হীরক ও গ্রাফাইট গঠনের তুলনা করো?

গ্রাফাইট এবং হীরক উভয়ই কার্বনের তৈরি। কিন্তু তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হীরক হলো আবিষ্কৃত হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন বা শক্ত পদার্থ। অন্যদিকে গ্রাফাইট অনেক নরম জাতীয় পদার্থ ।

গ্রাফাইট

গ্রাফাইটের প্রত্যেকটি কার্বন পরমাণু তার পার্শ্ববর্তী তিনটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে একটি ষড়ভুজ আকৃতি গঠন করে। অসংখ্য ষড়ভুজ একত্রে যুক্ত হয়ে বৃহৎ একটি গঠন তৈরি করে। তারা দুর্বল ভ্যান্ডারওয়ালস শক্তি দিয়ে আবদ্ধ থাকে। তাই তারা নরম প্রকৃতির হয়।

হীরক

হীরক বা হীরায় একটি কার্বনের পাশে চারটি কার্বন যুক্ত থাকে। তারা কোনো দুর্বল ভ্যান্ডারওয়ালস বল দিয়ে যুক্ত থাকে না। তারা সমযোজী বন্ধন দিয়ে যুক্ত থাকে এবং তারা শক্ত প্রকৃতির হয়।

গ্রাফাইট বিদুৎ পরিবহন করলেও হীরা বিদুৎ পরিবহন করেনা।

Comments

Popular posts from this blog

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন