Model Activity Task class 9 Physical Science Part 7 Answer

Model Activity Task class 9 Physical Science Part 7 Answer

Model Activity Task class 9 Physical Science Part 7

QUESTION AND ANSWERS:


১. ঠিক উত্তর নির্বাচন করাে :  ১x৩=৩


১,১ ঘনত্বের SI একক হলাে—

(ক) m/kg3  (খ) m3/kg3

(গ) m3/kg  (ঘ) kg/m3


উত্তরঃ (ঘ) kg/m3

১.২ একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলাে এবং বাদামি বলয় দেখা গেল? এই পরীক্ষা থেকে প্রদও লবণে নীচের যে আয়নটির অস্তিত্ব প্রমাণিত হয় তা হলাে—

(ক) কার্বনেট  (খ) সালফেট

(গ) নাইট্রেট  (ঘ) ক্লোরাইড


উত্তরঃ (গ) নাইট্রেট

১.৩ যে মিশ্রণটি কোলয়ডীয় নয়, তা হলাে-

(ক) কুয়াশা।  (খ) গােল্ড সল

(গ) চিনির দ্রবণ  (ঘ) দুধ


উত্তরঃ (গ) চিনির দ্রবণ

২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :  ১x৩=৩


২.১ পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন। উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা  কীভাবে পরিবর্তিত হবে?


উত্তরঃ উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাসিয়াম নাইট্রেটের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায়।

২.২ প্লবতার SI একক কী?


উত্তরঃ প্লবতার SI একক নিউটন

২.৩ জুল ও আর্গের মধ্যের সম্পর্ক লেখাে।


উত্তরঃ জুল ও আগের মধ্যে সম্পর্ক হল, 1জুল = 10^7 আর্গ।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :  ২x৪=৮


৩.১ “একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলাে 9.8x10" dyne/cm”—এই কথাটির অর্থ ব্যাখ্যা করাে।


৩.২ জিঙ্ক ও সােডিয়াম হাইড্রক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরণসহ লেখাে।


৩.৩ নির্দিষ্ট উষয় একটি দ্রাবের 54g, 150g জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ঐ উষ্ণুতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করাে।

উত্তরঃ



৩.৪ এক কিলােগ্রাম ভরের একটি বস্তু 1 m/s বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করাে।


উত্তরঃ





৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :  ৩x২=৬


৪.১ নীচের প্রতিটির একটি করে উদাহরণ দাও :

(ক) অভিকর্ষ বল কাজ করছে, (খ) অভিকর্ষ বলের ব্ৰুিদ্ধে কাজ করা হচ্ছে, (গ) বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কোনাে কাজ করছে না।


উত্তরঃ 
(ক) একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে , এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। 

(খ) একটি বস্তুকে উপরের দিকে তােলা হচ্ছে , এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে। 

(গ) এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেটে গেল এক্ষেত্রে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না কারণ অভিকর্ষ বল ও সুটকেসের সরন পরস্পর লম্ব ।

৪.২ 500 mL দ্রবণে 34.2g সুক্রোজ (আণবিক ওজন 342) দ্রবীভূত করা হলাে। দ্রবণের গাঢ়ত্ব mol/L ও g/L এককে নির্ণয় করাে।


উত্তরঃ

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান