Regional Boundaries| বিখ্যাত দৈশিক সীমানা।

 

Regional Boundaries| বিখ্যাত দৈশিক সীমানা।

 কিছু বিখ্যাত দৈশিক সীমানা

Dear Aspirants
আজ তোমাদের সাথে শেয়ার করবো ভূগোলের গুরুত্বপূর্ণ অধ্যায় বিখ্যাত দৈশিক সীমানা নিয়ে। পশ্চিমবঙ্গ তথা সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের সবার সুবিধার্থে নোটস এবং PDF দুই ভাবেই দেওয়া হলো


সীমানা ➡️ কোন কোন দেশের মধ্যে অবস্থিত

☑️র‍্যাডক্লিপ ➖ ভারত ও পাকিস্তানের মধ্যে।

☑️ম্যাকমোহন লাইন ➖ ভারত ও চীনের মধ্যে(1120 কিমি লম্বা)।

☑️সমব্রেরো চ্যানেল ➖আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

☑️গ্রেড চ্যানেল ➖ ভারত(আন্দামান, নিকোবর) ও সুমাত্রা।

☑️ম্যাগনট লাইন ➖ ইতালি, জার্মানি ও ফ্রান্স।

☑️তিন বিঘা করিডোর ➖ ভারত ও বাংলাদেশ।

☑️ ইংলিশ চ্যানেল ➖ ইংল্যান্ড ও ফ্রান্স।

☑️মালাক্কা প্রণালী ➖ মালয়েশিয়া ও সুমাত্রা।

☑️জিব্রাল্টার প্রণালী ➖ ইউরোপ ও আফ্রিকা।

☑️পক প্রণালী ➖ ভারত ও শ্রীলঙ্কা।

☑️লোহিত সাগর ➖ এশিয়া ও আফ্রিকা।

☑️হীনডেন বার্গ লাইন ➖ জার্মানি ও পোল্যান্ডের মধ্যে।

☑️LOC➖ ভারত ও পাকিস্তান।

☑️ওডার নাইসে লাইন ➖ পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে।

☑️সেগফ্রেড লাইন ➖ জার্মান ও ফ্রান্সের মধ্যে।

☑️ ম্যাগিনট লাইন ➖ জার্মান ও ফ্রান্সের মধ্যে।

☑️16 তম প্যারালাল ➖ নামিবিয়া ও অ্যাঙ্গোলা।

☑️17 তম প্যারালাল ➖ উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে।

☑️24 তম প্যারালাল ➖ ভারত ও পাকিস্তান।

☑️ 28 তম প্যারালাল ➖ ভারত ও পাকিস্তান।

☑️ 37 তম প্যারালাল ➖ ভারত ও মায়ানমার।

☑️38 তম প্যারালাল ➖ উত্তর ও দক্ষিণ কোরিয়া।

☑️ 49 তম প্যারালাল ➖ উত্তর ও দক্ষিণ কোরিয়া।

☑️ডুরান্ড লাইন ➖ ভারত (অধুনা পাকিস্তান) ও আফগানিস্তানের মধ্যে।

☑️হট লাইন ➖ ক্রেমলিন ও হোয়াইট হাউস।

☑️ম্যানরহেম লাইন ➖ রাশিয়া ও ফিনল্যান্ড।

☑️ডানকান প্যাসেজ ➖ সাউথ আন্দামান ও লিটল আন্দামান।

☑️8° চ্যানেল ➖ ভারত ও মালদ্বীপ।

☑️9° চ্যানেল ➖ লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ।

☑️10° চ্যানেল ➖ আন্দামান ও নিকোবর।

☑️সাত-এল ➖ আরব ইরাক ও ইরান।

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

শ্রীগোপীনাথ জিউ মন্দির, অগ্রদ্বীপ, পূর্ব বর্ধমান

জৈবনিক প্রক্রিয়া নবম শ্রেণী