GK Questions 2021 – General Knowledge in Bengali language | বাংলা GK

 




GK Questions 2021 –  General Knowledge in Bengali language | বাংলা GK

1.পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি?

A। মেছো বিড়াল

B। হরিণ

C। রয়্যাল বেঙ্গল টাইগার

D। লাল পান্ডা

Ans: A


2. পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ কোনটি?

A। চন্দন

B। ছাতিম

C। আম

D। সেগুন

Ans: B


3. ভারতের জাতীয় সংগীত প্রথম কত সালে গাওয়া হয়?

A। 27 ডিসেম্বর, 1911

B। 23 ডিসেম্বর, 1947

C। 29 জানুয়ারি, 1948

D। 15 আগস্ট, 1947

Ans: A


4. "বন্দেমাতরম" গানটি কে ইংরেজীতে অনুবাদ করেন?

A। মাইকেল মধুসূদন দত্ত

B। শ্রী অরবিন্দ ঘোষ

C। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

D। পুলিন বিহারী দাস

Ans: B


5. "বন্দেমাতরম" গানটি কোন উপন্যাসে প্রথম প্রকাশিত হয়?

A। অনান্দমঠ

B। কপালকুন্ডলা

C। দুর্গেশনন্দিনী

D। গীতাঞ্জলি

Ans: A


6. ভারতের জাতীয় পতাকার রূপকার কে?

A। বাল গঙ্গাধর তিলক

B। পিঙ্গলি ভেঙ্কাইয়া

C। গান্ধীজি

D। জওহরলাল নেহেরু

Ans: B


7. ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য কি?

A। বন্দেমাতরম

B। সত্যামেব জয়তে

C। জয়হিন্দ

D। ভারতমাতা

Ans: B


8. 2011 সালের জনগননা অনুসারে ভারতের স্বাক্ষরতার হার কত?

A। 85.55%

B। 74.04%

C। 91.91%

D। 78.08%

Ans: B


9. ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

A। গোয়া

B। লাক্ষাদ্বীপ

C। দমন

D। লাদাখ

Ans: B


10. 2011 সালের আদমশুমারি অনুযায়ি সবচেয়ে বেশি জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি?

A। উত্তরপ্রদেশ

B। বিহার

C। পশ্চিমবঙ্গ

D। কেরল

Ans: B


11. 2011 সালের জনগননায় জনগণনার শ্লোগান কি ছিল?

A। Our census, our future

B। Our country, our people

C। Our people, our census

D। Our people, our country

Ans: A


12. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?

A। সরোজিনী নাইডু

B। সুচেতা কৃপালিনী

C। বিজয়লক্ষী পন্ডিত

D। শশীকলা কাকোদকার

Ans: B


13. "ইনকিলাব জিন্দাবাদ" উক্তিটি কার?

A। মঙ্গল পান্ডে

B। ভগত সিং

C। মোঃ ইকবাল

D। বিনোবা ভাবে

Ans: B


14. "স্বরাজ আমার জন্মগত অধিকার" এই বিখ্যাত উক্তিটি কোন মনীষীর?

A। ভগত সিং

B। রামপ্রসাদ বিসমিল

C। বাল গঙ্গাধর তিলক

D। সুভাষ চন্দ্র বসু

Ans: C


15.ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন?

A। মদনলাল ধীনগ্রা

B। মঙ্গল পান্ডে

C। চাপেকার ভ্রাতৃদয়

D। যতীন দাস

Ans: C


16. স্থলবাহিনীতে (Army) ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কোনটি?

A। জেনারেল

B। ফিল্ড মার্শাল

C। লেঃ জেনারেল

D। মেজর জেনারেল

Ans: B


17. ভারতের প্রথম চীফ জাস্টিস কে চিলেন?

A। হীরালাল জে. কানিয়া

B। কে. এম. কারিয়াপ্পা

C। সুকুমার সেন

D। ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন

Ans: A


18. ভারতের জাতীয় পতাকার নকশাটি  কত সালে কেন্দ্রীয় সাংবিধানিক সভায় অনুমোদিত হয়।

A। 1947 সালের 15 জুলাই

B। 1947 সালের 15 আগস্ট

C। 1947 সালের 9 আগস্ট

D। 1947 সালের 26 জানুয়ারি

Ans: A


19। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে বিভাজিত হয়ে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে?

A। 2015

B। 2016

C 2014

D। 2013

Ans: C


20। 'জয় জওয়ান জয় কিষান" উক্তিটি কার?

A। রাজীব গান্ধী

B। লাল বাহাদুর শাস্ত্রী

C। ইন্দিরা গান্ধী

D। মহঃ ইকবাল

Ans: B


21। স্বাধীনতা আন্দোলনের বাংলার প্রথম শহীদ কে ছিলেন?

A। যতীন্দ্রনাথ দাস

B। ক্ষুদিরাম

C। সূর্য সেন

D। প্রফুল্ল চাকি

Ans: B


22। ভারতের প্রথম ভারতরত্ন কে পান?

A। চক্রবর্তী রাজা গোপালচারী

B। ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণন

C। জওহরলাল নেহেরু

D। সর্দার বল্লভভাই প্যাটেল

Ans: A


23। ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন?

A। ইন্দিরা গান্ধী

B। সরোজিনী নাইডু

C। সুচেতা কৃপালিনী

D। জয়াললিতা

Ans: B


24। কে ভারতের প্রথম মহিলা হিসাবে প্যারা অলিম্পিক পদক জিতেছিলেন?

A। মেরি কম

B। দীপা মালিক

C। পি.ভি সিন্ধু

D। পিটি ঊষা

Ans: B


25। ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র কোনটি?

A। পৃথ্বী

B। আকাশ

C। ত্রিশূল

D। INS Vinash

Ans: A


26। ভারতের প্রথম সংবাদপত্র কি ছিল?

A। সামাচার দর্পন

B। বেঙ্গল গেজেট

C। হিন্দু প্যাট্রিয়ট

D। ইন্ডিয়ান মিরর

Ans: B


27। রিংরিং কোন জনজাতির মাতৃভাষা?

A। গোর্খা

B। রাজবংশী

C। টোটো

D। লেপচা

Ans: D


28। আনারস উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম?

A। উত্তর দিনাজপুর

B। জলপাইগুড়ি

C। মালদা

D। কোচবিহার

Ans: B


29। তুঁত চাষের জন্য কোন জেলা প্রথম?

A। মালদা

B। মুর্শিদাবাদ

C। কোচবিহার

D। নদীয়া

Ans: A


30। কোন স্থানকে "ল্যান্ড অফ হোয়াইট অর্কিড" বলা হয়?

A। ঘুম

B। কারসিয়াং

C। সিদ্রাপং

D। ডুয়ার্স

Ans: B


31। কোন স্থানকে "মিনিয়েচার ইন্ডিয়া" নামে পরিচিতি?

A। দুর্গাপুর

B। খড়গপুর

C। চন্দননগর

ড। মালদা

Ans: B


32। পশ্চিমবঙ্গের সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি?

A। উত্তর চব্বিশ পরগনা

B। নদীয়া

C। কলকাতা

D। হাওড়া

Ans: A


33। তরমুজ ও লঙ্কা উৎপাদনে কোন জেলা প্রথম?

A। কোচবিহার

B। দার্জিলিং

C। দক্ষিণ 24 পরগনা

D। উত্তর 24 পরগনা

Ans: C


34। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কে ভারতরত্ন পায়?

A। ডঃ বিধানচন্দ্র রায়

B। ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ

C। সুকুমার সেন

D। বিজন কুমার মুখোপাধ্যায়

Ans: A


35। ভারত সরকার কত সালে "পরিবার পরিকল্পনা" নীতি গ্রহণ?

A। 1947 সালে

B। 1950 সালে

C। 1952 সালে

D। 1955 সালে

Ans: C


36। প্রধানমন্ত্রী হতে গেলে নুন্যতম বয়স কত হতে হবে?

A। 25 বছর

B। 30 বছর

C। 35 বছর

D। 40 বছর

Ans: A


37। বালিকাময় মরুমৃত্তিকা কি নামে পরিচিত?

A। ল্যাটেরাইট

B। সিরোজেম

C। কাকুরে

D। বেলেমাটি

Ans: C


38। কোন রোগের অপর নাম "Big C" ?

A। ক্যানসার

B। এইডস

C। করোনা

D। জন্ডিস

Ans: A


39। Life Devine গ্রন্থটি কে লেখেন?

A। নেতাজি

B। অরবিন্দ ঘোষ

C। স্বামী বিবেকানন্দ

D। সুরেন্দ্রনাথ ব্যানার্জি

Ans: B


40। "মহান বৃদ্ধ" নামে কে পরিচিতি?

A। দাদাভাই নৌরাজি

B। সুরেন্দ্রনাথ ব্যানার্জি

C। মহাত্মা গান্ধী

D। বাল গঙ্গাধর তিলক

Ans: A


41। "ফাদার মার্টিন" কার ছন্দ নাম?

A। নরেন্দ্রনাথ ভট্টাচার্য

B। সুরেন্দ্রনাথ ব্যানার্জি

C। গুজরিলাল নন্দ

D। আবুল কালাম

Ans: A


42। "ভারত আত্মা" কার রচনা?

A। বিপিনচন্দ্র পাল

B। বাল গঙ্গাধর তিলক

C। স্বামী বিবেকানন্দ

D। অরবিন্দ ঘোষ

Ans: A


43। "আবোল তাবোল সেন" কার ছন্দ নাম?

A। সজনী কান্ত দাস

B। উৎপল দত্ত

C। সুকুমার রায়

D। শিশির কুমার

Ans: A


44। "Hynm to Freedom" কোন দেশের জাতীয় সংগীত?

A। রাশিয়া

B। গ্রিস

C। জাপান

D। ফিলিপিন্স

Ans: B


45। "ডন" কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ পত্রিকা?

A। বাংলাদেশ

B। শ্রীলঙ্কা

C। পাকিস্থান

D। ভুটান

Ans: C


46। সাহিত্যে বুকার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়?

A। ইংল্যান্ড

B। আমেরিকা

C। ফিনল্যান্ড

D। অস্ট্রেলিয়া

Ans: A


47। "Our nation is like a tree" উক্তিটি কার?

A। বালগঙ্গাধর তিলক

B। বিপিনচন্দ্র পাল

C। লালা লাজপাত রায়

D। অরবিন্দ ঘোষ

Ans: A


48। ক্যালকাটা নাম পাল্টে কত সালে কলকাতা করা হয়?

A। 2001

B। 2003

C। 2004

D। 2005

Ans: A


49। "জাপানে পারস্যে" কাব্যের রচয়িতা কে?

A। রবীন্দ্রনাথ ঠাকুর।

B। মাইকেল মধুসূদন দত্ত।

C। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

D। রমানাথ ঠাকুর

Ans: A


50। সিন্ধুপ্রদেশের মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত?

A। সিন্ধু

B। ব্রহ্মপুত্র

C। গোদাবরী

D। রাভি

Ans: A

Comments

Popular posts from this blog

অন্তবর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন জীবন বিজ্ঞান কোষ বিভাজন

Class X all Writing Pragraph,Report,Summary,Notice,Biography,Story,Process Writing,Diologue,Letter

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান