Class 7 Environment and Science Class 7 2021 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী 2021

 


Telegram Link 

ছাত্রসাথী শিক্ষাকেন্দ্ৰ

YouTube Link

Chatrasathi Sikshakendra

আরো জানতে ক্লিক করুন

Environment and Science Class 7 Part 1 2021 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট ১ 2021



1. একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে নির্ণয় করো।

আমারা জানি,
C/5=F-32/9
40/5=F-32/9
8=F-32/9
8×9=F-32
72=F-32
F-32=72 F=72+32 F=104°F
ফারেনহাইট স্কেলে 104°F হবে।

2. মেরাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় ?

উত্তর-

↪মাংসপেশির শীর্ণতা অবক্ষয় ঘটে
দেহের পরিবর্তন- বাইরে থেকে বুকের পাঁজর ও হাড় দেখা যায় হাত পা গুলো খুব সরু সরু হয়ে যায় !
মুখ ও ত্বকের পরিবর্তন - মুখ শুকিয়ে যায় মুখমন্ডল বয়স্কদের মত দেখায় বিভিন্ন স্থানের চামড়া কুঁচকে যায় |
উদরাময়- ঘন ঘন পেটের অসুখ হয়

3. তুঁতের জলিয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখবে ? এটি কি ধরনের বিক্রিয়া? বিক্রিয়ার সমীকরণ দাও ?


উত্তর-
তুতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে রাখলে দেখা যাবে লোহার টুকরোর গায়ে লাল আস্তরণ পড়েছে।কারণ তুঁতে লোসর সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়া হয় |লোহা ও cuso4 থেকে ধাতব কপার অর্ধ ক্ষিপ্ত করে এবং ফেরাস সালফেট উৎপন্ন হয় |

এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া

Fe+Cuso4=Feso4+Cu

4. তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো ?

উত্তরঃ আমার দেহ থেকে ঘাম মন্ত্র অশ্রু রক্ত ইত্যাদির মাধ্যমে জল বেরিয়ে যায় ||



Environment and Science Class 7 Part 2 2021 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট ২ 2021

Environment and Science Class 7 Part 2 2021 | পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট ২ 2021


1.সংকেত :

ম্যাগনেসিয়াম ক্লোরাইড- mgcl2
সোডিয়াম সালফেট na2So4

2.ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য দেহের পক্ষে উপযোগী কেন ?

উত্তর-
↪ফাইটোকেমিক্যাল যুক্ত খাদ্য মানব দেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে |
হাড় শক্ত ও মজবুত করে এবং হৃদপিন্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে।

3.মাটির কলসির জল ঠান্ডা থাকে কি কারনে ?

মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ যখন কোন তরল পদার্থ বাষ্পীভূত হয় তখন তার উষ্ণতা হ্রাস পায় |বাষ্পীভবনের জল যে তাপের প্রয়োজন হয় তা তরল পদার্থ ও সরবরাহ করে তাপ হারানোর কারণে তরল জলের উষ্ণতা কমে যায় মাটির কলসিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে সেখানে মূলত বাষ্পীভবন ঘটে |

4.রোজ চাওমিন, এগরোল,পেস্ট্রি বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে ?

চাওমিন এগ রোল পেস্ট্রি বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুডে যে বিভিন্ন ধরনের উপাদান থাকে যা আমাদের দেহের জন্য ক্ষতিকর যেমন-

i. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
ii. ত্বকের নানা সমস্যা দেখা দেয়
iii. এলার্জি হয় দেহের ওজন বেড়ে যায় এবং রক্তচাপ এবং
ডায়াবেটিসের মত প্রকাশ পায়।

5.প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কী বোঝায় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া একটি উদাহরণ দাও

যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে।

যেমন -উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়
2Mg+O2= 2MgO

6.জীবদেহে জলের যে কোন তিনটি ভূমিকা ব্যাখ্যা করো

উদ্ভিদ দেহে জলের ভূমিকা-

i.উদ্ভিদ দেহের সজীবতা বজায় রাখে
ii.সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল
iii. বীজের অঙ্কুরোদগম এর বাষ্পমোচন এর মাধ্যমে অতিরিক্ত জল নির্গমনের মাধ্যমে উদ্ভিদ দেহে উষ্ণতা বজায় থাকে |


প্রাণীদেহে জলের ভূমিকা -

i.প্রাণীদেহের সজীবতা বজায় রাখে
ii.কোষের মাধ্যমে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন
iii. খাদ্য পরিপাক ও শোষণ জলের উপস্থিতি অপরিহার্য
iv. প্রাণীদেহে অপসারণে জলের দরকার হয়

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পরিবেশ ও বিজ্ঞান part 4

সপ্তম শ্রেণি


১. ঠিক বাক্যের পাশে ✅আর ভুল বাক্যের পাশে ❌দাও :

১.১ কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই।

উত্তরঃ 


১.২ ভিটামিন D - এর অভাবে বেরিবেরি রোগ হয়।

উত্তরঃ 


১.৩ কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই।

উত্তরঃ 


২. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 

২.১ সমীকরণটি ব্যালান্স করে লেখো : P+ ____ OP4O10 

উত্তরঃ 5


২.২ মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো।

উত্তরঃ আয়োডিন মানবমস্তিস্কের ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে, থাইরক্সিনের উপাদান গঠনে সাহায্য করে।


২.৩ আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও


উত্তরঃ আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ হল - জ্যাম ও জেলি। 


৩. একটি বা দুটি বাক্যে উদাহরণ দাও : 


৩.১ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখো।

উত্তরঃ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় এবং ধাতব কপার অধঃক্ষিপ্ত হয়।

CuCl2 + Zn = ZnCl2 + Cu↓

এটি প্রতিস্থাপন বিক্রিয়া।


৩.২ কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছারাই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়?

উত্তরঃ ফিল্টার যন্ত্রের সাহায্য ছারাই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরির প্রক্রিয়া -

প্রথমত, জলকে অন্তত ২০ মিনিট ফুঁটিয়ে জলকে বিশুদ্ধ করা যাতে পারে।

দ্বিতীয়ত, জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যাতে পারে।

তৃতীয়ত, জলে প্রায় ৩০ মিনিট ফটকিরি ডুবিয়ে জলকে পানীযোগ্য করা যায়।


৪. তিন-চারটি বাক্যের উত্তর দাও :

৪.১ যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো।

উত্তরঃ 


অতএব, - 40 ⁰ তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠ একই হবে।


৪.২ কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগে কী কী লক্ষণ দেখা যায়?

উত্তরঃ খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিন ও ক্যালোরির অভাবে সাধারনত ১ থেকে ৪ বছরের শিশুদের দেহে এই রোগ দেখা যায়।

     লক্ষণ ঃ কোয়াশিওরকর রোগের প্রধান লক্ষণ দেখা সেগুলি হলও -

(১) শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়।

(২) উদর বেশ বড়ো হয়।

(৩) ত্বক আঁশযুক্ত ও ভঙ্গুর।

(৪) শরীরে রক্তাপ্লতা দেখা যায়।

(৫) হাত - পা ও গলা সরু হয়ে যায়।

(৬) পা ও হাত বেঁকে যায়।

(৭) শরীরের ওজন কমে যায়।

(৮) মাথার চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায়

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান