Model Activity Task Class 9 Bengali Question and Answers Part 7

Model Activity Task Class 9 Bengali Question and Answers Part 7

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  ৩x৫ = ১৫


১.১ নব নব সৃষ্টি' প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ করা যায় তা উল্লেখ করাে


উত্তরঃ নব নব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যেসকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা বিশেষভাবে উল্লেখযােগ্য। বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি-ফারসি এবং ইংরেজী প্রধান। সংস্কৃত শব্দ কোন বিদেশি শব্দ নয়, তবে পর্তুগিজ ফরাসি শব্দ অত্যন্ত কম। আমরা প্রয়ােজনে অপ্রয়ােজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়ে থাকি। পাঠান মুঘল যুগের আইন-আদালত, খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফারসি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি।পরবর্তী ইংরেজ থেকে ইংরেজি মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি।


১.২ ‘পৃথিবীর কোনাে পথ এ কন্যারে দেখে নি কো’— উদ্ধৃতাংশে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনাে পথ তাকে দেখেনি কেন?


উত্তরঃ 'আকাশে সাতটি তারা' কবিতায় কবি জীবনানন্দ দাশ আলােচ্য উদ্ধতিতে কেশবতী কন্যা অর্থাৎ বাংলায় সন্ধ্যাকালীন সৌন্দর্য্যকে দেখার কথা বলা হয়েছে। জীবনানন্দ দাশের 'আকাশে সাতটি তারা' কবিতায় কবি বাংলার এক অপূর্ব দৃশ্য তুলে ধরেছেন। বাংলায় নীল সন্ধ্যা নেমে এলে কবির মনে হয় যেন এ যেন এক কেশবতী নারীর চুলের বন্যায় সমস্ত চরাচর ডুবে গেছে। সেই নারীর চুল ঘন কালাে রং রাতের আকাশের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। কবির কল্পনায় কবির এই দৃশ্য শুধুমাত্র বাংলার বুকেই দেখা যায়, যা পৃথিবীর অন্য কোন দেশে দেখা যায় না। তাই কবি বলেছেন পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কো।

১.৩ ...তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়ােজন।

– কাকে একথা লেখা হয়েছে? তাকে কেন প্রয়ােজন?


উত্তরঃ স্বামী বিবেকানন্দ, তাঁর স্নেহধন্যা শিষ্যা ভগিনী নিবেদিতাকে এ কথা লিখেছেন। স্বামীজি বলেছিলেন, ভারতের নারী সমাজের মুক্তি ঘটানাের জন্য একজন সিংহি নারীর প্রয়ােজন আছে। তিনি এর জন্য ভগিনী নিবেদিতাকে বেছে নেন। বিবেকানন্দ ভেবেছিলেন ভারতের নারী সমাজের মুক্তি ঘটানাের জন্য ভগিনী নিবেদিতা উপযুক্ত। এই উদ্দেশ্যে স্বামীজী উদ্ধৃতি লাইনটি লিখেছেন।


১.৪ ‘সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে

কে এমনটি করে থাকে? তার এমন করার কারণ কী?


উত্তরঃ গ্রাম বাংলার বুকে বেড়ে ওঠা কবির কল্পনায় এক মনের কথা বলা হয়েছে। যেখানে ছােট সাদা ফুল অবিরত দুল্যমান। গ্রাম বাংলার বুকে বেড়ে ওঠা মানুষের কর্ম ব্যস্ততার তাগিদে গ্রামের বাইরে অর্থাৎ শহরে গেলে তাদের গ্রামের কথা মনে পড়ে। সেটাই গ্রাম বাংলার যন্ত্রণা। এই যন্ত্রণা শেষ হয়না তার মনের দুঃখ পূর্ণ হয়না। কবির কল্পনায় গ্রাম বাংলার সৌন্দর্য আকণ্ঠ পান করেও মনের তৃষ্ণা কিছুতেই নিবৃত্ত হয় না। ঘাসের গন্ধ যেন আপন মনে সারা দিন ধরে গায়ে মাখে। নীল আকাশের বুকে যেন সারা রাত জেগে থাকে। দুরন্ত এক বুকে যেন সারা রাত জেগে থাকে। দুরন্ত একগুঁয়েটা যেন তার মনের সব স্বপ্ন তাদের বলে।


১.৫ রাধারাণী কঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। —রাধারাণীর পরিচয় দাও। তার মালা গাঁথার উদ্দেশ্য কী?


উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ' রাধারানী' গদ্যাংশের রাধারানী হল একাদশ বছরের কম বয়সী একটি বালিকা, যাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে। রথযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে দুর্ভাগ্যক্রমে রাধারানীর মায়ের গুরুতর অসুখ বাঁধে। যে রােজগারের উপরে তাদের সংসার  চলত সেটাও বন্ধ হয়ে যায়। বাড়িতে খাবার পর্যন্ত বন্ধ হয়ে যায় ঔষধ কেনাতাে দূরের কথা। দিন কাটতে থাকে অনাহারে। রাধারানী মায়ের ঔষধ কেনার কথা চিন্তা করে। এবং রথে মালা বিক্রি করবে ভেবে সে মালা গাঁথে।


২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :


২.১ কেরােসিন’ উৎসগতভাবে কোন শ্রেণির শব্দ?


উত্তরঃ বিদেশি শব্দ


২.২ একটি মৌলিক শব্দের উদাহরণ দাও।


উত্তরঃ যেসব শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোন প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে। 

উদাহরণ :- মৌলিক শব্দের একটি উদাহরণ - গােলাপ।


২.৩ ‘নবগঠিত শব্দ’ বলতে কী বােঝ?


উত্তরঃ নিত্য নতুন শব্দ, প্রয়ােজনে ভিন্ন ভিন্ন শব্দ মিশ্রণে অথবা কোন শব্দকে খন্ডিত করে যে নতুন শব্দ পাওয়া যায় তাকেই নবগঠিত শব্দ বলে।

 উদাহরণ :- জোড় কলম।


২.৪ পাের্তুগিজ ও হিন্দি ভাষার শব্দ যুক্ত করে তৈরি একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।


উত্তরঃ পর্তুগিজ + হিন্দি = পাউ + রুটি = পাউরুটি।


২.৫ ‘Tear gas'-এর বাংলায় অনুদিত শব্দটি কী?


উত্তরঃ ' Tear gas ' এর বাংলায় অনূদিত শব্দটি হলাে -কাঁদুনে গ্যাস।

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান