বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন জীবন বিজ্ঞান দশম শ্রেণি

বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন 
পরিচিতি ও অনুশীলন
 জীবন বিজ্ঞান
 দশম শ্রেণি


১. নিচের বক্তব্য গুলি পড়ো। 
(I) মায়োপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়।
(II) উত্তল লেন্স চশমা ব্যবহার করলে মায়োপিয়া ত্রুটি দূর হয়। 
(III) হাইপার মেত্র পিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়।
(IV) অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর হয়।
(ক) (I) ও (ii) 
(খ) (II) ও (iii) 
(গ)  (III) ও (iV) 
(ঘ)  (I) ও (iii) 
উত্তর- (I) ও (iii) 
২. প্রতিবর্ত পথের সঠিক ক্রোম কোনটি
(ক) কারক➡️ আজ্ঞাবহ স্নায়ুর➡️ স্নায়ুকেন্দ্র ➡️সংজ্ঞা বহু স্নায়ু কোশ➡️ গ্রাহক
খ)গ্রাহক➡️ আজ্ঞাবহ স্নায়ু কোশ➡️ স্নায়ুকেন্দ্র➡️ সংজ্ঞা বহু স্নায়ু কোশ➡️ কারক
গ) গ্রাহক ➡️ সংজ্ঞা বহু স্নায়ু কোশ ➡️ স্নায়ুকেন্দ্র ➡️  আজ্ঞাবহ স্নায়ু কোশ ➡️ কারক
(ঘ) আজ্ঞাবহ স্নায়ু কোশ গ্রাহক ➡️ সংজ্ঞা বহু স্নায়ু কোশ➡️ কারক
উত্তর- -(গ) গ্রাহক ➡️ সংজ্ঞা বহু স্নায়ু কোশ ➡️ স্নায়ুকেন্দ্র ➡️  আজ্ঞাবহ স্নায়ু কোশ ➡️ কারক
৩. নিচের বক্তব্য দুটি বড় এবং সঠিক বাক্য টি বেছে নাও
(). জীবদেহের অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়
() জীব বেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত।
(ক) বক্তব্য এক সঠিক এবং বক্তব্য 2 ভুল
(খ) বক্তব্য সঠিক কিন্তু বক্তব্য এক ভুল
(গ) বক্তব্য বক্তব্য 201 বক্তব্য বক্তব্য 1 এর সঠিক
(ঘ) বক্তব্য 1 নং ও বক্তব্য 2 নং সঠিক এবং বক্তব্য বক্তব্য 1 এর সঠিক ব্যাখ্যা। 
উত্তর- (ঘ) বক্তব্য 1 নং ও বক্তব্য 2 নং সঠিক এবং বক্তব্য বক্তব্য 1 এর সঠিক ব্যাখ্যা। 
৪. সঠিক জোড়টি খুঁজে বার করো-
(ক) হাইড্রা - কোরাকোদগম
(খ) স্পাইরোগাইরা -রেনু উৎপাদন
(গ) প্লানারিয়া -দ্বিবিভাজন
(ঘ) অ্যামিবা -পতঙ্গ ভুক্ত
উত্তর- -(ক) হাইড্রা - কোরাকোদগম
৫. নিচের বক্তব্যগুলি পড়ো



(ক)পেপসিন 
(খ)ইরেপসিন 
(গ) অ্যামাইলেজ
(ঘ) থাইরক্সিন
উত্তর-  (ঘ) থাইরক্সিন
৬. সঠিক যুক্তি খুঁজে নাও-
(ক)দ্বিপত্র কপাটিকা ডান অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে 
(খ) ত্রিপত্র কপাটিকা বাম অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে 
(গ) অয়ারটিক কপাটিকা নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থল
(ঘ) পালমোনারি কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনী সংযোগস্থল
উত্তর- -(ঘ) পালমোনারি কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনী সংযোগস্থল। 
৭. অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিনভঙ্গক উৎসেচক কোনটি? 
(ক)ট্রিপসিন
(খ) পেপসিন
(গ) ইরোপসিন
(ঘ) অ্যামাইলেজ
উত্তর-  ট্রিপসিন
৮. নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে
(I) অগ্রস্থ ও পানি ও মূলের বৃদ্ধিতে সাহায্য করা
(II) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা
(III  মুকুলের বৃদ্ধি ঘটানো
(IV) পর্ব মধ্যের দৈর্ঘ্য বুদ্ধি খাটানোর
এদের মধ্যে কোন দুটি জিব্বেরেলিন এর কাজ? 
(ক) (i) ও(iii) 
 (খ)(ii) ও(iii) 
 (গ) (ii) ও (iv)
(ঘ) (i) ও(ii) 
উত্তর- (গ) (ii) ও (iv) 
৯. একটি বিশুদ্ধ হলুদ যুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ যুক্ত মটর গাছের সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটর গাছের ঘটানো হলে দ্বিতীয় অপত্য জনুতে
(ক) অর্ধেক মটর গাছ হলুদ বিষযুক্ত আর অর্ধেক মটর গাছ সবুজ বিরক্ত হবে
 (খ) সব মটর গাছ সবুজ বীজ যুক্ত হবে
 (গ) ৩/৪ ভাগ মটর গাছ হলুদ বিষযুক্ত আর ১/৪  ভাগ মটর গাছ সবুজ যুক্ত হবে
(ঘ) সব মটর গাছ হলুদ বীজ যুক্ত হবে
উত্তর- (গ) ৩/৪ ভাগ মটর গাছ হলুদ বিষযুক্ত আর ১/৪  ভাগ মটর গাছ সবুজ যুক্ত হবে
১০. প্রশ্বাস বায়ু যে পথে ফুসফুসে প্রবেশ করে তার সঠিক ক্রোম কোনটি? 
(ক) নাসারন্ধ্র ➡️ মুখবিবর➡️ লারিংস ➡️হেয়ারিং➡️ ট্রাকিয়া➡️ ব্রাংকাই➡️ ফুসফুস
(খ) নাসারন্ধ্র ➡️ মুখবিবর ➡️ ক্যারিংস ➡️ ল্যারি➡️ব্যংকিওল ➡️  ট্রাকিয়া ➡️ বংকাই ➡️ ফুসফুস
 (গ) নাসারন্ধ্র ➡️মুখবিবর➡️ হ্যাচিং➡️ লারিংস➡️ ব্রংকিওল ➡️ট্রাকিয়া ➡️ফুসফুস
(ঘ) নাসারন্ধ্র ➡️মুখবিবর➡️ হ্যাচিং➡️  ফুসফুস ➡️লারিংস➡️ ব্রংকিওল ➡️ট্রাকিয়া 
উত্তর- (খ) নাসারন্ধ্র ➡️ মুখবিবর ➡️ ক্যারিংস ➡️ ল্যারি➡️ব্যংকিওল ➡️  ট্রাকিয়া ➡️ বংকাই ➡️ ফুসফুস
১১. সঠিক খাদ্য শৃংখল টি খুঁজে নাও
(ক)11. ঘাস➡️ ঘাসফড়িং ➡️বাজপাখি ➡️ব্যাঙ
 (খ)দানাশস্য➡️ সাপ ➡️ইন্দুর➡️ বাজপাখি
 (গ) উদ্ভিদ➡️ টিকটিকি ➡️শুয়োপোকা ➡️বাজপাখি
(ঘ) ফাইটোপ্লাংটন ➡️ জু প্লাংটন ➡️  মাছ ➡️ বক
উত্তর- (ঘ) ফাইটোপ্লাংটন ➡️ জু প্লাংটন ➡️  মাছ ➡️ বক। 
১২. নিচের বক্তব্যগুলি পড়ো
(I) 
(II) 
(III) 
(IV)
(ক)
 (খ)
 (গ) (i) (iii)ও (iv) 
(ঘ) 
উত্তর- (গ) (i) (iii)ও (iv) 
১৩. অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? 
(ক) সমসংস্থ অপসারী অভিব্যক্তি সাক্ষ্য বহন করে
 (খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ
 (গ) মানুষ বহিঃকর্ণের পিএসসি নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ
(ঘ) সমবৃত্ত অঙ্গ অভিসারী অভিব্যক্তি সাক্ষ্য বহন করে
উত্তর- (খ) পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসংস্থ অঙ্গের উদাহরণ
১৪. ডিম্বাশয় : ফল : :____ : বীজ
দ্বিতীয় জ্যোতির শূন্যস্থানে নিচের কোন শব্দটি বসবে
 (ক) দলমন্ডল
(খ)পরাগধানী
 (গ) ডিম্বক
(ঘ) বৃত্তি
উত্তর- (গ) ডিম্বক
১৫. উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় এটি হল
(ক) আলোক অনুকূল ভর্তি চলন
 (খ) অভিকর্ষ অনুকূল বর্তী চলন
 (গ) আলোক প্রতিকুলবরৃতী চলন
(ঘ) জল অনুকূল বর্তী চলন
উত্তর-  (ক) আলোক অনুকূল ভর্তি চলন
১৬. ক স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে দেওয়া শব্দের সমতা বিধান করে সঠিক বক্তব্য টি বেছে নাও
(ক)
 (খ)
 (গ) 
(ঘ) A-(I), B-(IV), C-(II), D-(III)
উত্তর-  (ঘ) A-(I), B-(IV), C-(II), D-(III)
১৭. মানুষ হৃদপিণ্ডের উপস্থিত  স্বাভাবিক প্রেস মেকার কি হলো
(ক)AV নোট
 (খ)SA নোট
 (গ) পারকিনজি
(ঘ) হিথর পড়ো
উত্তর-  (খ)SA নোট
১৮. নিচের বক্তব্য গুলি পড়ো
(I) প্রত্যাহিক জীবনে প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহার না করা
(II) বিভিন্ন নদীতে বাঁধ দেওয়া পরিকল্পনা রূপায়ণ করা। 
(III) অনিশ্চিতভাবে ভৌত জল ব্যবহার করা। 
(IV) বৃষ্টির জল সংরক্ষণে ব্যবহার করা
(ক)  (I),(III)ও(IV) 
 (খ)(I),(II)ও(III) 
 (গ) (I),(II)ও(IV) 
(ঘ) (i) (ii) ও(iv) 
উত্তর-  (ঘ) (i) (ii) ও(iv)

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

শ্রীগোপীনাথ জিউ মন্দির, অগ্রদ্বীপ, পূর্ব বর্ধমান

জৈবনিক প্রক্রিয়া নবম শ্রেণী