছেন ‘ সবার আমি ছাত্র ‘ কবিতায় । আকাশের বিস্তৃতি যেমন তাকে উদার হতে শিখিয়েছে , তেমনি বাতাসের কাছ থেকে তিনি পেয়েছেন কর্মী হবার অনুপ্রেরণা । একইভাবে তিনি পাহাড় , সূর্য , সাগর , নদী , মাটি , পাথর বনভূমি প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিক্ষা লাভ করেছেন । কবির কাছে এই পৃথিবী পাঠশালাতুল্য এবং এখান থেকে তিনি দিনরাত নানান ভাবের নতুন জিনিস শেখেন ।
উত্তর: তোত্তো – চান তার নিজের গাছে উঠতে ইয়াসুয়াকি – চানকে আমন্ত্রণ জানিয়েছিল । কিন্তু ইয়াসুয়াকি – চান পোলিও রোগে আক্রান্ত হওয়ায় সে সহজে গাছে উঠতে পারছিল না । তোত্তো – চান তাকে ঠেলে ঠেলে মইয়ের মাথায় পৌঁছে দিয়েছিল । ইয়াসুয়াকি – চানকে মই থেকে গাছের ডালে আনার জন্য তোত্তো – চান গাছের ডালে চড়ে বসে এবং হাত বাড়িয়ে ইয়াসুয়াকি – চানের হাত ধরে । তারপর ভাগ হওয়া গাছের ডালে দাঁড়িয়ে সে মইয়ের মাথায় পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকা ইয়াসুয়াকি – চানকে টেনে তোলে । অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়ায় । তোত্তো – চান তার গাছে ইয়াসুয়াকি – চানকে স্বাগত জানায় এবং ইয়াসুয়াকি – চানও লাজুক ভাবে ভেতরে আসার অনুমতি চায় । এমন দৃশ্য ইয়াসুয়াকি – চান আগে দেখেনি । এবার সে বুঝতে পারল গাছে চড়া ব্যাপারটা ঠিক কেমন ।
২.৩ ‘আম-বাগিচার তলায় যেন তারা হেসেছে।’—একথা বলা হয়েছে কেন?
উত্তর: কবি গোলাম মোস্তাফা রচিত ‘ বনভোজন ‘ কবিতায় নুরু , পুষি , আয়ষা , শফির মতো ছোটো ছোটো ছেলেমেয়েরা বৈশাখ মাসের তপ্ত দুপুরে আমবাগানে মিলিত হয়েছে । তারা সেখানে মিছিমিছি বনভোজনের আয়োজন করেছিল । নুরু নামের বাচ্চাটি মিছিমিছি গিন্নি সেজেছিল । ধুলো – বালির কোর্মা – পোলাও কাদার পিঠের মতো কিছু মিছিমিছি খাবার রান্না করেছিল । সেই খেলা খেলতে গিয়ে তারা যে আনন্দ পেয়েছিল এখানে সেই কথাই বলা হয়েছে ।
২.৪ ‘মালগাড়ি কবিতায় কথকের ‘মালগাড়ি’ হতে চাওয়ার তিনটি কারণ নির্দেশ করাে।
উত্তর: ‘ মালগাড়ি ‘ কবিতায় কথক মালগাড়ি হতে চায় । এর কারণ হলো – [ i ] মালগাড়ি চলতে থাকে তার নিজের ইচ্ছামতো । [ ii ] কোনো স্টেশন থেকে যাত্রী তোলার বা নামাবার বা দেরি হয়ে যাওয়ার কোনো পিছুটান তার নেই । ( iii ) মালগাড়ির টাইমটেবিল মেনে চলার প্রয়োজন নেই ।
২.৫ ‘উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় …’— উবা কী বুঝতে চায় ?
উত্তর: অমরেন্দ্র চক্রবর্তী লেখা ‘ আমাজনের জঙ্গলে ‘ গল্পে উবা লেখকের চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় যে লেখক কে , তিনি কোথা থেকে এসেছেন , তিনি কোন পৃথিবীর মানুষ , সেই পৃথিবীটাই বা কীরকম এসবই ।
২.৬ বর্শা দিয়ে বিধবে তারা, রাজ্যে আমার এলে।’ – কারা এমনটি করবে?
উত্তর: কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘ আমি সাগর পাড়ি দেবো ‘ কবিতায় হাঙ্গর , তিমির মতো জলদস্যুদের উদ্দেশ্যে কথক বলেছেন যে তিনি তাদের জন্য পাহারা রেখে যাবেন । জলদস্যুরা যদি তাঁর রাজ্য আক্রমণ করে তাহলে সিন্ধু – গাজী , মোল্লা – মাঝি , নৌসেনা ও জেলেরা বর্শা দিয়ে তাদের বিঁধে ফেলবে ।
২.৭ যাত্রা শুরু হলাে সেই নির্দিষ্ট দেশের দিকে। – ‘দক্ষিণমেরু অভিযান’ রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও।
উত্তর: ১৯০২ সালের নভেম্বর মাসে ক্যাপ্টেন স্কট , স্যাকলটন ও উইলসন উনিশটি কুকুর সাথে নিয়ে শ্লেজগাড়িতে করে দক্ষিণ মেরুর দিকে এগিয়ে যেতে থাকেন । এগিয়ে যাওয়ার সময় তারা তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর উপর একটা করে পতাকা গুঁজে রাখেন যাতে ফেরার পথে খাবার পাওয়া যায় ও পথেরও নিশানা হয় । তারা যতই এগোতে থাকেন বরফের ঝড় ততই তীব্রতর হয়ে উঠতে থাকে । ফলে তারা বাধ্য হন ফিরে আসার জন্য । ফিরে আসার সময় তারা সকলেই ক্ষুধায় অবসন্ন হয়ে পড়েন । কুকুরের খাবার জোগাতে তারা একটা কুকুরের মাংস অন্য কুকুরদের খাওয়াতে লাগলেন । এইরকম করে কোনোরকমে তারা জীবন বাঁচিয়ে আবার কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন ।
২.৮ ‘আলাে’ নাটকে বাদুড়দের গানের বক্তব্যটি কী?
উত্তর: ‘ আলো ‘ নাটকে বাদুড়দের গানের বক্তব্য হলো — তারা কালো ডানা মেলে এবং উজ্জ্বল দাঁতের সারি বের করে বসে আছে । তাদের আলো সহ্য হয় না । তারা গুহাতে থাকে । তাদের গুহাতে সোঁদা গন্ধ এবং সেই গুহা বন্ধ । এই সমস্ত বিষয়ই সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এবং বাদুড়েরা চায় সেই ভয়েরই যেন জয় হয় । অর্থাৎ বাদুড়েরা এইসব কথা বলে শম্ভুর মনে ভয় জাগাতে চেষ্টা করেছিল ।
২.৯ ‘নৌকো পাড়ে লাগে।” – তখন ভাইবােনেরা কী করে?
উত্তর: রাণী চন্দের লেখা ‘ আমার মা – র বাপের বাড়ি ‘ গল্পে দেখা যায় নৌকা যখন পাড়ে লাগে তখন লেখিকা ও তাঁর ভাই – বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়েন । পাড়ে নলখাগড়ার বনে ও বালির চরে ছোটাছুটি করেন । এছাড়াও গত রাত্রের রান্না করে আনা লুচি , আলুর দম , হালুয়া জলের ধারে বসে খেয়ে হাত – মুখ ধুয়ে আবার নৌকায় উঠে পড়েন ।
২.১০ ‘দূরের পাল্লা’ কবিতায় নৌকো থেকে কোন্ দৃশ্য চোখে পড়ে?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ‘ দূরের পাল্লা ‘ কবিতায় নৌকা চালানোর সময় তিনজন মাল্লার চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল , গজিয়ে ওঠা ঝোপঝাড় । নদীর জল শৈবালে পরিপূর্ণ , চরে জেগে ওঠা কঞ্চির বন , বনহাঁসের তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলার দৃশ্যেরও দেখা মেলে । পানকৌড়ি জলে ডুব দেয় , নদীর ঘাটে স্নান করে ঘোমটাপরা বউ । স্নানশেষে কলসিতে জল ভরে তারা ঘরের পথে পা বাড়ায় । নৌকা থেকেই এইসব দৃশ্যই মাঝিদের চোখে পড়ে ।
৩. নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ নীচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করাে :
৩.১.১ সমুদ্রের একটি নাম রত্নাকর।
উত্তর: রত্নাকর = রত্ন + আকর
৩.১.২ আমাদের বিদ্যালয় আমাদের গর্ব।
উত্তর: বিদ্যালয় = বিদ্যা + আলয়
৩.১.৩ তােমার দায়িত্ব সকলকে স্বাগত জানানাে।
উত্তর: স্বাগত = সু + আগত
৩.১.৪ ‘রমেশ শরৎচন্দ্র চট্যোপাধ্যায়ের একটি বিখ্যাত চরিত্র।
উত্তর: রমেশ = রমা + ঈশ
৩.১.৫ সকলের মতৈক্য হওয়া সম্ভব নয়।
উত্তর: মতৈক্য = মত + ঐক্য
৩.২ সন্ধি করাে :
৩.২.১ সুধী + ইন্দ্র =
উত্তর: সুধী + ইন্দ্ৰ = সুধীন্দ্র
৩.২.২ দাম + উদর =
উত্তর: দাম + উদর = দামোদর
৩.২.৩ পূর্ণ + ইন্দু =
উত্তর: পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু
৩.২.৪ দিবস + অন্ত =
উত্তর: দিবস + অন্ত = দিবসান্ত
৩.২.৫ বন + ওষধি =
উত্তর: বন + ওষধি = বনৌষধি
Model Activity Task Part 8, October 2021
English (Full Marks 40)
Class – IV
Class 4 English Model Activity Task Part 8 Solution :
1. Read the following passage and answer the questions given below:
Gogol could now see the actual process of Bengali cooking. He felt a new interest in Bengali food. He ate a hearty lunch of rice and rohu curry. Then there were rosogollas and sweet curd. In the evening the children sat around Grandma and heard stories. Gogol enjoyed eating peyajis— onion pakoras; a favourite Bengali snack.
A. Fill in the chart with information from the passage : 1× 5 = 5
Ans:
Food at lunch
Food in the evening
(i) Rice
peyajis— onion pakoras
(ii) Rohu curry
(iii) Rosogollas
(iv) Sweet curd
B. Answer the following questions: 2× 2 = 4
(i) Why did Gogol feel interested in Bengali food?
Ans: Gogol could see the actual process of Bengali cooking. so, he felt interested in Bengali food.
(ii) What did the children do in the evening?
Ans: In the evening the children sat around Grandma and heard stories. Gogol enjoyed eating peyajis or onion pakoras.
2. Read the following passage and answer the questions given below:
India was in the clutches of the British for more than two hundred years. They were very cruel. The Indians did not like them. People fought for the freedom of their motherland. They did not hesitate to follow leaders like Netaji Subhash Chandra Bose and Mahatma Gandhi. The Indians loved their motherland dearly. They chased them out of the country. India got freedom on 15th August, 1947. This day is observed as the Independence Day of India. We hoist the national flag and sing our National Anthem “Jana-GanaMana” on that day. “Jana-Gana-Mana” was written by Rabindranath Nath Tagore.
Underline the correct answer from the given alternatives: 1× 3 = 3
(i) The British ruled over India for
(a) 200 years
(b) over 200 years
(c) 300 years
(d) over 300 years
Ans: (b) over 200 years
(ii) India became free on
(a) 15th August 1947
(b) 15th August 1941
(c) 15th August 1974
(d) 15th August 1997
Ans: (a) 15th August 1947
(iii) Our National Anthem was written by
(a) Subhash Chandra Bose
(b) Mahatma Gandhi
(c) Rabindranath Nath Tagore
(d) Nazrul Islam
Ans: (c) Rabindranath Nath Tagore
3. Select the Masculine Gender, Feminine Gender, Neuter Gender and Common Gender in the following sentences and put them in correct columns: 1×5 = 5
i) Suriya is my sister.
ii) Riju and Sumit are friends.
iii) Rocky is a dog.
iv) There is a clock on the wall.
Ans:
Masculine Gender
Feminine Gender
Neuter Gender
Common Gender
Dog
Sister
Wall, Clock
Friends
4. Fill in the blanks with Present Continuous Tense forms the Verbs given in brackets : 1 × 4 = 4
a) The girl ____________ (sing).
Ans: The girl is singing.
b) They ____________ (play).
Ans: They are playing.
c) The students ____________ (write).
Ans: The students are writing.
d) He ____________ (read).
Ans: He is reading.
5. Make sentences with the following words: 2 × 4 = 8
i) delighted:
Ans: I am very delighted to see the fair.
ii) various:
Ans: There are various types of flower plants in our garden.
iii) prospect:
Ans: I prospect your arrival.
iv) gazed:
Ans: That unknown person gazed at me.
6. Who am I? 1 × 3 = 3
a) I have a huge body. I have a trunk. My cry is called trumpet. _______________________ .
Ans: I have a huge body. I have a trunk. My cry is called trumpet. I am an elephant.
b) I can fly. I hoot. I come out in the night. _______________________ .
Ans: I can fly. I hoot. I come out in the night. I am an owl.
c) I eat grass. I bleat. I give milk. _________________________ .
Ans: I eat grass. I bleat. I give milk. I am a goat.
7. Choose the appropriate adverbs from the brackets and complete sentences : 1 × 3 = 3
a) The girl speaks __________ (politely/attentively).
Ans: The girl speaks politely.
b) He is __________ (completely/bravely) safe now.
Ans: He is completely safe now
c) I sing __________ (twice/daily)
Ans: I sing daily.
8. How do you spend your day at home? Write five sentences about it. 5
Ans: I get up at 6:00 a.m. in the morning and brush my teeth and wash my mouth. Then I take my breakfast and study for 1 hour. After that, I play at home for some time. Next, I take my bath and have my lunch cooked by my mom. In the afternoon I play for some time and in the evening I study for 1 hour. Finally, at 9:00 p.m. I take my dinner and go to bed.
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8, October 2021
গণিত (পূর্ণমান ৪০)
চতুর্থ শ্রেণী
Class 4 Mathematics Model Activity Task Part 8 Solution :
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : ১ × ৭ = ৭
১.১ চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ০৩০০
(b) ০৩০
(c) ০০৩০
(d) ৩০০০
উত্তর: (d) ৩০০০
১.২ ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান
(a) ৬
(b) ৬০
(c) ৬০০
(d) ৬০০০
উত্তর: (c) ৬০০
১.৩ পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ সংখ্যাটি হলাে
(a) ৫৪০৫
(b) ৫৪৫০
(c) ৫৫০৪
(d) ৫০৪৫
উত্তর: (d) ৫০৪৫
১.৪ ৩, ৫, ৪, ৭ এই চারটি অঙ্ক দিয়ে গঠিত সব থেকে বড়াে চার অঙ্কের সংখ্যাটি হলাে
(a) ৭৪৫৩
(b) ৩৪৫৭
(c) ৭৫৩৪
(d) ৭৫৪৩
উত্তর: (d) ৭৫৪৩
১.৫ সমান ৩ ভাগের ১ ভাগ হলাে
(a) ৩/১
(b) ১
(c) ১/৩
(d) ৩-১
উত্তর: (c) ১/৩
১.৬ লব ৩ ও হর ৮ হলে, ভগ্নাংশটি হবে
(a) ৩/৮
(b) ৮/৩
(c) ১-এর থেকে বড়াে
(d) ১-এর সমান
উত্তর: (a) ৩/৮
১.৭ রং করা অংশটি হলাে
(a) ১/৩
(b) ১/৬
(c) ৩/৬
(d) ৬/৩
উত্তর: (c) ৩/৬
২. সত্য / মিথ্যা (T/F) লেখাে : ১ × ৭ = ৭
২.১
উত্তর: ৩৮০০
২.২ ৯ × ১১ গুণফলটি ৭ × ১১ গুণফল থেকে ২২ বেশি।
উত্তর: সত্য
২.৩ ২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান ১০।
উত্তর: মিথ্যা
২.৪ ৯৯৯ -এর পরের সংখ্যাটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা।
উত্তর: মিথ্যা
২.৫ ১/৩ > ১/২
উত্তর: মিথ্যা
২.৬ ১০০ মিটার = ১ সেন্টিমিটার।
উত্তর: মিথ্যা
২.৭ ৩ × ১০০০ গ্রাম = ৩ কিগ্রা.।
উত্তর: সত্য
৩. ৩.১. স্তম্ভ মেলাও :৩ × ২ = ৬
প্রথম স্তম্ভ
দ্বিতীয় স্তম্ভ
২০০০+৩০০+৪০+৫
দুই হাজার চারশত পয়ত্রিশ
২৪৩৫
২৩৫৪
২৩৫০ থেকে ৫ কম
উত্তর:
প্রথম স্তম্ভ
দ্বিতীয় স্তম্ভ
২০০০+৩০০+৪০+৫
২৩৫০ থেকে ৫ কম
২৪৩৫
দুই হাজার চারশত পয়ত্রিশ
২৩৫৪
৩.২. ফাকা ঘর পূরণ করাে :
উত্তর:
৪. ৪.১. ছকটি পূরণ করাে : ৪ × ৫ = ২০
সামান্য ভগ্নাংশ
দশমিক ভগ্নাংশ
(a)
সমান ১০ ভাগের ৫ ভাগ
(b)
০.৭
উত্তর:
সামান্য ভগ্নাংশ
দশমিক ভগ্নাংশ
(a)
সমান ১০ ভাগের ৫ ভাগ
৫/১০
০.৫
(b)
সমান ১০ ভাগের ৭ ভাগ
৭/১০
০.৭
৪.২. a) ৭-এর একটি জোড় গুণিতক এবং একটি বিজোড় গুণিতক লেখাে।
উত্তর: ৭-এর একটি জোড় গুণিতক হল ১৪ এবং একটি বিজোড় গুণিতক হল ৭
b) ৩ এবং ৫-এর দুটি সাধারণ গুণিতক লেখাে।
উত্তর: ৩ এর গুণিতক গুলি হল – ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০…….
৫ এর গুণিতক গুলি হল – ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫…….
৩ এবং ৫-এর দুটি সাধারণ গুণিতক হল – ১৫, ৩০
৪.৩. যােগ করাে :
উত্তর:
৪.৪. চিকুর ৫ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে, সে তার থেকে ২ মিটার ৩০ সেমি দৈর্ঘ্যের একটি টুকরাে কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে?
উত্তর:
৫ মিটার ০০ সেমি.
– ২ মিটার ৩০ সেমি.
___________________________________
২ মিটার ৭০ সেমি.
∴ ২ মিটার ৭০ সেমি. লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে।
৪.৫. আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে ৬৭০ টাকার বিস্কুট ও ৭৭৫ টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে ১০০০ টাকা আছে। আর কতাে টাকা লাগবে?
উত্তর:
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 8 (Combined), October 2021
আমাদের পরিবেশ (পূর্ণমান ৪০)
চতুর্থ শ্রেণী
Class 4 Poribesh Model Activity Task Part 8 Solution :
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১ × ৬ = ৬
১.১ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলাে –
(ক) বট
(খ) পলাশ
(গ) ফণীমনসা
(ঘ) আম
উত্তর: (গ) ফণীমনসা ।
১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলাে –
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নিষ্ক্রিয় গ্যাস
(ঘ) কার্বন ডাইঅক্সাইড
উত্তর: (খ) অক্সিজেন
১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলাে –
(ক) গন্ডার
(খ) ডােডাে
(গ) কুমির
(ঘ) হরিণ
উত্তর: (খ) ডােডাে ।
১.৪ চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে –
(ক) উত্তর থেকে দক্ষিণ দিকে
(খ) দক্ষিণ থেকে উত্তর দিকে
(গ) পূর্ব থেকে পশ্চিম দিকে
(ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে
উত্তর: (ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে ।
১.৫ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলাে –
(ক) লােহা আর টিন
(খ) তামা আর টিন
(গ) লােহা আর তামা
(ঘ) তামা আর সােনা
উত্তর: (খ) তামা আর টিন ।
১.৬ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলাে –
(ক) চৈত্র
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) পৌষ
উত্তর: (ঘ) পৌষ ।
২. শূন্যস্থান পূরণ করাে : ১ × ৪ = ৪
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে ___________ ।
উত্তর: সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে জোড়া ।
২.২ বাটখারা দিয়ে কোনাে জিনিসের ___________ মাপা হয়।
উত্তর: বাটখারা দিয়ে কোনাে জিনিসের ওজন মাপা হয়।
২.৩ ___________ থেকে বেরােয় লালারস।
উত্তর:লালাগ্রন্থি থেকে বেরােয় লালারস।
২.৪ পৃথিবীর ___________ হলাে চাঁদ।
উত্তর: পৃথিবীর উপগ্রহ হলাে চাঁদ।
৩. ঠিক বাক্যের পাশে ‘✔’ আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও :
৩.১ কেঁচোর শিরদাঁড়া আছে।
উত্তর:‘X’
৩.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।
উত্তর:‘✔’
৩.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।
উত্তর:‘✔’
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
বাম স্তম্ভ
ডান স্তম্ভ
৪.১ মৃৎশিল্প
(ক) পুরুলিয়া
৪.২ ছৌ নাচ
(খ) দার্জিলিং
৪.৩ সিল্কের শাড়ি
(গ) কৃষ্ণনগর
(ঘ) বিষ্ণুপুর
উত্তর:
বাম স্তম্ভ
ডান স্তম্ভ
৪.১ মৃৎশিল্প
(গ) কৃষ্ণনগর
৪.২ ছৌ নাচ
(ক) পুরুলিয়া
৪.৩ সিল্কের শাড়ি
(ঘ) বিষ্ণুপুর
৫. একটি বাক্যে উত্তর দাও :
৫.১ ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায়?
উত্তর: ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায় ।
৫.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখাে যা সহজে মাটিতে মিশে যায় না।
উত্তর: প্লাস্টিক হলো এমন একটি বর্জ্য পদার্থ যা সহজে মাটিতে মিশে যায় না ।
৫.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উত্তর: পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন -এ রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ।
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৬.১ কী করে চাল থেকে ধানের খােসাকে আলাদা করবে?
উত্তর: ঢেঁকি বা হলারমেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করব ।
৬.২ ফুসফুস ভালাে রাখার উপায় কী কী?
উত্তর: ফুসফুস ভালো রাখার উপায় গুলি হল
i ) নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে ।
ii ) ধোঁয়া ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে ।
iii ) অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন- আঙ্গুর , আপেল , আনারস , খেতে হবে ।
৬.৩ কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে?
উত্তর: কৃত্রিম উপগ্রহগুলি থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই । তাছাড়া মোবাইল এ কথা বলা , টি ভি দেখা ও রেডিও শোনার পেছনেও এদের ভূমিকা রয়েছে ।
৬.৪ ডােকরার পুতুল কীভাবে বানানাে হয়?
উত্তর: মৌ – মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে ডোকরার পুতুল বানানো হয় ।
৬.৫ আগেকার দিনের মানুষ নানা পশুকে পােষ মানিয়েছিল কেন?
উত্তর: আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়ে ছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে পশুকে পোষ মানালে অনেক সুবিধা আছে । সারা বছর ধরে মাংস , দুধ , ডিম আর চামড়া পাওয়া যাবে । এছাড়াও মানুষ আত্মরক্ষার জন্য কুকুরকে পোষ মানাতে শিখেছিল ।
৬.৬ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন?
উত্তর: আমরা সবাই জানি , চাদের নিজের কোনো আলো নেই । সূর্যের আলোকে চাদ প্রতিফলন করে উজ্জ্বল হয় কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর উপগ্রহ , তাই সে পৃথিবীর চারদিকেও ঘোরে । ফলে অমাবস্যার সময় যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ এসে দাঁড়ায় । এই মুহুর্তে চাঁদের কোনো অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না । তাই অমাবস্যায় চাঁদকে দেখা যায় না ।
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৭.১ “বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন” – কেন এমন হচ্ছে বলে তােমার মনে হয়?
উত্তর:
১ ) মানুষ জঙ্গল সব কেটে ফেলছে । প্রাণীদের খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে ।
২ ) মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে ।
৩ ) বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত হয় এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে ।
৪ ) এছাড়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে ।
৭.২ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তােমার মনে হয়?
উত্তর: বিষাক্ত সাপ কামড়ালে
১. বিষদাত লেগে থাকলে তা তুলে ফেলতে হবে ।
২. ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুতে হবে ।
৩. হাতের বাহুতে / পায়ের উরুতে বাঁধন দিতে হবে । তবে এক – দেড় ঘন্টা অন্তর বাঁধন খুলে আবার হালকা ভাবে বাঁধতে হবে ।
৪. দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে ।
৫. রোগীকে সাহস দিতে হবে ।
৬ রোগী বমি করতে চাইলে তা করতে দিতে হবে ।
৭. স্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে স্বাস দিতে হবে ।
৩। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থানটি পূরণ করা : ১ × ৮ = ৮
(ক) মেঘে __________ ঘর্ষণে যে শক্তি তৈরি হয়,
বজ্র তাকেই বলে থাকি, জেনাে তা নিশ্চয়।
(a) মেঘে (b) পাহাড়ে
উত্তর: (a) মেঘে
(খ) সেই বজ্রই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে,
__________ যে তাকেই বলি, এতাে সবাই জানে।
(a) বজ্রপাত (b) বজ্রাঘাত
উত্তর: (a) বজ্রপাত
(গ) বজ্রগর্ভ মেঘ দেখে তাই __________ থেকো,
বজ্রপাত যে বিপজ্জনক – এটুকু মনে রেখাে।
(a) বিপদে (b) নিরাপদে
উত্তর: (b) নিরাপদে
(ঘ) বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম,
__________ আশ্রয়েতে বিপদ থাকে কম।
(a) আপদশূন্য (b) গাছের তলায়
উত্তর: (a) আপদশূন্য
(ঙ) সুইচবাের্ডে হাত দেবে না, মােবাইলে নয় হাত,
দরজা-জানলা __________ রাখাে, থামুক বজ্রপাত।
(a) খােলা (b) বন্ধ
উত্তর: (b) বন্ধ
(চ) ভূমিকম্প মাটির নীচের কম্পনকেই বলে,
ভূত্বকহঠাৎ কেঁপে ওঠে __________ ফলে।
(a) ভূমিকম্পের (b) ভূমিধসের
উত্তর: (a) ভূমিকম্পের
(ছ) ভূমিকম্প হলে পরে ভেঙে যায় __________ ,
ধুলােয় লুটায় দরজা-জানলা, দেয়াল ও আলমারি।
(a) জলবায়ু (b) ঘরবাড়ি
উত্তর: (b) ঘরবাড়ি
(জ) ভূমিকম্প হওয়া মানেই অনেক বড় ক্ষতি,
মানুষ মরে, পশুমরে, কত যে __________ ।
(a) দুর্গতি (b) বিপর্যয়
উত্তর: (a) দুর্গতি
৪। নীচের যােগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নীচে ফাঁকা ঘরে যােগাসনটির নাম লেখাে। ২ × ২ = ৪
উত্তর:
৫৷ নীচের প্রশ্নগুলির উত্তর দাও। ২ + ৪ = ৬
(ক) বন্যা কাকে বলে?
উত্তর: বন্যা হলাে অস্থায়ীভাবে জলমগ্ন অবস্থা, যা জলাধারের জলবৃদ্ধি, অত্যধিক বৃষ্টি, উপকূলের জলােচ্ছাস, সুনামি, বরফ গলার ফলে বা জলাধার ফেটে যাওয়ায় নদীর কূল ছাপিয়ে একটি বৃহৎ এলাকা প্লাবিত হওয়া।
অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন বিদ্যালয়ের নাম :- শিক্ষার্থীর নাম :- শ্রেণি : - দশম বিভাগ:- ক ক্রমিক সংখ্যা :- বিষয় :- জীবন বিজ্ঞান শিক্ষাবর্ষ : - 2021 কোষ বিভাজন যে প্রক্রিয়ায় মাতৃ কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজনের প্রকারভেদ এটি প্রধানত তিন প্রকারের। যথা-- 1) মাইটোসিস। 2) মিয়োসিস। 3) অ্যামাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন :- যে প্রক্রিয়ায় মাতৃ কোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়ে সমআকৃতি, সমগুন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ঠ দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও সাইটোপ্লাজম এর পরিমান একই থাকে। তাই মাইটোসিস কে সম বিভাজন বা সদৃশ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনের স্থান বর্ধনশীল মূলের অগ্রভাগে এবং কাণ্ডে...
Subscribe Our Youtube Channel Like Our Facebook Page 1. Write a letter to the editor of a newspaper (within 100 words) about the problems faced by commuters due to reckless driving of public vehicles. To The Editor The Telegraph Kolkata-700 001 Date: 16 March, 2021 Subject: Reckless driving. Sir/ Madam, I shall be highly obliged to you if you kindly publish this representation against reckless driving in your esteemed daily. At present journey by bus or mini-bus has been awfully perilous. The drivers drive their vehicles at break-neck speed. They seem to have no respect for traffic rules. In most cases, road accidents take place on account of reckless driving. Besides, over-taking is common to all drivers. Several accidents were caused in the past for over-taking. There are policemen to control the traffic, but everybody...
Comments
Post a Comment