Posts

Showing posts from October, 2021

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি উত্তরসহগণিতপঞ্চম শ্রেণি

Image
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি উত্তরসহ গণিত পঞ্চম শ্রেণি ১. ঠিক উত্তর নির্বাচন করাে : 1. বর্তমানে পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৬৫ বছর। সাতবছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে?  ১) ৭২ ২) ৭৯  ৩) ৮৬ ৪) ৭৫ উত্তর:   ২) ৭৯  2. ১৫ মিটার লম্বা ফিতে থেকে ৫ মিটার কেটে নেওয়ার পর কত অংশ অবশিষ্ট আছে?  ১) ১/৩ অংশ ২) ১/৫ অংশ  ৩) ২/৩ অংশ ৪) ১/১০ অংশ উত্তর:   ৩) ২/৩ অংশ 3. একটি তরমুজের ওজন ২ কেজি ৭০০ গ্রাম এবং একটি আনারসের ওজন ১ কেজি ১০০ গ্রাম। তরমুজের ওজন আনারসের থেকে কত বেশি?  ১) ১ কেজি ৬০০ গ্রাম ২) ৩ কেজি ৮০০ গ্রাম  ৩) ১ কেজি ৮০০ গ্রাম ৪) ৮০০ গ্রাম উত্তর:   ১) ১ কেজি ৬০০ গ্রাম 4. ? ÷ ১৫ = ৮ ১) ৮০ ২) ২৩ ৩) ১৫/৮ ৪) ১২০ উত্তর:   ৪) ১২০ 5. মূল্যসূচী অনুযায়ী ৮ টি পেন ও ৫ টি পেনসিলের মােট মূল্য কত?  মূল্যসূচী দ্রব্য দাম (প্রতিটি) পেন ১২ টাকা পেনসিল ৪ টাকা ১) ৯২ টাকা ২) ১১৬ টাকা  ৩) ১৬ টাকা ৪) ৭৬ টাকা উত্তর:   ২) ১১৬ টাকা  6. শূন্যস্থান পূরণ কর : ১/৫ = ৩/১৫ = ৫/২৫ = ৭/? ১) ৩৫ ২) ৩০ ৩) ২৫ ৪) ২০ উত্তর:   ১) ৩৫ 7. ৫ মিটার লম্বা বাঁ...

কন্যাশ্রী প্রকল্প বাংলা রচনা

Image
কন্যাশ্রী প্রকল্প বাংলা রচনা ভূমিকা :–   প্রাচীন কাল থেকে শুরু করে কন্যা সন্তানের প্রতি অবহেলা ভারতীয় সংস্কৃতিতে বোদ্ধ মূল হয়ে রয়েছে । বিজ্ঞানের অগ্রগতিতে বর্তমান কালে সেই অবহেলার স্বরূপ অনেকটা স্থিমিত হলেও দরিদ্র মানুষদের মধ্যে আর্থ – সামাজিক কারণে আর তা হয়নি বলেই পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যর কন্যা সন্তানের প্রতি গুরুত্ব আরপ করতে এবং বাল্যবিবাহ বন্ধ করে কন্যা সন্তানদের বিদ্যালয়মুখী করতে " কন্যাশ্রী " প্রকল্পের যে অবতারনা করেছেন তা যথেষ্ট প্রসংশিত হয়েছে । প্রেক্ষাপট :–   কবি কালিদাস লিখেছেন –' অর্থো হি কন্যা পরকীয়া এব ' । অথাৎ কন্যা মানে পরের ধন । এই মনোভাব থেকেই কন্যা সন্তানকে অপরের হাতে সম্প্রদান করে ক্ষান্ত হতেন কন্যার পিতামাতারা । এর ফলে সমাজ ও রাষ্ট্রের সার্বিক অগ্রগতি সম্ভব হয়নি । কারন নজরুল তার " নারী " কবিতায় লিখেছেন ,  ' বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির – কল্যাণকর ,/ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর । অথচ মেয়েদেরকে সার্বিক উন্নয়নে র সঙ্গে সমন্ধিত না করে তাদের অ সূর্যম্পশা রূপে রেখে তাদের অন্তনিহিত শক্তির অপচয় ...

