Skip to main content

সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1ও 2 উত্তর

  সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 1 

নিয়ে আলোচনা করব। আমাদের ওয়েবসাইটে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন সাজেশন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, মক টেস্ট ইত্যাদি আমরা পরিবেশন করে থাকি।আরো কিছু দেখতে অবশ্যই আমাদের ওয়েব সাইটের সার্চ বাটন ব্যবহার করে বিভিন্ন টপিক খুঁজতে পারো।তাহলে চল শুরু করা যাক সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর উত্তর।






সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 উত্তর

নিচের প্রশ্নগুলির উত্তর লেখ 

১. চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কীভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করাে।
উত্তরঃ 
পৃথিবীতে দিন রাত্রি কিভাবে সংঘটিত হয় এটা খুবই একটা মজাদার প্রশ্ন। এটা বোঝার জন্য আমরা সরাসরি চলে যাব 21 শে মার্চ এর দিন।

চিত্রের সাহায্যে ঋতু পরিবর্তন কীভাবে সংঘটিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা
এই দিন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে দুই গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়। এই দিনটিকে বলা হয় মহাবিষুব
 এই দিনটির পর থেকে ধীরে ধীরে উত্তর গোলার্ধের দিকে ঝুঁকতে থাকে। তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাতগুলো ছোটো হতে থাকে।দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায় সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায়না। এই সময় উত্তর গোলার্ধে সূর্য রশ্মি লম্ব ভাবে পড়ে। এই সময় উত্তর গোলার্ধে গৃষ্ম কাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল। এইভাবে চলতে চলতে 21 জুন তারিখে উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন হয়। এই দিনটিকে কর্কট সংক্রান্তি বলে।

        এরপর থেকে সূর্য পুনরায় দক্ষিণ দিকে ঢুকে যেতে থাকে অর্থাৎ দক্ষিণায়ন শুরু হয়। এভাবে চলতে চলতে 23 শে সেপ্টেম্বর তারিখে আবার পুনরায় নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়।
আবার দিন রাত্রি সমান হয়। এই দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি। চলতেই থাকে সূর্যের দক্ষিণ গোলার্ধের দিকে ঝুঁকে যাওয়া বা দক্ষিণায়ন। আগের মতোই তবে এবার কিন্তু দক্ষিণ গোলার্ধে দিন গুলো বড় আর রাত্রিগুলো ছোট হয়। দক্ষিণ গোলার্ধে সূর্য রশ্মি লম্ব ভাবে পড়ে। ফলে দক্ষিণ গোলার্ধে এই সময় গৃষ্ম কাল আর উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। এইভাবে চলতে চলতে 22 ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে সবথেকে বড় দিন হয় আর সবথেকে ছোট রাত্রি। তারপর আবার সূর্যের উত্তরায়ন শুরু হয় আর এভাবেই চলতে থাকে বছরের পর বছর দিনের পর দিন।

Telegram Link

ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র

YouTube Link

Chatrasathi Sikshakendra



২. একটি চিত্রের সাহায্যে কোনাে স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয, তা ব্যাখ্যা করাে।
উত্তরঃ
ধরি পৃথিবীর উপরে অবস্থিত একটি স্থান হল P এবং পৃথিবীর কেন্দ্র হল C। আমরা এই স্থানের অক্ষাংশ নির্ণয় করব।
অক্ষাংশ বলতে নিরক্ষীয় তল এর সাথে ওই স্থান ও পৃথিবীর কেন্দ্র এর সংযোগ রেখাংশ যে কোন তৈরি করে তাকেই বোঝায়।P ও C এর সংযোগ রেখাংশ নিরক্ষীয় তল এর সাথে চিত্র অনুযায়ী 40 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাই আমরা বলতে পারি P স্থানের অক্ষাংশ 40 ডিগ্রী। যেহেতু বিন্দু উত্তর গোলার্ধে অবস্থিত তাই P স্থানের অক্ষাংশ 40 ডিগ্রী উত্তর। অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধের কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যাবে এবং অক্ষাংশের মান এর শেষে দক্ষিণ কথাটি উল্লেখ করতে হবে।

৩. বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরূপণ করাে।
উত্তরঃ

বায়ুর উচ্চচাপবায়ুর নিম্নচাপ
1. যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম সেখানে বায়ুর উচ্চচাপ দেখা যায়।1. যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি সেখানে বায়ুর নিম্নচাপ দেখা যায়।
2. উচ্চ চাপের বায়ু শীতল হাওয়ায় বায়ু সংকুচিত অবস্থায় থাকে।2. নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত ও হালকা অবস্থায় থাকে
3. বায়ুর নিমজ্জন এর কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়।3. বায়ুর ঊর্ধ্ব গমনের কারণেও বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়।
4. বায়ুর উচ্চচাপ অঞ্চল পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে।4. বায়ুর নিম্নচাপ অঞ্চলের মেঘ ,বৃষ্টি ,ঝড়, অশান্ত আবহাওয়া দেখা যায়।
৪. এশিয়ার উষ্ণমরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।
উত্তরঃ 

এশিয়ার উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য:


(i) গৃষ্ম কাল উষ্ণতা থাকে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস।
(ii) শীতকালে উষ্ণতা থাকে 15° থেকে 25 ডিগ্রি সেলসিয়াস।
(iii) এই জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেন্টিমিটার।

এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য

(i) এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস।
(ii) শীতকালে উষ্ণতা থাকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস।
(iii) পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 35 সেন্টিমিটার।




সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2


1. পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের একটি চিহ্নিত চিত্র অঙ্কন কর।

পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান

2. ভারতীয় স্থানীয় সময়ের গুরুত্ব নিরূপণ করাে।

উত্তর: ভারতীয় প্রমাণ সময় (IST) হ'ল ভারতের প্রমাণ দ্রাঘিমা দ্বারা গণনা করা অভিন্ন সময়।
  • 1.ভারত একটি বৃহৎ দেশ প্রায় 30 ডিগ্রি পশ্চিমের রাজ্য থেকে পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।এর কারণে এখানে দুটি এলাকার পার্থক্য রয়েছে।
  • (ii) ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় থাকার জন্য বিভ্রান্তি বা বিশৃঙ্খলা এড়ানোর জন্য একটি প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময়কে পুরো দেশের জন্য অভিন্ন প্রমাণ সময় হিসাবে বেছে নেওয়া হয়েছে।
  • (iii) তাই এলাহাবাদের দ্রাঘিমা 82°30' পূর্ব কে ভারতের প্রমাণ দ্রাঘিমা হিসাবে নেওয়া হয়েছে যা প্রায় ভারতের কেন্দ্র দিয়ে গেছে।আর এই এলাহাবাদের স্থানীয় সময়কেই ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়।
  • (iv) ভারতের প্রমাণ সময় থাকায় সারা ভারতবর্ষে একই সময় বিভিন্ন টেলিভিশন ও রেডিও সম্প্রচার ছাড়াও বিভিন্ন সরকারি কাজগুলো করা সহজ হয়। তাতে এত বিশাল বিস্তৃত ভারতবর্ষের যেকোনো মানুষের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজটি ঘটে 
  • 3.বায়ুচাপের তারতম্যে জলীয় বাষ্পের ভূমিকা ব্যাখ্যা করাে।

উত্তর: বায়ুতে জলীয় বাষ্পের ঘনত্ব কম। তাই বায়ুতে জলীয়বাষ্প থাকলে, ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়। জলীয়বাষ্প বাড়িতে মিশলে যে নিম্নচাপ তৈরি হয়, ( অর্থাৎ বায়ুর চাপ কমে যায়) তার ফলেই আবহাওয়া অশান্ত হয়ে ঝড়-বৃষ্টি দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়। আর জলীয়বাষ্পের অভাবে, বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়
4. অক্ষাংশগত বিস্তৃতি ও সমুদ্র থেকে দূরত্ব কীভাবে এশিয়ার জলবায়ুকে প্রভাবিত করে?

উত্তর:

💠 এশিয়ার জলবায়ুর উপর অক্ষাংশগত বিস্তৃতির প্রভাব:

এশিয়া মহাদেশের 10° দক্ষিণ অক্ষরেখা থেকে 82° উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত । অর্থাৎ এশিয়ার দক্ষিণ দিক নিরক্ষরেখার কাছাকাছি।এইজন্য এশিয়ার দক্ষিণ থেকে উত্তর দিকে উষ্ণতা কমতে থাকবে।

💠 এশিয়ার জলবায়ুর উপর সমুদ্র থেকে দূরত্বের প্রভাব:

সমুদ্রের ধারে নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায় আর এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলে সমুদ্র থেকে অনেক দূরত্বে অবস্থিত। তাই এশিয়ার মধ্যভাগে চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এশিয়ার ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা-সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়।


সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3





Telegram Link
ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র
YouTube Link
ChatrasatSiksha

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান