Geography GK for all competitive exams in bengali, ভূগোল প্রশ্ন ও উত্তর 2021
Geography GK for all competitive exams in bengali, ভূগোল প্রশ্ন ও উত্তর 2021
ভারতের ভূগোল (Indian Geography) থেকে 60 টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গের তথা সমগ্ৰ ভারতবর্ষের যেকোনো সরকারি ও বেসরকারি (All competitive exam: Government Jobs and Private Jobs) পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। আসা করি Indian Geography MCQ Questions and Answers -সিরিজ থেকে অনেক উপকৃত হবেন।
ভারতের ভূগোল – Indian Geography MCQ
1. চিলকা হ্রদ হল
(A) নোনা জলের হ্রদ
(B) স্বাদু জলের হ্রদ
(C) বর্ষাকালেস্বাদু জলের হ্রদ
(D) গীষ্মকালে নোনা জলের হ্রদ
Ans : [A]
2. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক?
(A) উত্তরপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাডু
(D) অন্ধ্রপ্রদেশ
Ans : [A]
3. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয়?
(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) অন্ধ্রপ্রদেশ
(D) পাঞ্জাব
Ans : [A]
4. GMT এবং IST এর মধ্যে পার্থক্য হল–
(A) 6 ঘণ্টা 30 মিনিট
(B) 4 ঘণ্টা 30 মিনিট
(C) 2 ঘন্টা 30 মিনিট
(D) 5 ঘণ্টা 30 মিনিট
Ans : [D]
5. ভারতে ‘Coastal Regulation Zones’ সনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুনাকের উপর ভিত্তি করে:
(A) জোয়ারের উচ্চতা
(B) সমুদ্রের স্তর বৃদ্ধি
(C) জলের গভীরতা
(D) সমুদ্র তালের উচ্চতা
Ans : [A]
6. নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ?
(A) পশ্চিমবঙ্গ
(B) মহারাষ্ট্র
(C) উত্তরপ্রদেশ
(D) বিহার
Ans : [D]
7. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার–
(A) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
(B) পুরাতন পলি
(C) নতুন পলি
(D) কর্দমাক্ত অঞ্চল
Ans : [A]
8. পশ্চিমবঙ্গের ‘Dry Port’ -এর অবস্থান হল
(A) কলকাতা
(B) হলদিয়া
(C) কলকাতা, হলদিয়া ও দিঘা
(D) কলকাতা ও হলদিয়া
Ans : [C]
9. ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :
(A) ঝিলাম
(B) শতদ্রু
(C) বিপাশা
(D) সিন্ধু
Ans : [B]
10. পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ‘ নামে নিমোক্ত সালে ঘোষনা করা হয়েছে ?
(A) 1999
(B) 1989
(C) 1979
(D) 1969
Ans : [A]
11. সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে
(A) সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে
(B) সমুদ্রতলের অগ্নুৎপাত
(C) জোয়ারের পরিবর্তন
(D) উপরের কোনটিই নয়
Ans : [A]
12. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত—
(A) তরাই ও ডুয়ার্স
(B) বারেন্দ্রভূমি
(C) দিয়ারা
(D) বাগরী ।
Ans : [A]
13. ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—
(A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
(B) জলবিদ্যুৎ উত্পাদনের জন্য
(C) চাষের জমিতে জল সরবরাহের জন্য
(D) উপরের কোনটিই নয় ।
Ans : [A]
14. নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
(A) লেগুন
(B) গিরিখাত
(C) চ্যুতি
(D) মিয়েন্ডার ।
Ans : [D]
15. সতীশ ধাওয়ান’ মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ?
(A) শ্রীহরিকোটা
(B) তারাপুর
(C) হায়দ্রাবাদ
(D) চাঁদিপুর ।
Ans : [A]
16. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?
(A) লোহিত মৃত্তিকা
(B) রেগুর মৃত্তিকা
(C) পলল মৃত্তিকা
(D) ল্যাটেরাইট মৃত্তিকা ।
Ans : [B]
17. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
(A) ভারত ও পাকিস্তান
(B) ভারত ও চিন
(C) ভারত ও নেপাল
(D) ভারত ও বাংলাদেশ ।
Ans : [B]
18. নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) কেরালা ।
Ans : [A]
19. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
(A) হিমালয় পর্বত
(B) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
(C) আরাবল্লী পর্বত
(D) শিবালিক পর্বত ।
Ans : [C]
20. হলদিয়া একটি —
(A) পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
(B) গভীর সমুদ্রের মত্স্যচাষ কেন্দ্র
(C) লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
(D) কারিগরি শিল্পকেন্দ্র ।
Ans : [A]
21. তিন বিঘা করিডর’ যোগ করেছে —
(A) ভারত ও পাকিস্তানকে
(B) ভারত ও চিনকে
(C) ভারত ও ভুটানকে
(D) ভারত ও বাংলাদেশকে
Ans : [D]
22. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে—
(A) রেগোলিথ
(B) খাদর
(C) রেগুর
(D) ভাবর
Ans : [C]
23. ভারতের ‘ল্যাটারাইটিক’ মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন—
(A) লৌহ কণায় সমৃদ্ধ
(B) ‘হিউমাস’ এ সমৃদ্ধ
(C) ‘ব্যাসল্ট লাভা’ সমৃদ্ধ
(D) ইউরেনিয়াম সমৃদ্ধ
Ans : [A]
24. নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত উপত্যকা দিয়ে—
(A) ‘Synclinal’ উপত্যকা
(B) U -আকারের উপত্যকা
(C) চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা
(D) ব-দ্বীপ
Ans : [C]
25. বঙ্গদেশের ব-দ্বীপের দক্ষিণ-পূর্বদিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে—
(A) ‘Subsidence’ বা নিমজ্জন
(B) ‘Emergence’ বা উত্থান
(C) Progradation
(D) উপরোক্ত কোনটিই নয়
Ans : [B]
26. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে—
(A) বাঘ সংরক্ষণের জন্য
(B) সুন্দরী গাছের জন্য
(C) ম্যানগ্রোভ গাছের জন্য
(D) জীব বৈচিত্র্যের জন্য
Ans : [C]
27. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
(A) ওড়িশা
(B) ঝাড়খন্ড
(C) ছত্তিশগড়
(D) পশ্চিমবাংলা
Ans : [B]
28. পশ্চিমবাংলায় শিক্ষার হার কত ?
(A) 70%
(B) 75%
(C) 77%
(D) 80%
Ans : [C]
29. ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?
(A) 6
(B) 7.55
(C) 8.24
(D) 9.12
Ans : [B]
30. প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম
(A) কেওলাদেও ঘানা অভয়ারণ্য
(B) গির আরণ্য
(C) সুন্দরবন
(D) বন্দিপুর জাতীয় উদ্যান
Ans : [D]
31. ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক
(A) জেট স্ট্রিম
(B) তাপমান
(C) হিমালয় পর্বতের অবস্থিতি
(D) নিম্ন বায়ুর গতিবিধি
Ans : [B]
32. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল
(A) পালনী পর্বত
(B) নীলগিরি পর্বত
(C) পালঘাট গ্যাপ
(D) আন্নামালাই পর্বত
Ans : [B
33. পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হল
(A) লিথোস্ফিয়ার
(B) হাইড্রোস্ফিয়ার
(C) অ্যাটমোস্ফিয়ার
(D) বায়োস্ফিয়ার
Ans : [D]
34. নর্মদা নদীর উৎপত্ত কোথায় ?
(A) অমরকন্টক মালভূমি
(B) বিন্ধ্য পর্বতমালা
(C) মাইখাল পর্বতমালা
(D) পালনী পর্বত
Ans : [A]
35. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
(A) শতদ্রু
(B) ইরাবতী
(C) চন্দ্রভাগা
(D) ঝিলম
Ans : [D]
36. ভারতে প্রথম চটকল স্থাপিত কোন সালে ?
(A) 1920
(B) 1850
(C) 1800
(D) 1775
Ans : [D]
37. লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
(A) জম্মু ও কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) মণিপুর
Ans : [D]
38. পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলি যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয়
(A) সমদিকপাতী রেখা
(B) সমনতি রেখা
(C) শূণ্যদিকপাতী রেখা
(D) সমোষ্ণ রেখা
Ans : [B]
39. ভারতের কয়লা প্রধানত
(A) এনথ্রাসাইট
(B) বিটুমিনাস
(C) লিগনাইট
(D) পিট
Ans : [B]
40. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম
(A) খরগপুর
(B) বিশাখাপত্তনম
(C) সেকেন্দ্রাবাদ
(D) কানপুর
Ans : [A]
41. ভারতের ধান উৎপাদনে—— হয় পশ্চিমবঙ্গে ।
(A) 10%
(B) 15%
(C) 20%
(D) 25%
Ans : [D]
42. শিলং শহর অবস্থিত
(A) নাগা পর্বতে
(B) গারো পর্বতে
(C) খাসি পর্বতে
(D) মিকির পর্বতে
Ans : [C]
43. মানস সরোবর অবস্থিত
(A) কারাকোরাম পর্বতশ্রেণিতে
(B) পিরপাঞ্জাল পর্বতশ্রেণিতে
(C) কৈলাস পর্বতশ্রেণিতে
(D) মহাভারত পর্বতশ্রেণিতে
Ans : [C]
44. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না ?
(A) কোচবিহার
(B) হাওড়া
(C) দার্জিলিং
(D) মুর্শিদাবাদ
Ans : [A]
45. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?
(A) গোদাবরী ও কাবেরীর
(B) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
(C) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে
(D) মহানদী ও গোদাবরীর মধ্যে
Ans : [B]
46. নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ?
(A) মিজোরাম
(B) ত্রিপুরা
(C) ওড়িশা
(D) মধ্যপ্রদেশ
Ans : [C]
47. নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়?
(A) ভিতর কণিকা : অলিভ রিডলে কচ্ছপ
(B) দলমা পাহাড় : বন্য হাতি
(C) কাজিরাঙ্গা : একশৃঙ্গ গন্ডার
(D) দচিগাম : এশীয় সিংহ
Ans : [D]
48. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত?
(A) তিস্তা ও করলা নদীর
(B) তিস্তা ও জলঢাকা নদী
(C) জলঢাকা ও রায়ঢাক নদী
(D) তিস্তা ও রায়ঢাক নদী
Ans : [A]
49. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভূক্ত করা হয়েছে
(A) বাঘ সংরক্ষণের জন্য
(B) সুন্দরী গাছের জন্য
(C) ম্যানগ্রোভ বনভূমিরজন্য
(D) জীববৈচিত্র্যের জন্য
Ans : [C]
50. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে
(A) দামোদর উপত্যকায়
(B) শোন উপত্যকায়
(C) মহানদী উপত্যকায়
(D) গোদাবরী উপত্যকায়
Ans : [A]
51. কোলকাতায় মেট্রোরেল চালু হয়–
(A) 1984খ্রিঃ
(B) 1986খ্রিঃ
(C) 1988খ্রিঃ
(D) 1989 খ্রিঃ
Ans : [A]
52. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ
(A) স্যাডেল শৃঙ্গ
(B) ডায়াবোলশৃঙ্গ
(C) কার নিকোবর
(D) উপরের কোনোটিই নয়
Ans : [A]
53. গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে
(A) নদীয়া, উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া
(B) সুন্দরবন অঞ্চল
(C) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা
(D) পূর্ব মেদিনীপুর ও হাওড়া
Ans : [C]
54. ভারতের উচ্চতম শৃঙ্গ K2এই নামেও পরিচিত:
(A) কারাকোরাম
(B) কাশ্মীর
(C) গডউইন অস্টিন
(D) কেনিথ
Ans : [C]
55. বৃষ্টিচ্ছায়া (Rain Shadow) অঞ্চল দেখা যায়
(A) প্রতিবাত ঢাল বরাবর (Windward Slope)
(B) অনুবাত ঢাল বরাবর (Leeward Slope)
(C) পাহাড়ের শীর্ষদেশে
(D) পাহাড়ের পাদদেশে
Ans : [B]
56. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণীঝড়কে বলে
(A) টাইফুন
(B) হারিকেন
(C) সাইক্রোন
(D) টর্নাডো
Ans : [A]
57. আগ্নেয় শিলা, পাললিক শিলায় পরিণত হয়
(A) শীতলীকরণ ও কঠিনীভবন-এর ফলে
(B) ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহণ ও সঞ্চয়-এর ফলে
(C) তাপের প্রভাবে
(D) উপরের কোনোটিই নয়
Ans : [B]
58. হিমালয় হচ্ছে
(A) ভঙ্গিল পর্বত
(B) স্তুপ পর্বত
(C) অবশিষ্ট পর্বত
(D) টেবিল ল্যান্ড
Ans : [A]
59. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত
(A) সার
(B) লোকোমোটিভ
(C) লোহা ও ইস্পাত
(D) উপরের কোনটিই নয়
Ans : [B]
60. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?
(A) নাগাল্যান্ড
(B) মণিপুর
(C) অসম
(D) অরুণাচল প্রদেশ।
Ans : [D]
61. গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয়
(A) মোহনার মাধ্যমে
(B) ব-দ্বীপের মাধ্যমে
(C) পাখির পায়ের মত মোহনার মাধ্যমে
(D) উপরের কোনটিই নয়
Ans : [B]
62. নাগার্জুনাসার বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :
(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) তুঙ্গভদ্রা
(D) সোন
Ans : [A]
63. ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়
(A) লাক্ষাদ্বীপে
(B) দমন ও দিউ-এ
(C) সুন্দরবনে
(D) নর্মদা নদীর মোহনায়
Ans : [A]
Comments
Post a Comment