বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন ভৌত বিজ্ঞানদশম শ্রেণি

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন
ভৌত বিজ্ঞান
দশম শ্রেণি
১. কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস?
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) হাইড্রোজেন
উত্তর: (গ) নাইট্রাস অক্সাইড
২ . যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 1.5 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো
(ক) 3g/mol
(খ) 6g/mol
(গ) 32g/mol
(ঘ)48g/mol
উত্তর:(ক) 3g/mol
৩. কোন উত্তর লেন্সের ফোকাস এর মধ্যে বস্তু রাখলে গঠিত প্রতিবিম্ব হবে
(ক) সদ ও অবশীর্ষ
(খ) অসদ ও অবশীর্ষ
(গ) সদ ও সমশীর্ষ
(ঘ)অসদ ও সমশীর্ষ
উত্তর: (খ) অসদ ও অবশীর্ষ
৪. কোন গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলে তার বক্রতা ব্যাসার্ধ হবে
(ক) fcm
(খ) 2fcm
(গ) f/2cm
(ঘ)f/4cm
উত্তর: (খ) 2fcm
৫. বায়ু থেকে আলো কাছে প্রবেশ করেছে লাল নীল সবুজ বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলো সাপেক্ষে তা হল
(ক) লাল
(খ)  নীল
(গ) হলুদ
(ঘ) বেগুনি
উত্তর: (ক) লাল
৬.A, B, C তিনটি জলীয় দ্রবণে ph যযথাক্রমে3, 9,61ই তিনটি দ্রবণকে ক্রমবর্ধমান আম্লিক অনুসারে সাজালে যা হবে তা হল
(ক)A <B<C
(খ) B<C<A
(গ)  C<B<A
(ঘ)A<C<B
উত্তর: (খ) B<C<A
৭. তাপ পরিবাহিতাঙ্কের SIএকক হল
(ক) wm-1k
(খ) wmk-1
(গ) wm-1k-1
(ঘ) wmk
উত্তর: (গ) wm-1k-1
৮. ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের
(ক) তিন গুণ হবে
(খ) নয় গুণ হবে
(গ)  ছয় গুণ হবে
(ঘ) বারো গুণ হবে
উত্তর: (খ) নয় গুণ হবে
৯. 4ওহম এবং12 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হল
(ক) 16 ওহম
(খ) 8 ওহম
(গ) 3 ওহম
(ঘ) 2- ওহম
উত্তর:  (গ) 3 ওহম
১০. গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবহনের সময় গলিত অবস্থায় মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে
(ক) ইলেকট্রন
(খ) শুধু ক্যাটায়ন
(গ) শুধু অ্যানায়ন
(ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়
উত্তর:  (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়
১১. কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনোটিরই বাইরের কক্ষে আট টি ইলেকট্রন নেই
(ক) NaCl
(খ) NaH
(গ) LH
(ঘ)LiCl
উত্তর: (গ) LH
১২. গ্যাস ধ্রুবক SIএর একক হল
(ক) J molK
(খ) Jmol-1k
(গ) J mol K-1
(ঘ) J mol-1k-1
উত্তর:(ঘ) J mol-1k-1
১৩. উষ্ণতা বাড়লে কোন
(ক) বেড়ে যায়
(খ) কমে যায়
(গ) অপরিবর্তিত থাকে
(ঘ) প্রথমে বারে তারপর কমে যায়
উত্তর:(খ) কমে যায়
১৪ . ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
(ক) তর্জনী প্রবাহের দিক বৃদ্ধাঙ্গুল চুম্বক ক্ষেত্র ও মধ্যমা পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(খ) মধ্যমা প্রবাহের দিক তর্জনী চুম্বক ক্ষেত্র ও বৃদ্ধা গোষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
(গ) মধ্যমা প্রবাহের দিক বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও অর্জনে পরিবাহীর বিক্ষেপের বোঝায়
(ঘ) মধ্যাঙ্গুল প্রবাহের দিক মধ্যমা চুম্বক ক্ষেত্র ও তর্জনী পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
উত্তর: (খ) মধ্যমা প্রবাহের দিক তর্জনী চুম্বক ক্ষেত্র ও বৃদ্ধা গোষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়
১৫ নিচের যে বিবৃতিটি ঠিক নয় তা হল
(ক) কোন পর্যায়ে মৌল হ্যালোজেন মৌল টি তড়িৎ ধনাত্মক অতাকি সর্বাধিক
(খ) কোন পদার্থের নোবেল গ্যাসটি প্রথম আবিষ্কৃত
(গ) কোন পর্যায়ে ক্ষার ধাতু টির জারণ ধর্ম সর্বাধিক
(ঘ) দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়
উত্তর
(ঘ) দ্বিতীয় পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়
 
১৬. 24gকার্বনের পূর্ণ দ দহনে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় STP তে তার আয়তন হবে
(ক) 2.24L
(খ) 22.4L
(গ) 33.6 L
(ঘ) 44.8L
উত্তর: (ঘ) 44.8L
১৭. CH2, CH(OH)CHযৌগ টির IUPAC  নাম হল
(ক) Propan-1-ol
(খ) Propan-2-ol
(গ) Propanone
(ঘ)Prompanone acid
উত্তর:(খ) Propan-2-ol
১৮. যে যৌগটি ব্রোমিন কার্বন
(ক) C2H6
(খ) C2H4
(গ) C2H2
(ঘ) C3H4
উত্তর: (ক) C2H6

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান