Physics Questions and Answers সেট-4

 

Physics Questions and Answers
সেট-4




1. প্রাথমিক বর্ণ কোনগুলি — লাল , সবুজ , নীল। 

2. কোন্ উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে-  –40°1।

3. সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তাকে কী বলে ― বিকীর্ণ তাপ।


4. 'লুমেন’ কীসের একক ― আলােক প্রবাহ।


5. যে তাপ বস্তুর ওপর প্রয়ােগ করলে বস্তুটির উষ্ণতা না বেড়ে বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে, তাকে কী নামে অভিহিত করা হয়  ― লীনতাপ।


6. তাপ প্রয়ােগ করলে কঠিন পদার্থ তরলে এবং তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। কোন পদার্থের ক্ষেত্রে এ নিয়মের ব্যতিক্রম হয় — নিশাদল।


7. ৫৫০ পাউন্ড ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে ১ সেকেন্ডে ১ ফুট উপরে ওঠাতে যে ক্ষমতার দরকার, তাকে কি বলে ― অশ্বশক্তি।


8. বরফ, সীসা, মােম, তামা - এগুলির মধ্যে কোনটির গলনাংক নির্দিষ্ট নয় — মােম।


9. জলপৃষ্ঠে তেলের সরকে রঙ্গিন দেখা যায়; এর মূলে কী আছে — আলােকের ব্যতিচার।


10. দুতি, ভর ,শক্তি , ত্বরণ — কোনটি ভেক্টর রাশি ― ত্বরণ।



11. রাবার , কাঠ , রূপা , ইস্পাত — কোনটি বেশি স্থিতিস্থাপক ― ইস্পাত।


12. কোন উষ্ণতায় কোন ব্যক্তি একটি লােহা ও কাঠের বলকে সমান গরম বা সমান শীতল অনুভব করবে — ৯৮.৪° ফারেনহাইট।


13.পরীক্ষাগারে কোন্‌টি নির্ণয়ে নিউটনের শীতলীকরন সূত্র প্রয়োগ করা হবে ― তরলের আপেক্ষিক তাপ।


14. সালফিউরিক অ্যাসিড/অক্সালিক অ্যাসিড/ নাইট্রিক অ্যাসিড/হাইড্রোক্লোরিক অ্যাসিড কোটিতে অক্সিজেন থাকে না  —হাইড্রোক্লোরিক অ্যাসিড।


 15. কমন সল্ট কী ― সােডিয়াম ক্লোরাইড। 


16. অ্যামালগাম

14. সালফিউরিক অ্যাসিড/অক্সালিক অ্যাসিড/ নাইট্রিক অ্যাসিড/হাইড্রোক্লোরিক অ্যাসিড কোটিতে অক্সিজেন থাকে না  —হাইড্রোক্লোরিক অ্যাসিড।


 15. কমন সল্ট কী ― সােডিয়াম ক্লোরাইড। 


16. অ্যামালগাম হলাে……. ধাতুর সাথে অন্য ধাতুর মিশ্রণ  ― পারদ।


17. স্টেনলেস স্টীল কোন্ কোন্ ধাতুর সংকর — লৌহ , নিকেল ও ক্রোমিয়াম।


18. বােরণ একটি __– মৌল 




19. পরীক্ষাগারে শােধকাগারে যে পদার্থটি সাধারণতঃ ব্যবহৃত হয় , সেটি কী ― CaCl₂।


20. কাগজে আঙুলের পুরােনাে ছাপ কোটির দ্বারা পরিস্ফুট করা যায় ― নিনহাইড্রিন দ্রবণ।


21. পান্না কী দিয়ে তৈরী  — বেরিলিয়াম।


22. বিটুমিনাস কয়লা থেকে কোক প্রস্তুত করা হয় কোন্ পদ্ধতিতে  — অন্তর্ধূম পাতন।


23. রমন এফেক্ট কোথায় দেখা যায়  — স্বচ্ছ তরল পদার্থে এবং কঠিন পদার্থে । 


24. জেট ইঞ্জিন কী ধরণের ইঞ্জিন — প্রতিক্রিয়া ইঞ্জিন।


25. কোনো কিছুর পরিমাপ যােগ্যতাকে কি বলে  — রাশি। 


26. এককের পদ্ধতিগুলাের মধ্যে সর্বাধুনিক পদ্ধতি কোটি — এস.আই.


27. ‘মােল’ কীসের একক ― গ্যাসের পরিমাণ।


28. কোন্ সালে মিটারের সর্বাধুনিক আন্তর্জাতিক সংজ্ঞা স্থির হয় ― ১৯৬৩। 


29.‘পারসেক’ কীসের একক  — দূরত্ব।


30. ‘ফেমটোমিটার’ দিয়ে কী মাপা হয় ― খুব কম দূরত্ব  


31. ‘মিল’ কীসের একক ― দৈর্ঘ্য।


32. কোন্ উয়তায় জলের ঘনত্ব বেশী হয়  ― ৪° সেন্টিগ্রেড।


33. ক্যাল মাইল" কীসের একক ― জল পথের। 


34. ভােল্টমিটার , অ্যামপ্লিফায়ার , ট্রান্সফর্মার , গ্যালভানােমিটার — কোটিতে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা চলে না ― গ্যালভানােমিটার।


35. প্রতি বর্গইঞ্জিতে বায়ুচাপের পরিমাণ গড়ে প্রায় কত  ― ১৪.৭ পাউন্ড

36. কোনটি পরাচৌম্বক পদার্থ - লােহা , তামা , নিকেল , টিন —টিন।

37.  ইস্পাতের ক্যুরি বিন্দু কত ― ৭৫০ ° সেন্টিগ্রেড।


38. 0°C উষ্ণতায় ১ গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ প্রয়ােজন — ৮০ ক্যালােরী।


39. টর্শন তুলার সাহায্যে দুটি তড়িতাধানের ভিতর ক্রিয়াশীল বলের পরিমাণ কে নির্ধারণ করেছিলেন ― কুলম্ব।


40. কোন্ কাজের জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পান  — থিওরি অব ফটোইলেকট্রিক এফেক্ট।


41. অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের  — সমান ও বিপরীতমুখী।


42. একটি জলপূর্ণ বাঁধের জলে কোন্ শক্তি আছে — স্থিতিশক্তি।


44. মরিচা পড়ার সময় লােহার আয়তন ......? ― প্রথমে কমবে পরে বাড়বে।


45. সূর্য ব্যতীত নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলাে এসে পৌঁছাতে কত সময় লাগে — ৪.২ বছর। 


46. কোন যন্ত্রে নরম লােহার উপর আকর্ষণ বলকে কাজে লাগানাে হয় — টেলিফোন গ্রাহক কার্বন মাইক্রোফোন , সরল মােটর , ডায়নামাে , টেলিফোন গ্রাহক।


47. সাগরের গভীরতা মাপার যন্ত্রের নাম কী — ফ্যাদোমিটার।


48. সােডিয়াম বাইকার্বোনেটের সংকেত কী ― NaHCO₃।


49. হীরকের ওজন কী এককে প্রকাশ করা হয় ― ক্যারেট।


50. কালাে বর্ণের একপ্রকার হীরক প্রকৃতিতে পাওয়া যায় , তাকে কি বলে ― কার্বোনেডাে বা বাের্ট।



Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান