Posts

Showing posts from June, 2023

মার্কস এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ব টি আলোচনা করো।

  কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ বা ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা সংজ্ঞা: মার্কসবাদের মূল ভিত্তি বা তত্ত্ব হল দ্বন্দ্বমূলক বস্তুবাদ, যা বিশ্ববীক্ষা ও বস্তুবাদী দর্শনের স্বরূপ বলে বিবেচিত হয়। বস্তুবাদেরই রূপান্তর হল ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদের মধ্য দিয়ে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূলসূত্র গুলি (মানব সমাজের সৃষ্টি, বিকাশ, প্রসার, বৈপ্লবিক পরিবর্তন পদ্ধতি) প্রয়ােগ ঘটেছে। এমিল বার্নস-এর মতে, মানবসমাজ ও তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ব্যাখ্যার ক্ষেত্রে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়ােগের ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। স্তালিনের ভাষায়, সমাজ জীবনের অনুশীলনে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূলনীতি গুলির প্রয়ােগ ও ব্যবহারকে বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ ("Historical materialism is the extension of principles of dialectical materialism to the study of social life”) । ঐতিহাসিক বস্তুবাদ কেবল অতীত ঘটনাবলীর ব্যাখ্যা করে না, সেইসঙ্গে ভবিষ্যৎ সমাজের কাঠামাে কেমন হবে সে সম্পর্কে ইঙ্গিত দেয়। ঐতিহাসিক বস্তুবাদের মূল বক্তব্য: কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের মূল কথা হল সমাজের উৎপাদন ব্যবস্থার ইতিহাস পর্

মৌসুমী বায়ু

Image
  ■ প্রশ্ন:- মৌসুমি বায়ুর উৎপত্তি কীভাবে হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। ■ উত্তর:- মৌসুমি বায়ুর উৎপত্তির কারণসমূহ:- মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে আবহবিদগণ বিভিন্ন তত্ত্ব বা ধারণার উপস্থাপন করেছেন। মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কিত প্রধান কয়েকটি তত্ত্ব সংক্ষেপে আলোচনা করা হল-  (১) তাপীয় তত্ত্ব (Thermal Concept):- ব্রিটিশ আবহবিদ এডমুন্ড হ্যালি (Edmund Halley) তাঁর ‘তাপীয় তত্ত্বে’ মৌসুমি বায়ুর উৎপত্তির কারণ ব্যাখ্যা করেছেন। তাপীয় তত্ত্বের মূল কথা হল- ঋতুভেদে স্থলভাগ ও জলভাগে তাপের পার্থক্যের কারণে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়। স্থলভাগ যত তাড়াতাড়ি গরম বা ঠান্ডা হয়, জলভাগ তত তাড়াতাড়ি গরম বা ঠান্ডা হয় না। এই কারণে গ্রীষ্মকালে এশিয়া মহাদেশের স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। অন্যদিকে, জলভাগ অপেক্ষাকৃত কম গরম হওয়ায় উচ্চচাপের সৃষ্টি করে। এই সময় উচ্চচাপযুক্ত জলভাগ থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু স্থলভাগের দিকে ধাবিত হয়। শীতকালে জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে। এর ফলে স্থলভাগে সৃষ্ট উচ্চচাপবিশিষ্ট অঞ্চল থেকে সৃষ্ট উত্তর – পূর্ব মৌসুমি