পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর👍

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর👍 1) কলকাতায় কত সালে মেট্রো পরিষেবা চালু হয়- ১৯৮৪। 2) বীরভূম জেলায় কয়টি মহকুমা রয়েছে- ৩ টি। 3) বিখ্যাত কবি বিষ্ণু দে পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন- হাওড়া জেলা। 4) উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি- রায়গঞ্জ। 5) সুন্দরবনের মোট কতগুলি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক রয়েছে- ১৩টি। 6) কত কিমি বদ্বীপ জুড়ে সুন্দরবন অবস্থিত- ২৬০ কিমি। 7) মেখলিগঞ্জ মহাকুমা কোন জেলার অন্তর্গত - কোচবিহার জেলা।8) নদীয়া জেলায় বেশিরভাগ কোন ধরনের মৃত্তিকা দেখা যায়- পলি মৃত্তিকা। 9) নদীয়া জেলার সদর শহর এর নাম - কৃষ্ণনগর। 10) বর্ধমান কোন নদীর তীরে অবস্থিত- দামোদর। 11) মুর্শিদাবাদ জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত- পাঁচটি। 12) ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর কয়টি ভাগে বিভক্ত হয়ে যায় - দুইটি ভাগে। 13) বারাসাত কোন জেলার সদর দপ্তর- উত্তর ২৪ পরগনা। 14) দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত- বঙ্গোপসাগর।15) কত সালে হাওড়া জেলা প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়- ১৯৬৩ সালে। 16) নদীয়া জেলার পূর্বের নাম কি ছিল- নবদ্বীপ জেলা। 17) মুর্শিদাবাদ নামটি কোন নবাবের নাম অনুসারে হয়েছে- বাংলার নবাব মুর্শিদ কুলি খানের। 18) পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি- পুরুলিয়া। 19) পশ্চিমবঙ্গের কোন জেলাকে "রাঙামাটির দেশ" বলা হয়- বীরভূম জেলা কে। 20) বাঁকুড়া জেলার সদর দপ্তরের নাম কি - বাঁকুড়া। 21) বিপ্লবী সংগঠনগুলির অন্যতম প্রধান কেন্দ্রে হিসেবে পরিচিত ছিল কোন জেলা-কলকাতা।22) বনগাঁ লোকসভা কেন্দ্র কোন জেলার অন্তর্গত-উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত। 23) পরগনা শব্দটি এসেছে কোথা থেকে- ফরাসি শব্দ থেকে। 24) হাওড়া জেলা কয়টি মহকুমায় বিভক্ত- দুইটি। যথা:- ১. হাওড়া সদর মহকুমা ও ২. উলুবেড়িয়া মহকুমা। 25) নদিয়া জেলার জলবায়ু কোন প্রকৃতির - উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমি।26) মুর্শিদাবাদ জেলার আকৃতি কি রকম- ত্রিভুজের মত। 27) পুরুলিয়া জেলার মৃত্তিকা কি ধরনের - পরবর্তী মৃত্তিকা। 28) বীরভূম জেলার কত শতাংশ অধিবাসী কৃষি কাজের সঙ্গে যুক্ত - ৭৫ শতাংশ। 28) বাঁকুড়ার সদর দপ্তরের নাম কি - বাঁকুড়া। 29) এশিয়ার বৃহত্তম যক্ষা হাসপাতাল কোথায় অবস্থিত- ধুবুলিয়ায়। 30) কাকে ভারতের 'রূঢ়' বলা হত - দুর্গাপুরকে। 31) হুগলী জেলার সদর শহরের নাম কি- চুঁচুড়া। 32) পশ্চিমবঙ্গের কোন এলাকায় শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায় - পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়।33) কোচবিহার শব্দের অর্থ কি- কোচ জাতির বাসস্থান। 34) কালিম্পং এর আয়তন কত বর্গ কিমি - ১,০৫৬.৫ বর্গকিমি। 35) আলিপুরদুয়ার জেলা কোন বছর গঠিত হয়- ২০১৪ সালের ২৫ জুন। 36) মিরিক শহর কোথায় অবস্থিত- দার্জিলিং। 37) জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার কত শতাংশ - ৭৩.২৫ শতাংশ। 38) ঝাড়গ্রামের গড় বার্ষিক বৃষ্টিপাত কত মিমি- প্রায় ১,৪০০ মিমি। 39) উত্তর দিনাজপুর জেলা কোন বিভাগের অন্তর্গত - মালদা। 40) কোন কোন মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত - বালুরঘাট এবং গঙ্গারামপুর। 41) মালদা জেলা কিসের জন্য বিখ্যাত- ফজলি আম। 42) কত সালে নবাব সিরাজদ্দৌলা কলকাতা জয় করেছিলেন - ১৭৫৬ সালে। 43) উওর ২৪ পরগনা জেলার আয়তন কত- ৪,০৯৪ বর্গকিমি। 44) দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস কি - মৎস্যচাষ45) হাওড়া জেলার জলবায়ু কি ধরনের - উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। 46) পশ্চিমবঙ্গের কোথায় কোন মহকুমার নেই- কলকাতা। 47) মালদা কোন নদীর তীরে অবস্থিত - মহানন্দ। 48) পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় - ডঃ বিধান চন্দ্র রায়কে। 49) পশ্চিমবঙ্গে রবারের চাষ কোথায় হয় - জলপাইগুড়ি। 50) কোন কথা থাকে কলিকাতা নামটির উৎপত্তি হয়েছে- "কিলকিলা" (অর্থাৎ "চ্যাপ্টা এলাকা")।

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান