GEOGRAPHY 50 IMPORTANT MCQ (SET-4))
GEOGRAPHY 50 IMPORTANT MCQ (SET-4)
1. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
(A) মহানন্দা নদী
(B) জলঙ্গী নদী
(C) ভাগীরথী নদী
(D) তিস্তা নদী
Ans : [C] ভাগীরথী নদী।
(A) মহানন্দা নদী
(B) জলঙ্গী নদী
(C) ভাগীরথী নদী
(D) তিস্তা নদী
Ans : [C] ভাগীরথী নদী।
2. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল―
(A) Lignite (লিগনাইট)
(B) Anthracite (আনথ্রাসাইট)
(C) Bituminous (বিটুমিনাস)
(D) উপরোক্ত কোনটিই নয়
Ans : [C] Bituminous (বিটুমিনাস)।
(A) Lignite (লিগনাইট)
(B) Anthracite (আনথ্রাসাইট)
(C) Bituminous (বিটুমিনাস)
(D) উপরোক্ত কোনটিই নয়
Ans : [C] Bituminous (বিটুমিনাস)।
4. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল
(A) তিস্তা, জলঢাকা, রায়ডাক
(B) গঙ্গা, ব্রহ্মপুত্র
(C) তিস্তা, গঙ্গা
(D) দামোদর, গঙ্গা
Ans : [A] তিস্তা, জলঢাকা, রায়ডাক।
(A) তিস্তা, জলঢাকা, রায়ডাক
(B) গঙ্গা, ব্রহ্মপুত্র
(C) তিস্তা, গঙ্গা
(D) দামোদর, গঙ্গা
Ans : [A] তিস্তা, জলঢাকা, রায়ডাক।
5. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
(A) ট্রোপোস্ফেয়ার
(B) থার্মোস্ফেয়ার
(C) স্ট্র্যাটোস্ফেয়ার
(D) মেসোস্ফেয়ার
Ans : [C] স্ট্র্যাটোস্ফেয়ার।
(A) ট্রোপোস্ফেয়ার
(B) থার্মোস্ফেয়ার
(C) স্ট্র্যাটোস্ফেয়ার
(D) মেসোস্ফেয়ার
Ans : [C] স্ট্র্যাটোস্ফেয়ার।
6. নব গঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো —
(A) অমরাবতী
(B) সেকেন্দ্রাবাদ
(C) হায়দরাবাদ
(D) বিশাখাপত্তনম
Ans : [A] অমরাবতী।
(A) অমরাবতী
(B) সেকেন্দ্রাবাদ
(C) হায়দরাবাদ
(D) বিশাখাপত্তনম
Ans : [A] অমরাবতী।
7. যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল
(A) রেগুর(Regur)
(B) ল্যাটারিটিক মৃত্তিকা
(C) রেগোলিথ
(D) সিরোজেম মাটি
Ans : [A] রেগুর(Regur)।
(A) রেগুর(Regur)
(B) ল্যাটারিটিক মৃত্তিকা
(C) রেগোলিথ
(D) সিরোজেম মাটি
Ans : [A] রেগুর(Regur)।
8. ভারতীয় সময় (IST) গণনা করা হয়
(A) 82°30′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত
(B) দিল্লীতে অবস্থিত 80°30′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(C) কলকাতায় অবস্থিত 88°30′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(D) নাসিকে অবস্থিত 84°00′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী
Ans : [A] 82°30′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত।
(A) 82°30′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত
(B) দিল্লীতে অবস্থিত 80°30′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(C) কলকাতায় অবস্থিত 88°30′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(D) নাসিকে অবস্থিত 84°00′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী
Ans : [A] 82°30′ E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত।
9. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ
(A) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
(B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
(C) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
(D) আরবসাগরীয় শাখা ভারতীয় মৌসুমী বায়ু
Ans : [B] ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা।
(A) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
(B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
(C) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
(D) আরবসাগরীয় শাখা ভারতীয় মৌসুমী বায়ু
Ans : [B] ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা।
10. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়?
(A) নিরক্ষরেখার নিকট
(B) কর্কটক্রান্তির নিকট
(C) মকরক্রান্তির নিকট
(D) আর্কটিক সার্কেল
Ans : [B] কর্কটক্রান্তির নিকট।
(A) নিরক্ষরেখার নিকট
(B) কর্কটক্রান্তির নিকট
(C) মকরক্রান্তির নিকট
(D) আর্কটিক সার্কেল
Ans : [B] কর্কটক্রান্তির নিকট।
11. কলকাতা এবং লণ্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে
(A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে
(B) কলকাতা তিন ঘন্টার বেশী এগিয়ে
(C) কলকাতা পনেরো মিনিট এগিয়ে
(D) কলকাতা দশ ঘন্টা পিছিয়ে
Ans : [A] কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে।
(A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে
(B) কলকাতা তিন ঘন্টার বেশী এগিয়ে
(C) কলকাতা পনেরো মিনিট এগিয়ে
(D) কলকাতা দশ ঘন্টা পিছিয়ে
Ans : [A] কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে।
12. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দ্যেশ ছিল
(A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি
(B) গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন
(C) জলবিদ্যুৎ উৎপাদন
(D) অতিরিক্ত জলের সংরক্ষণ
Ans : [A] গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি।
(A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি
(B) গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন
(C) জলবিদ্যুৎ উৎপাদন
(D) অতিরিক্ত জলের সংরক্ষণ
Ans : [A] গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি।
13. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো —
(A) 2.4 শতাংশ
(B) 2.5 শতাংশ
(C) 3.8 শতাংশ
(D) 3.6 শতাংশ
Ans : [A] 2.4 শতাংশ।
(A) 2.4 শতাংশ
(B) 2.5 শতাংশ
(C) 3.8 শতাংশ
(D) 3.6 শতাংশ
Ans : [A] 2.4 শতাংশ।
14. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো—
(A) সুর্মা উপত্যকা
(B) দিগবয়
(C) রুদ্রসাগর
(D) নাহোরকাটিয়া
Ans : [B] দিগবয়।
(A) সুর্মা উপত্যকা
(B) দিগবয়
(C) রুদ্রসাগর
(D) নাহোরকাটিয়া
Ans : [B] দিগবয়।
15. টোটো’ হল একপ্রকার আদিম আদিবাসী, যাঁদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হলো —
(A) অরুণাচলপ্রদেশ
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু
Ans : [C] পশ্চিমবঙ্গ (জলপাইগুড়ি জেলা)
(A) অরুণাচলপ্রদেশ
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু
Ans : [C] পশ্চিমবঙ্গ (জলপাইগুড়ি জেলা)
16. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
(A) নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
(B) হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি
(C) পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন
(D) বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন
Ans : [B] হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি।
(A) নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
(B) হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি
(C) পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন
(D) বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন
Ans : [B] হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি।
17. এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো—
(A) মুম্বাই
(B) দিল্লি
(C) কলকাতা
(D) ব্যাঙ্গালোর
Ans : [A] মুম্বাই।
(A) মুম্বাই
(B) দিল্লি
(C) কলকাতা
(D) ব্যাঙ্গালোর
Ans : [A] মুম্বাই।
18. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে—
(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) লাল মৃত্তিকা
(C) কৃষ্ণ মৃত্তিকা
(D) পলি মৃত্তিকা
Ans : [D] পলি মৃত্তিকা।
(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) লাল মৃত্তিকা
(C) কৃষ্ণ মৃত্তিকা
(D) পলি মৃত্তিকা
Ans : [D] পলি মৃত্তিকা।
19. সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়—
(A) জুন মাসের 1 – 5 তারিখের মধ্যে
(B) জুন মাসের 5 – 10 তারিখের মধ্যে
(C) জুন মাসের 10 – 15 তারিখের মধ্যে
(D) জুন মাসের 25 – 30 তারিখের মধ্যে
Ans : [B] জুন মাসের 5 – 10 তারিখের মধ্যে।
(A) জুন মাসের 1 – 5 তারিখের মধ্যে
(B) জুন মাসের 5 – 10 তারিখের মধ্যে
(C) জুন মাসের 10 – 15 তারিখের মধ্যে
(D) জুন মাসের 25 – 30 তারিখের মধ্যে
Ans : [B] জুন মাসের 5 – 10 তারিখের মধ্যে।
20. মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে —
(A) মহারাষ্ট্র ও গুজরাট
(B) তামিলনাড়ু ও কেরল
(C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ
(D) গুজরাট ও রাজস্থান
Ans : [B] তামিলনাড়ু ও কেরল।
(A) মহারাষ্ট্র ও গুজরাট
(B) তামিলনাড়ু ও কেরল
(C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ
(D) গুজরাট ও রাজস্থান
Ans : [B] তামিলনাড়ু ও কেরল।
21. নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?
(A) চেন্নাই
(B) বিশাখাপত্তনম
(C) হলদিয়া
(D) নব তুতিকোরিন
Ans : [B] বিশাখাপত্তনম।
(A) চেন্নাই
(B) বিশাখাপত্তনম
(C) হলদিয়া
(D) নব তুতিকোরিন
Ans : [B] বিশাখাপত্তনম।
22. জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান —
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) সপ্তম
(D) অষ্টম
Ans : [C] সপ্তম।
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) সপ্তম
(D) অষ্টম
Ans : [C] সপ্তম।
23. ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় ?
(A) গম
(B) ধান
(C) তৈলবীজ
(D) ভুট্টা
Ans : [A] গম।
(A) গম
(B) ধান
(C) তৈলবীজ
(D) ভুট্টা
Ans : [A] গম।
24. দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো—
(A) মিজোরাম
(B) মণিপুর
(C) নাগাল্যান্ড
(D) অরুণাচল প্রদেশ
Ans : [D] অরুণাচল প্রদেশ।
(B) মণিপুর
(C) নাগাল্যান্ড
(D) অরুণাচল প্রদেশ
Ans : [D] অরুণাচল প্রদেশ।
25. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ?
(A) রূপনারায়ণ
(B) সুবর্ণরেখা
(C) দামোদর
(D) কয়না
Ans : [C] দামোদর।
(A) রূপনারায়ণ
(B) সুবর্ণরেখা
(C) দামোদর
(D) কয়না
Ans : [C] দামোদর।
26. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
(A) মুর্শিদাবাদ
(B) নদিয়া
(C) মালদা
(D) পুরুলিয়া
Ans : [B] নদিয়া।
(A) মুর্শিদাবাদ
(B) নদিয়া
(C) মালদা
(D) পুরুলিয়া
Ans : [B] নদিয়া।
27. ট্রোপোপোজ (Tropopause) হল —
(A) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অংশ
(B) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপরে একটি প্রাকৃতিক ছত্র
(C) A এবং B উভয়েই সত্য
(D) A এবং B কোনোটিই নয়
Ans : [A] ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অংশ।
(A) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অংশ
(B) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপরে একটি প্রাকৃতিক ছত্র
(C) A এবং B উভয়েই সত্য
(D) A এবং B কোনোটিই নয়
Ans : [A] ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মধ্যবর্তী অংশ।
28. নীচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?
(A) জাভাদি পর্বতমালা
(B) আনাইমালাই পর্বতমালা
(C) নীলগিরি পর্বতমালা
(D) শিভারয় পর্বতমালা
Ans : [C] নীলগিরি পর্বতমালা।
(A) জাভাদি পর্বতমালা
(B) আনাইমালাই পর্বতমালা
(C) নীলগিরি পর্বতমালা
(D) শিভারয় পর্বতমালা
Ans : [C] নীলগিরি পর্বতমালা।
29. ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে —
(A) বিহার
(B) উত্তরাখন্ড
(C) রাজস্থান
(D) গুজরাট
Ans : [C] রাজস্থান।
(A) বিহার
(B) উত্তরাখন্ড
(C) রাজস্থান
(D) গুজরাট
Ans : [C] রাজস্থান।
30. ভারতের কোন রাজ্যে Tank irrigation -এর শতকরা হার সর্বাধিক ?
(A) তামিলনাড়ু
(B) পশ্চিমবঙ্গ
(C) কেরালা
(D) কর্ণাটক
Ans : [A] তামিলনাড়ু।
(A) তামিলনাড়ু
(B) পশ্চিমবঙ্গ
(C) কেরালা
(D) কর্ণাটক
Ans : [A] তামিলনাড়ু।
31. কোন পর্বতশ্রেণির ভিন্ন ঢালে (দুই দিকের) স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ?
(A) আরাবল্লী
(B) বিন্ধ্য
(C) পূর্বঘাট
(D) পশ্চিমঘাট
Ans : [D] পশ্চিমঘাট।
(A) আরাবল্লী
(B) বিন্ধ্য
(C) পূর্বঘাট
(D) পশ্চিমঘাট
Ans : [D] পশ্চিমঘাট।
32. অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পশ্চিম এবং পূর্ব) নদী দুটি হল —
(A) নর্মদা এবং তাপ্তী
(B) নর্মদা এবং মহানদী
(C) তাপ্তী এবং বেতোয়া
(D) তাপ্তী এবং শোন
Ans : [B] নর্মদা এবং মহানদী।
(A) নর্মদা এবং তাপ্তী
(B) নর্মদা এবং মহানদী
(C) তাপ্তী এবং বেতোয়া
(D) তাপ্তী এবং শোন
Ans : [B] নর্মদা এবং মহানদী।
33. নীচের কোনটি রাজ্যটিতে ঋণাiত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে ?
(A) ত্রিপুরা
(B) মেঘালয়
(C) নাগাল্যান্ড
(D) মিজোরাম
Ans : [C] নাগাল্যান্ড।
(A) ত্রিপুরা
(B) মেঘালয়
(C) নাগাল্যান্ড
(D) মিজোরাম
Ans : [C] নাগাল্যান্ড।
34. তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন কোন্ প্রণালী দ্বারা?
(A) বেরিং প্রণালী
(B) লুজন প্রণালী
(C) কুক প্রণালী
(D) ব্যাস প্রণালী
Ans : [D] ব্যাস প্রণালী।
(A) বেরিং প্রণালী
(B) লুজন প্রণালী
(C) কুক প্রণালী
(D) ব্যাস প্রণালী
Ans : [D] ব্যাস প্রণালী।
35. ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উত্স হল—
(A) কূপ ও নলকূপ
(B) খাল
(C) জলাশয়
(D) সাগর ও মহাসাগর ।
Ans : [A] কূপ ও নলকূপ।
(A) কূপ ও নলকূপ
(B) খাল
(C) জলাশয়
(D) সাগর ও মহাসাগর ।
Ans : [A] কূপ ও নলকূপ।
36. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়—
(A) টোপোগ্রাফিকাল মানচিত্র
(B) স্যাটেলাইট ইমেজারী
(C) জি. আই. এস.
(D) অক্সফোর্ড অ্যাটলাস ।
Ans : [A] টোপোগ্রাফিকাল মানচিত্র।
(A) টোপোগ্রাফিকাল মানচিত্র
(B) স্যাটেলাইট ইমেজারী
(C) জি. আই. এস.
(D) অক্সফোর্ড অ্যাটলাস ।
Ans : [A] টোপোগ্রাফিকাল মানচিত্র।
37. পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —
(A) সার কারখানা
(B) লৌহ ও ইস্পাত শিল্প
(C) লোকোমোটিভ কারখানা
(D) সিমেন্ট কারখানা ।
Ans : [C] লোকোমোটিভ কারখানা।
(A) সার কারখানা
(B) লৌহ ও ইস্পাত শিল্প
(C) লোকোমোটিভ কারখানা
(D) সিমেন্ট কারখানা ।
Ans : [C] লোকোমোটিভ কারখানা।
38. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে—
(A) আরব সাগরীয় প্রবাহের ফলে
(B) বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
(C) প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা
(D) পশ্চিমী ঝঞ্ঝার ফলে ।
Ans : [B] বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে।
(A) আরব সাগরীয় প্রবাহের ফলে
(B) বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
(C) প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা
(D) পশ্চিমী ঝঞ্ঝার ফলে ।
Ans : [B] বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে।
39. পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—
(A) মালদা
(B) জলপাইগুড়ি
(C) দার্জিলিং
(D) কোচবিহার ।
Ans : [C] দার্জিলিং।
(A) মালদা
(B) জলপাইগুড়ি
(C) দার্জিলিং
(D) কোচবিহার ।
Ans : [C] দার্জিলিং।
40. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—
(A) আসাম ও বাংলাদেশ
(B) বিহার ও ঝাড়খন্ড
(C) সিকিম ও ভূটান
(D) ওড়িষ্যা ও ঝাড়খন্ড ।
Ans : [A] আসাম ও বাংলাদেশ।
(A) আসাম ও বাংলাদেশ
(B) বিহার ও ঝাড়খন্ড
(C) সিকিম ও ভূটান
(D) ওড়িষ্যা ও ঝাড়খন্ড ।
Ans : [A] আসাম ও বাংলাদেশ।
41. লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?
(A) শ্রীনগর
(B) টিসকি
(C) মানালি
(D) লে।
Ans : [D] লে।
(A) শ্রীনগর
(B) টিসকি
(C) মানালি
(D) লে।
Ans : [D] লে।
42. কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণাকেন্দ্রের নাম —
(A) হিন্দু
(B) অক্ষ
(C) ভারতী
(D) ইন্দ্রপ্রস্থ
Ans : [C] ভারতী।
(A) হিন্দু
(B) অক্ষ
(C) ভারতী
(D) ইন্দ্রপ্রস্থ
Ans : [C] ভারতী।
43. প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’ ভারতের—
(A) মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে
(B) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে
(C) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে
(D) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে
Ans : [B] মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে।
(A) মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে
(B) মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে
(C) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে
(D) বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে
Ans : [B] মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে।
44. গঙ্গানদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়—
(A) ব-দ্বীপ
(B) এস্টুয়ারি
(C) ‘Birdsfoot’ ব-দ্বীপ
(D) চ্যুতি রেখা
Ans : [A] ব-দ্বীপ।
(A) ব-দ্বীপ
(B) এস্টুয়ারি
(C) ‘Birdsfoot’ ব-দ্বীপ
(D) চ্যুতি রেখা
Ans : [A] ব-দ্বীপ।
45. পশ্চিমঘাটের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখন্ড দ্বারা গঠিত—
(A) ‘Cliff’
(B) ‘Autochthonous nappe’
(C) ‘Fault scarp’
(D) ‘Rockey outlier’
Ans : [B] ‘Autochthonous nappe’।
(A) ‘Cliff’
(B) ‘Autochthonous nappe’
(C) ‘Fault scarp’
(D) ‘Rockey outlier’
Ans : [B] ‘Autochthonous nappe’।
46. বর্তমানে ভারতে গড় আয়ু কত ?
(A) 45 বছর
(B) 60 বছর
(C) 70 বছর
(D) 65 বছর
Ans : [D] 65 বছর।
(A) 45 বছর
(B) 60 বছর
(C) 70 বছর
(D) 65 বছর
Ans : [D] 65 বছর।
47. দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়—
(A) মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট
(B) রাশিয়ার লীনা প্রজেক্ট
(C) আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট
(D) চীনের হোয়াং-হো প্রজেক্ট
Ans : [A] মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট।
(A) মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট
(B) রাশিয়ার লীনা প্রজেক্ট
(C) আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট
(D) চীনের হোয়াং-হো প্রজেক্ট
Ans : [A] মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট।
48. ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান
(A) রাজস্থান
(B) অসম
(C) মধ্যপ্রদেশ
(D) পশ্চিমবঙ্গ
Ans : [D] পশ্চিমবঙ্গ।
(A) রাজস্থান
(B) অসম
(C) মধ্যপ্রদেশ
(D) পশ্চিমবঙ্গ
Ans : [D] পশ্চিমবঙ্গ।
49. খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছিল
(A) 1850
(B) 1875
(C) 1900
(D) 1930
Ans : [C] 1900।
(A) 1850
(B) 1875
(C) 1900
(D) 1930
Ans : [C] 1900।
50. ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে
(A) পঞ্চম
(B) সপ্তম
(C) দশম
(D) দ্বাদশতম
Ans : [B] সপ্তম
(A) পঞ্চম
(B) সপ্তম
(C) দশম
(D) দ্বাদশতম
Ans : [B] সপ্তম
Comments
Post a Comment