WBBSE Class 7Model Activity Task 2021

Image
  প্রিয় ছাত্রছাত্রীরা,ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রে তোমাদের স্বাগত জানাই | এবছর আবার দেওয়া হলো বাংলার শিক্ষা পোর্টাল থেকে আবার দেওয়া হলো   সেপ্টেম্বর মাসের বিভিন্ন শ্রেনীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক   | আজকের এই পোস্টে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া   সপ্তম শ্রেনীর গণিত এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি | আশা করি এতে তোমরা উপকৃত হবে |   ( Class 7 Model Activity Task Mathematics 2021 PART 6 September Month) WBBSE Class 7 Model Activity Task 2021  Month : September গণিত PART 6 নীচের প্রশ্নগুলির উত্তর লেখো: 1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন:     1 × 4 = 4 (i) যখন কোনো ট্রেন সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে − (a) ট্রেনটির নিজের দৈর্ঘ্য     (b) সেতুর দৈর্ঘ্য  (c) ট্রেনটির নিজের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য   (d) সেতুর দৈর্ঘ্য − ট্রেনটির নিজের দৈর্ঘ্য উত্তর: (c) ট্রেনটির নিজের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য     (ii) ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল = (a) (বাহুর...

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন জীবন বিজ্ঞান দশম শ্রেণি

Image
বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন  পরিচিতি ও অনুশীলন  জীবন বিজ্ঞান  দশম শ্রেণি ১. নিচের বক্তব্য গুলি পড়ো।  (I) মায়োপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। (II) উত্তল লেন্স চশমা ব্যবহার করলে মায়োপিয়া ত্রুটি দূর হয়।  (III) হাইপার মেত্র পিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। (IV) অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর হয়। (ক)   (I) ও (ii)  (খ)   (II) ও (iii)  (গ)    (III) ও (iV)  (ঘ)    (I) ও (iii)  উত্তর-   (I) ও (iii)  ২. প্রতিবর্ত পথের সঠিক ক্রোম কোনটি (ক) কারক➡️ আজ্ঞাবহ স্নায়ুর➡️ স্নায়ুকেন্দ্র ➡️সংজ্ঞা বহু স্নায়ু কোশ➡️ গ্রাহক খ)গ্রাহক➡️ আজ্ঞাবহ স্নায়ু কোশ➡️ স্নায়ুকেন্দ্র➡️ সংজ্ঞা বহু স্নায়ু কোশ➡️ কারক গ) গ্রাহক ➡️ সংজ্ঞা বহু স্নায়ু কোশ ➡️ স্নায়ুকেন্দ্র ➡️  আজ্ঞাবহ স্নায়ু কোশ ➡️ কারক (ঘ) আজ্ঞাবহ স্নায়ু কোশ গ্রাহক ➡️ সংজ্ঞা বহু স্নায়ু কোশ➡️ কারক উত্তর- ...

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন গণিত ক্লাস 10

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন : পরিচিতি ও অনুশীলন গণিত দশম শ্রেণি সঠিক নির্বাচন করো (1) x³+4x²+4x-3 কে x – 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? (A) 5 (B) -5 (C)  6 (D) -6 উত্তর:- (C) 6   (2) x²+2x – 8 রাশিটির শূন্য কি কি হবে? (A) 4,2 (B) – 4, –2 (C) –4,–2 (D) 4, – 2 উত্তর:-(D) — 4, -2 (3) 2x+3y=0 সমীকরণের সম্ভাব্য সমাধান হবে? (A) x = 1, y = 1 (B)x =−3, y = 2 (C) x = 3 y = 0 (D) x = 0, y = 2 উত্তর – (B) x =-3,  y= 2   (4) 1296 কে কিভাবে লেখা যায়? (A) 2⁴3³ (B) 2³4³ (C) 2³– X² (D) X³ + X উত্তর-(C) 2434   (5) যদি 0,-1,1 একটি বহু পথ রাশির 330 হয় তাহলে বহুপদ রাশিটি হইবে (A) X²–X (B) X³–X (C) X³–X² (D) X³++ উত্তর- (B) X3-X   (6) X²-4x+1=0 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কি হবে (A) বাস্তব (B) বাস্তব ও অভিন্ন (C) অবাস্তব (D) বাস্তব ও সমান উত্তর- (B) বাস্তব ও অভিন্ন (7) 1/x- 1/x(x-3) =0 সমীকরণের সাধারণ কি হবে? (A) 1–3 (B) 0 (C) 4, (D) 4, 4 উত্তর- (C) 4    (8) যদি 3x²+5x+2=0 সমীকরণের দুটি বীজ @ এবং 𝓫 হয় তাহলে 1/@ – 1/𝓫 এর মান কত? (A) ± 1/2 (B) ±...

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা class 10

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা 1. ছোটো ছোটো পাখিরা দোলনার মত বাসা তৈরি করে A) আরাম পাওয়ার জন্য B) বাচ্চাদের সুবিধার জন্য (C) সরু ডালে বাসা তৈরির কারণে D) হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উত্তর:- D) হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য   2. মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম A) টুনটুনি (B) গাঙচিল (C) তিতির (D) শালিক উত্তর:- (C) তিতির   3. তালচোচ পাখির বৈশিষ্ট্য (A) তারা ভাঙা কাচ পাথর দিয়ে বাসা তৈরি করে। B) তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। (C) তারা তালপাতা দিয়ে বাসা তৈরি করে D) তারা কোনো বাসা তৈরি করে না উত্তর:- B) তারা থুতু দিয়ে বাসা তৈরি করে।   4. কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই (A) আফ্রিকার (B) লাতিন আমেরিকার (C) অস্ট্রেলিয়ার (D) হিমালয় অঞ্চলের উত্তর:- (A) আফ্রিকার   5. ‘পাখি’ শব্দটি একটি A) তৎসম শব্দ B) তদ্ভব শব্দ (C) দেশি শব্দ D) বিদেশি শব্দ উত্তর:- B) তদ্ভব শব্দ   6. এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছিল A) বেঙ্গল গেজেট B) সমাচার দর্পণ (C) অমৃতবাজার, (D) দিগদর্শন উত্তর:- A) বেঙ্গল গেজেট ...

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বাংলা দশম

Image
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন  দশম শ্রেণী বাংলা 1. ছোটো ছোটো পাখিরা দোলনার মত বাসা তৈরি করে (A) আরাম পাওয়ার জন্য (B) বাচ্চাদের সুবিধার জন্য (C) সরু ডালে বাসা তৈরির কারণে (D) হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উত্তরঃ   (D) হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।    2. মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা তাদের অন্যতম (A) টুনটুনি (B) গাঙচিল (C) তিতির (D) শালিক উত্তরঃ  (C) তিতির।  3. তালচোচ পাখির বৈশিষ্ট্য (A) তারা ভাঙা কাচ পাথর দিয়ে বাসা তৈরি করে। (B) তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। (C) তারা তালপাতা দিয়ে বাসা তৈরি করে  (D) তারা কোনো বাসা তৈরি করে না উত্তরঃ  (B) তারা থুতু দিয়ে বাসা তৈরি করে। 4. কাদা দিয়ে বাসা বানায় যে পাখিরা তাদের অধিকাংশই (A) আফ্রিকার (B) লাতিন আমেরিকার (C) অস্ট্রেলিয়ার (D) হিমালয় অঞ্চলের উত্তরঃ (A) আফ্রিকার।    5. ‘পাখি’ শব্দটি একটি (A) তৎসম শব্দ (B) তদ্ভব শব্দ (C) দেশি শব্দ (D) বিদেশি শব্দ উত্তরঃ   B) তদ্ভব শব্দ।    6. এদেশে ছাপা প্রথম সংবাদপত্র ছি...