পঞ্চম শ্রেণির মডেল একটিভিটি টাস্ক পরিবেশ 2021

পঞ্চম শ্রেণির মডেল একটিভিটি টাস্ক পার্ট 1
নিচের প্রশ্নগুলির উত্তর দাও১. পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত ?
উত্তর: পুকুরের জল পরিষ্কার রাখতে নিচের নিষেধাজ্ঞা গুলি জারি করা উচিত:-
(i) পুকুরের গবাদি পশুর স্নান করানো যাবে না।
(ii) পুকুরের গবাদিপশুর মলমূত্র ফেলা যাবে না।
(iii) পুকুরে গবাদিপশুর মলমূত্র ফেলা যাবে না।
(iii) পুকুরে বাড়ির আবর্জনা ফেলা যাবে না।
(iv) পুকুরে বাসন মাজা যাবে না।

উত্তর: মাটির ওপর থেকে জল চুইয়ে নিচে চলে যায় আবার পুকুরের দূষিত জলও চুয়ে মাটির নিচের জলস্তর এর সাথে মেশে।তাই কম গভীর ( যেমন এক পাইপের ) টিউবয়েলের জল খাওয়া উচিত নয়।
৩. কোন অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়?
উত্তর: জীব বৈচিত্র সংরক্ষণ করা উচিত কারণ :
(i) অনেক উপকারী প্রাণী যাতে হারিয়ে না যায়।
(ii) অনেক ওষধি গাছের প্রজাতি যাতে বিলুপ্ত না হয়।
(iii) বাস্তু তন্ত্রের ভারসাম্য যাতে রক্ষিত হয়।
(iv) জীববৈচিত্র্য যত বেশি হবে জীবজগতের স্থায়িত্ব ততো দীর্ঘস্থায়ী হবে।
৪. পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে এর সত্যতা প্রমাণে একটি ঘটনা উল্লেখ করো।
উত্তর: ঘটনাটা সেদিনের। বাগানে ফুলের চারায় জল দিচ্ছিলাম হঠাৎ দেখলাম পিঁপড়ের দল সারবেঁধে যাচ্ছে। মুখে সাদা সাদা ডিম। শুনেছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁপড়েরা তাদের ডিম উঁচু স্থানে সরিয়ে নিয়ে যায়। সেদিন বৃষ্টি হয়েছিল। নিজের চোখে প্রমাণ দেখলাম।
পঞ্চম শ্রেণির মডেল একটিভিটি টাস্ক পার্ট 2
নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
১. ORS তৈরিতে কি কি উপাদান প্রয়োজন?
উত্তর: এক গ্লাস ORS তৈরিতে প্রয়োজন
(i) এক গ্লাস ফোটানো জল (কুড়ি মিনিট ধরে)
(ii) এক চামচ চিনি ।
(iii) এক চিমটে লবণ।
২. কি কি কারণে ভূমিক্ষয় হয় ?
উত্তর: নিম্নলিখিত কারণে ভূমিক্ষয় হয়:
(i) মাটির ভিতর পলিথিন প্লাস্টিক ইত্যাদি থাকলে ভূমিক্ষয় হয়।
(ii) গাছপালা না থাকলে সেই অঞ্চলে মাটি ক্ষয় হয়।
(iii) ভূমির উপরে ঘাসের আচ্ছাদন না থাকলে ভূমিক্ষয় হয়।
(iii) বৃষ্টির জল খাড়া ভাবে প্রবাহিত হলে ভূমিক্ষয় হয়।
৩. মানবদেহের তিনটি বড় হাড়ের নাম লেখ সেগুলি কোথায় পাওয়া যায় লেখ।
উত্তর:
উত্তর:
হাড়ের নাম | সেগুলি কোথায় পাওয়া যায় |
---|---|
(ক) ফিমার | কোমর থেকে হাঁটু পর্যন্ত |
(খ) হিউমেরাস | কাঁধ থেকে কনুই পর্যন্ত |
(গ) আলনা ও রেডিয়াস | কনুই থেকে কব্জি পর্যন্ত |
৪. মাটির একটি উপকারী ও দুটি উপকারী উপাদানের নাম লেখ।
উত্তর: উপকারী : কেঁচো ।
অপকারী : প্লাস্টিক ও পলিথিন।
৫. তোমার জানা তিনটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখ।
উত্তর: তিনটি অমেরুদন্ডী প্রাণীর নাম হল কেঁচো, আরশোলা ও উইপোকা।
Comments
Post a Comment