January 2022 class 3 all subjects model activity task
Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 9, January 2022
আমাদের পরিবেশ (Environment Science)
তৃতীয় শ্রেণি (Class – III)
পূর্ণমান – ১৫
Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022 Solution
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩
১.১ ‘সত্যি সােনা’ গল্পে বুড়াে চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন
(ক) গুপ্তধনের কথা
(খ) মাটির নীচে পুঁতে রাখা সােনার কথা
(গ) টাকা পয়সার কথা
(ঘ) নিজের অসুস্থতার কথা
উত্তর – (খ) মাটির নীচে পুঁতে রাখা সােনার কথা
১.২ চাষির ছেলেটি ছিল—
(ক) অত্যন্ত কৃপণ
(খ) অত্যন্ত কর্মঠ
(গ) অত্যন্ত অলস
(ঘ) অত্যন্ত হিংসুটে
উত্তর – (গ) অত্যন্ত অলস
১.৩ ‘তােমার গােটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সােনা।’ একথা বলেছিল—
(ক) বুড়াে চাষি
(খ) চাষির ছেলে
(গ) বুড়াে চাষির ছেলের বউ
(ঘ) বুড়াে চাষির ছেলের বন্ধু
উত্তর – (গ) বুড়াে চাষির ছেলের বউ
Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩
২.১ ‘অথচ টাকা পয়সার লােভ তার ষােলাে আনা। – “ষােলাে আনা‘ শব্দের অর্থ কী?
উত্তর – ‘ষােলাে আনা’ শব্দের অর্থ – সম্পূর্ণই বা পুরোপুরি ।
২.২ ‘ছেলের চোখ দুটো লােভে চকচক করে ওঠে। – ছেলের মনে কীসের লােভ?
উত্তর – ছেলের মনে সোনা পাওয়ার লাভ ছিল।
অথবা,
জমির তলায় লুকিয়ে রাখা সোনার প্রতি লোভ ছেলের মনে ছিলো।
২.৩ ‘এই তার স্বামীর প্রথম রােজগার”। – স্বামী কীভাবে রােজগার করেছিল?
উত্তর – তার স্বামী জমিতে ধান চাষ করে সেই ফসল কাটার পর হাটে তা বিক্রি করে একথলি টাকা পেয়েছিল । এইভাবে তার স্বামী রোজগার করেছিল।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬
৩.১ ‘সেটা বলব বলেই তাে ডেকেছি তােমায়’। – বক্তা কে? তিনি কোন কথা বলবেন?
উত্তর – বক্তা হলো সত্যি সোনা গল্পের বুড়ো চাষীর ।
তিনি তার ছেলেকে বলবেন যে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে।
৩.২ বউয়ের পরামর্শ শুনে বুড়াে চাষির ছেলে কী করেছিল?
উত্তর – বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর ছেলে দুজনকে জমি খুঁড়তে লাগিয়ে দেয়।
৩.৩ ‘মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। – কেন কথকের এমনটি মনে হয়েছে?
উত্তর – সত্যি সোনা গল্প বুড়ো চাষীর ছেলে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ বিঘা জমি খোঁড়াখুঁড়ি করে । কিন্তু কোথাও সে একটুকুও সোনা পায়নি তাই রাগে বিরক্তিতে সে অস্থির হয়ে উঠেছিল এবং তার মনে হয়েছে যে তাকে মিছিমিছি খাটিয়ে মারা হয়েছে।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে : ৩
‘সত্যি সত্যি সােনা ফলেছে মাঠে। – মাঠ কীভাবে ‘সত্যি সােনায় ভরে উঠেছিল, তা সত্যি সােনা’ গল্প অনুসরণে আলােচনা করাে।
উত্তর – সোনা পাওয়ার লোভে চাষের জমি খুঁড়তে শুরু করে কিন্তু সোনা পাওয়া না গেলে চাষির ছেলে তার বউয়ের কথায় জমিতে ধান চাষ করে । সে বছর ভালো বৃষ্টি হওয়ায় অল্পদিনের মধ্যেই ক্ষেত শস্যে ভরে ওঠে । সোনার রঙের সঙ্গে পাকা ধানের মিল থাকায় মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হয়েছিল মাঠ যেন “সত্যিই সোনায়” ভরে উঠেছে।
Model Activity Task January 2022
English
Class – III
Full Marks: 15
Activity – 1
Arrange the following words in the order of a-z and write them : [1 × 3=3
ox, zebra, cow
Ans – 1) cow 2) ox 3) zebra
Activity – 2
Arrange the letters to make meaningful words : [2 × 3 = 6
a) kboo :
Ans – book
b) niol :
Ans – lion
c) lycec :
Ans – cycle
Activity – 3
Fill in the blanks by correctly using ‘am’, ‘is’, ‘are’ : [1 × 3 = 3
a) She __________ my sister.
Ans: She is my sister.
b) They _________ playing football.
Ans: They are playing football.
c) I __________ a student.
Ans: I am a student.
Activity – 4
Fill in the blanks by correctly using ‘has’, ‘have’: [1 × 3 = 3
a) I __________ a pencil.
Ans: I have a pencil.
b) He _________ a bag.
Ans: He has a bag.
c) They ________ many candles.
Ans: They have many candles.
Model Activity Task January 2022
Mathematics (গণিত)
Class – III (তৃতীয় শ্রেণী)
পূর্ণমান – ১৫
Class 3 Mathematics Model Activity Task January 2022 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – ১ x ৩ = ৩
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
(ক) একটি ঘুড়ি ৩টি ঘুড়িকে কেটেছে। কাটার আগে এই ৩টি ঘুড়ি ৫টি ঘুড়িকে কেটেছে। মােট কাটা ঘুড়ির সংখ্যা হলাে—
(a) ১টি
(b) ৩টি
(c) ৫টি
(d) ৮টি
উত্তর : (d) ৮টি
(খ) রমজান ২টি গন্ধরাজ লেবু আর ১টা বেল কিনল। একটি লেবুর দাম ৪ টাকা এবং একটি বেলের দাম ৭ টাকা হলে, রমজানকে দিতে হবে —
(a) ১১ টাকা
(b) ২২ টাকা
(c) ১৮ টাকা
(d) ১৫ টাকা
উত্তর : (d) ১৫ টাকা
(গ) ৫ x ৭ এই গুণফলে—
(a) দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে ২ বেশি
(b) দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে ৮ বেশি
(c) এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে ২ বেশি
(d) একক এবং দশকের অঙ্ক দুটি সমান।
উত্তর : (c) এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে ২ বেশি
২. সত্য/মিথ্যা লেখাে : ১x৩=৩

(ক) ৬+৬+৬ = ৬ x ৩
উত্তর : সত্য l
(খ) ৪ + ৬ =১২ – ৩
উত্তর : মিথ্যা l
(গ) বল দেখে সংখ্যাটি হলাে ৩২
উত্তর : মিথ্যা l
৩. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) : ১x৩=৩
A-স্তম্ভ | B-স্তম্ভ |
(ক) দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি ৪এবং দশকের অঙ্কটি ৫ হলে সংখ্যাটি হবে | | (a) ৪০ |
(খ) ৬০, ৫৫, ৫০, … সংখ্যার বিন্যাস দেখেপরের সংখ্যাটি | (b) ৩০ |
(গ) ৫ জনের প্রত্যেককে ৮টি করে লেবু দিলে, মােট লেবুর সংখ্যা হবে | (c) ৪৫ |
(ঘ) একটি থালায় ২০টি সন্দেশ এবং অপর একটিথালায় ১০টি সন্দেশ থাকলে মােট সন্দেশের সংখ্যা হবে | (d) ৫৪। |
উত্তর :
A-স্তম্ভ | B-স্তম্ভ |
(ক) দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি ৪এবং দশকের অঙ্কটি ৫ হলে সংখ্যাটি হবে | | (d) ৫৪ |
(খ) ৬০, ৫৫, ৫০, … সংখ্যার বিন্যাস দেখেপরের সংখ্যাটি | (c) ৪৫ |
(গ) ৫ জনের প্রত্যেককে ৮টি করে লেবু দিলে, মােট লেবুর সংখ্যা হবে | (a) ৪০ |
(ঘ) একটি থালায় ২০টি সন্দেশ এবং অপর একটিথালায় ১০টি সন্দেশ থাকলে মােট সন্দেশের সংখ্যা হবে |
৪. (ক) যােগ করাে : ২x৩=৬
উত্তর :
(খ) বিয়ােগ করাে :
উত্তর :
(গ) ভাগ করাে :
উত্তর :
লো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।
Model Activity Task Part 9, January 2022
আমাদের পরিবেশ (Environment Science)
তৃতীয় শ্রেণি (Class – III)
পূর্ণমান – ১৫
Class 3 Amader Poribesh Model Activity Task Part 9 Solution
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩
১.১ তােমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করাে, সেটি হলাে—
(ক) নাক
(খ) জিভ
(গ) চোখ
(ঘ) কান
উত্তর : (খ) জিভ
১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় –
(ক) হাতের
(খ) পায়ের
(গ) কানের
(ঘ) কাঁধের
উত্তর : (খ) পায়ের
১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না –
(ক) চোখ
(খ) কান
(গ) নখ
(ঘ) চামড়া
উত্তর : (গ) নখ
২. শূন্যস্থান পূরণ করাে : ১x৩=৩
২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ __________ উপস্থিতি।
উত্তর : মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধির উপস্থিতি।
২.২ লােহিত কণিকা কমে গেলে __________ হয় l
উত্তর : লােহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা হয় l
Model Activity Task Part 9, January 2022
আমাদের পরিবেশ (Environment Science)
তৃতীয় শ্রেণি (Class – III)
পূর্ণমান – ১৫
Class 3 Amader Poribesh Model Activity Task Part 9 Solution
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩
১.১ তােমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করাে, সেটি হলাে—
(ক) নাক
(খ) জিভ
(গ) চোখ
(ঘ) কান
উত্তর : (খ) জিভ
১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় –
(ক) হাতের
(খ) পায়ের
(গ) কানের
(ঘ) কাঁধের
উত্তর : (খ) পায়ের
১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না –
(ক) চোখ
(খ) কান
(গ) নখ
(ঘ) চামড়া
উত্তর : (গ) নখ
২. শূন্যস্থান পূরণ করাে : ১x৩=৩
২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ __________ উপস্থিতি।
উত্তর : মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধির উপস্থিতি।
২.২ লােহিত কণিকা কমে গেলে __________ হয় l
উত্তর : লােহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা হয় l
২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলাে__________।
উত্তর : শিং আছে এমন একটি প্রাণী হলাে গরু ।
৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬
৩.১ স্কিপিং-এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় ?
উত্তর : স্কিপিং- এর সময় কনুই, কব্জি, আঙুল, কাঁধ এবং পা সবেরই অনেক কাজ হয়।
৩.২ কী কারণে কানে শােনার অসুবিধে হয়?
উত্তর : কানে ময়লা জমলে বা কানের পর্দায় আঘাত লাগলে কানে শােনার অসুবিধা হয়।
৩.৩ ব্যায়াম কেন উপকারী?
উত্তর : ব্যায়াম উপকারী কারণ :
1) নিয়মিত ব্যায়াম করলে শরীর, মন ভালাে থাকে।
2) শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩
দাঁত মাজার নিয়ম কী?
উত্তর : দাঁত মাজার সঠিক নিয়ম হলাে:
1) নিচের দাঁতের তল থেকে উপরে ব্রাশ টানতে হবে। আর উপরের দাঁতে উপর থেকে নিচে।
2) সামনে-পিছনে দাঁত ব্রাশ করলে দাঁতের গােড়া ক্ষয় হয়ে যেতে পারে, তাই উপরে নিচে ব্রাশ করতে হবে।
3) পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালাে মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে।
Model Activity Task Part 9, January 2022
স্বাস্থ্য ও শারীরশিক্ষা (Health and Physical Education)
তৃতীয় শ্রেণি (Class – III)
পূর্ণমান – ১৫
সু-অভ্যাস
Class 3 Health and Physical Education Model Activity Task Part 9 Solution
১। শব্দড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১ x ১৫ =১৫
(ক) সুস্থ সবল রাখব দেহ এসাে সবাই শপথ নিই,
স্বাস্থ্যবিধান চলব মেনে সকলকেতার খবর দিই।
(খ) নাচ খেলব হাসব সবাই, আয় ছুটে বােন, আয় ছুটে ভাই,
দেশটাকে চাই ভালােবাসতে সকলকে তাই কাছে চাই।
(গ) সু-অভ্যাস বাল্যকালের ভিতটা শক্তপােক্ত গড়ে,
প্রতিকূল থাক সারাজীবন দিব্যি সে তাে লড়াই করে।
(ঘ) দাঁতটা মাজ খুব জরুরি সেটার খেয়াল রেখাে,
কোনটা ভালাে কোনটা মন্দ নিজের থেকেই শেখাে।
(ঙ) সুস্থ-সবল চাও কি তুমি রাখতে দেহ মন?
প্রতিদিনই করতে তােমায় হবে যােগাসন।
(চ) পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন,
শলভাসন ও ভুজঙ্গাসন আর যে শবাসন।
(ছ) পড়ালেখা জগৎটাকে আনবে তােমার কাছে,
স্কুলেতে প্রতিদিনই শেখার কত আছে।
(জ) তােমার মাথার ওপর জেনাে আছেন গুরুজন,
চলবে তাঁদের কথামতাে, ভাববে সারাক্ষণ।
(ঝ) রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু-চোখ মেলে,
নিয়ম করে যেতে পারো হেঁটে বাসাইকেলে।
(ঞ) নিজের যা কাজ করতে শেখা মােটেই কঠিন নয়,
করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়।
(ট) জুতাে সাফাই, জামাকাপড় রাখবে যে ঠিক করে,
টেবিলটাতে গুছিয়ে রাখাে নিজেরই বই পড়ে।
(ঠ) লাউ কুমড়াে বাঁধাকপি জোগায় ভিটামিন,
মাছ মাংস স্বাস্থ্য গড়ার বড়াে যে প্রােটিন।
(ড) খেতে পারাে বাতাবিও, পেয়ারা বা আতা,
তাই বলে বাকি ফল নয় বাজে, যা-তা।
(ঢ) খাওয়ার আগে খাওয়ার পরে ধােবে যে মুখ হাত,
রাতে শােবার আগে, ভােরে মাজবে তােমার দাঁত।
(ণ) থুথু অতি ননাংরা জিনিস সবাই সেটা বলে,
একটু ভাবাে যেথায় সেথায় থুতু ফেলা চলে?
শব্দঝুড়ি : স্বাস্থ্যবিধান, হাসব, বােন, সু-অভ্যাস, জরুরি, যােগাসন, ভুজঙ্গাসন, শেখার, গুরুজন, হেঁটে, কঠিন, সাফাই, ভিটামিন, পেয়ারা, আগে, থুথু, ভালােবাসতে। |
Comments
Post a Comment