সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখার জন্য বিভিন্ন কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই তথ্যপ্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে মানা যায়। কারণ প্রতিটা পরীক্ষায় এই তথ্যপ্রযুক্তি থেকে এখন প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের সাথে আজকে কম্পিউটার ও বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার (Names and founders of computer and information technology companies) নাম প্রতিষ্ঠাতা, হেড অফিস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম। আসা করি এতে অনেক উপকৃত হবে।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি নাম ও প্রতিষ্ঠাতা।
1. Google ➖ল্যারি পেজ, সারজি ব্রিন ➡️মাউন্টেনভিউ ( ক্যালিফোর্নিয়া)
2. Yahoo ➖ জেরি ইয়াং, ডেভিড ফিলো ➡️ সনিভেল,(ক্যালিফোর্নিয়া)
3. Facebook ➖ মার্ক জাকারবার্গ ➡️ মেনলো পার্ক ( ক্যালিফোর্নিয়া)।
4. Whatsapp ➖ জন কৌম এবং ব্রায়ান অ্যাক্টন ➡️ ক্যালিফোর্নিয়া।
5. Twitter ➖ এভান উইলিয়াম, নোয়া গ্লাস, জ্যাক ডোরসে বিজ ➡️ সানফ্রান্সিস্কো।
6. Linked In ➖ রিড হফম্যান, জিন-লুক ভাইল্যান্ট ➡️ মাউন্টেন ভিউ (ক্যালিফোর্নিয়া)।
7. Youtube ➖ চ্যার্ড হারলে, স্টিভ চেন, জাবেদ করিম ➡️ স্যান ব্রুনা।
8. Skype ➖ জানুস ফিরিস এবং নিকোলাস জেনস্ট্রোম ➡️ মার্কিন যুক্তরাষ্ট্র।
9. Snapchat ➖ ইভান স্পিজেল, ববি মার্ফি, রেগি ব্রাউন ➡️ ক্যালিফোর্নিয়া।
10. Instagram ➖ কেভিন সিস্টর্ম ও মাইক ক্রিগার ➡️ সানফ্রান্সিস্কো।
11. Microsoft ➖ বিল গ্রেটস, পল অ্যালেন ➡️ সিয়াটল রেডমন্ড।
12. অ্যাপেল ➖ স্টিভ জোবস, রোনাল্ড ওয়েন, স্টিভ ওজনিয়াক ➡️ কুপারটিনো, ক্যালিফোর্নিয়া।
13. Samsung ➖ লি - বিউং – চিউল ➡️ সিওল, দঃ কোরিয়া।
14. IBM ➖ চার্লস রেনলেট ফ্লিন্ট, থমাস যে ওয়াটসন ➡️ আর্মঙ্ক, নিউইয়র্ক।
15. Intel ➖ গর্ডন মুর, রবার্ট নয়েস, আন্ড্রু গ্রোভ ➡️ সান্তাক্লারা, ক্যালিফোর্নিয়া।
16. Dell ➖ মাইকেল এস ডেল, হিউলেট ➡️ রাউন্ড রক, টেক্সাস।
17. Lenovo ➖ লিউ চুয়াংঝি ➡️ বেজিং।
18. Amazon ― জেফ বেজস ― ওয়াসিংটন।
19. Airtel ➖ সুনীল ভারতী মিত্তল ➡️ নতুন দিল্লি।
20. Flifkart ➖ শচীন বনসল, বিন্নি বনসল ➡️ বেঙ্গালুরুর।
21. Nokia ➖ ফেডারিক ইডস্ট্যাম, লিও ম্যাকলিন ➡️ এসপো, ফিনল্যান্ড।
22. Paytm ➖ বিজয় শেখর শর্মা ➡️ নয়ডা।
Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter
Subscribe Our Youtube Channel Like Our Facebook Page 1. Write a letter to the editor of a newspaper (within 100 words) about the problems faced by commuters due to reckless driving of public vehicles. To The Editor The Telegraph Kolkata-700 001 Date: 16 March, 2021 Subject: Reckless driving. Sir/ Madam, I shall be highly obliged to you if you kindly publish this representation against reckless driving in your esteemed daily. At present journey by bus or mini-bus has been awfully perilous. The drivers drive their vehicles at break-neck speed. They seem to have no respect for traffic rules. In most cases, road accidents take place on account of reckless driving. Besides, over-taking is common to all drivers. Several accidents were caused in the past for over-taking. There are policemen to control the traffic, but everybody...
Comments
Post a Comment