Class 3 Model Activity Task 2021
Class 3 Model Activity Task 2021 / Model Activity Task Class 3 Answer 2021
তোমরা যারা ক্লাস 3 এ পড়াশুনা করছো , তোমাদের জন্য এই বছর অর্থাৎ ( ২০২১ সাল ) জন্য Model Activity Task দেওয়া হয়েছে।
তোমার ঘরে বসে এই Model Activity Task এর উত্তর গুলো তৈরি করো।
বিঃদ্রঃ – অবশ্যই তোমরা আগে নিজেরা চেষ্টা করবে। কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো আমাদের কমেন্ট করে জানাতে পারো।
Model Activity Task Class 3 Bengali
Part -1 / বাংলা / তৃতীয় শ্রেণী
নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১ ) খুব ভালো বৃষ্টি হওয়ায় ” সত্যি সোনা ” গল্পে কী ঘটল ?
উত্তর – খুব ভালো বৃষ্টি হওয়ার ফলে ” সত্যি সোনা ” গল্পে খুব অল্প দিনের মধ্যে ফসলে ক্ষেত ভরে গেল। মাঠ ভরা পাকা সোনালী ধানের রাশি দেখে মনে হল সত্যি কে জানো সোনা ঢেকে দিয়েছে।
২ ) ” আমরা চাষ করি আনন্দে ” কবিতায় ‘ সকল ধারা ‘ কীভাবে হেসে উঠে ?
উত্তর – গ্রীষ্মে পর বর্ষা আসে। মাঠে মাঠে ধানের ছোট চারা জেগে ওঠে। এরপর ফসল যখন বেড়ে ওঠে তখন সারা মাঠ সবুজ হয়ে যায়। ধানের শীষ বেরোলে চাষির মনে পুলক জাগে। ক্রমশ ফসল পাকতে থাকে। ইতিমধ্যে অঘ্রান মাস এসে যায়। ধানের শীষ সোনালী হয়। অঘ্রানের রোদে এবং পূর্ণিমার চাঁদের আলোয় সারা পৃথিবী যেন হাসতে থাকে।
৩ ) ‘ নিজের হাতে নিজের কাজ ‘ গল্পে ডাক্তারবাবু কীভাবে উচিত শিক্ষা পেলেন ?
উত্তর – ডাক্তারবাবু ট্রেন থেকে নেমে তার ব্যাগটি বইতে যখন অসম্মানিত হচ্ছিলেন, তখন একটি কুলি তার ব্যাগটি বয়ে নিয়ে তাকে পালকিতে তুলে দিলেন। ডাক্তারবাবু তাকে তার পারিশ্রমিক হিসাবে কিছু পয়সা দিতে গেলে সে বলে যেহেতু ডাক্তার বাবু তার ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই তিনি তাকে সাহায্য করেছেন। তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নামটি শুনে ডাক্তারবাবুর চমকে উঠলেন কারণ ডাক্তারবাবু থেকে সম্মানে ওই ব্যক্তি অনেক বড়। ডাক্তারবাবু লজ্জিত হয়েছিলেন এবং সেদিন তার উচিত শিক্ষা হলো।
৪ ) ‘ দেয়ালের ছবি ‘ গল্পে বাঘ শিকারীকে সবশেষে কী বলেছিলো ?
উত্তর – ‘ দেয়ালের ছবি ‘ গল্পে বাঘ শিকারিকে সবশেষে বলেছিলো ছবিটি যদি কোন বাঘের আঁকা হতো তাহলে অন্যরকম হতো। কারণ ছবিটি যদি কোনো বাঘ আঁকতো তাহলে একটা বাঘ ঝাঁপিয়ে পড়ে একজন শিকারিকে ধরতো এমন দৃশ্য ছবিটিতে দেখা যেত।
৫ ) ‘ সারাদিন ‘ কবিতায় শিশুটির দিন কীভাবে কাটে ?
উত্তর – ‘ সারাদিন ‘ কবিতায় শিশুটির একটি ছবি আঁকা খাতা আছে। সেই খাতায় সে তার হিজিবিজি ভাবনাগুলিকে ছবি করে এঁকে রাখে। হাতি, ঘোড়া, গাছ, পাখি সবকিছুরই ছবি সে এই খাতায় একে আঁকে। এতকিছু এঁকেও তার কিছুতেই মন ভরে না। তারমন ওই খাতাতেই আটকে থাকে। প্রকৃতপক্ষে ওই খাতাটিই শিশুটির সারাদিনের সঙ্গী। সারাদিন শিশুটি ছবি এঁকেই দিন কাটায়।
Model Activity Task Class 3 Bengali Part -2
১ ) নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১ ) ‘ মিছিমিছি আমায় খাটিয়ে মারলে ‘ – কার সম্পর্কে এ কথা বলা হয়েছে ?
উত্তর – চাষির ছেলে তার বাবার সম্পর্কে একথা বলেছিল।
১.২ ) ‘ নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন ‘ – কোন নাম ডাক্তারবাবু শুনেছেন ?
উত্তর – ডাক্তারবাবু ইশ্বরচন্দ্র শর্মার নাম শুনেছেন।
১.৩ ) ‘ বাঘ হাই তুলে বলল..’ -বাঘ হাই তুলে কি বলেছিল ?
উত্তর – বাঘ হাই তুলে বলেছিল – শিকারির বাড়ির দেওয়ালে যে ছবিটা টাঙ্গানো ছিল সেটি কার আঁকা।
১.৪ ) ‘ মৌমাছিরা ছুটে এলো মধু খেতে ‘ – মৌমাছিরা মধু খেতে কোথায় ছুটে এসেছিল ?
উত্তর – ফুল পরীদের আনা বীজ থেকে যখন গাছ গজালো আর সেই গাছে যখন সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে যায় সেই ফুলে মৌমাছিরা মধু খেতে ছুটে এসেছিল।
২ ) ঠিক বাক্যটির পাশে ( রাইট ) এবং ভুল বাক্যটির পাশে ( ক্রস ) দাও :
২.১ ) ‘ সারাদিন ‘ কবিতাটি লিখেছেন সুকুমার রায় – ভুল।
২.২ ) ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে – ঠিক।
২.৩ ) পরীরা প্রথম পৃথিবীতে নেমে এসে দেখল চারদিক ফুলে ফুলে ভরা – ভুল।
৩ ) নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ :
৩.১ ) ‘ দেয়ালের ছবি ‘ গল্পে বাঘ আর শিকারির বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল ?
উত্তর – শিকারি সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো। আর শিকার করত। এমন করে একদিন বনে ঘুরতে ঘুরতে এক বাঘের সাথে তার দেখা হয়েছিল। অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর তারা দুজনেই খুব বন্ধু হয়ে গিয়েছিল।
৩.২ ) ফুলপরীরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর কী ঘটল ?
উত্তর – অনেককাল আগে পৃথিবীতে কোন ফুল ছিল না। ফুল পরীরা তাদের দেশ থেকে ফুলের বীজ নিয়ে এসেছিল। পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর সেই বীজ থেকে গাছ গজালো। তারপর গাছে কুঁড়ি এল। এবং সাদা, লাল, নীল, হলুদ, বেগুনি নানান ফুলে পৃথিবী ভরে গেল।
Model Activity Task Class 3 English
Part -1
Activity -1
Fill in the blanks with words from the list given below (one is extra):
(a) A peacock has ______ feathers.
Ans. colourful.
(b) The little boy cannot carry the ____ box.
Ans. heavy.
(c) The _____tiger pounced on the deer.
Ans. hungry.
Activity -2
Make sentences with the following words:
(a) lovely –
Ans. It was very lovely.
(b) lazy –
Ans. The donkey is very lazy.
(c) friend –
Ans. Samim is my friend.
Model Activity Task Class 3 English Part -2
Read the passage and answer the questions that follow:
Animals live all around us. Some animals live in forests. They are called wild animals. Some animals live with us. We call them domestic animals. Some animals live in our houses. We call them pets. They help us in many ways. Dogs guard our houses. Cats catch mice. Cows give us milk. Hens and ducks give us eggs. Sheep give us wool. Bullocks pull carts and plough the field. Camels and donkeys carry a heavy burden.
Activity -1
Tick the correct answers:
(a) Domestic animals live –
Ans. (ii) with us.
(b) Bullocks pull –
Ans. (iv) carts.
(c) A cat catches a –
Ans. (iii) mouse.
Activity -2
Rewrite the sentences using words ending with -ed. One is done for you:
(a) The little girl looks at the stars.
Ans. The little girl looked at the stars.
(b) Raju plays football.
Ans. Raju played football.
(c) My brother lives in Chennai.
Ans. My brother lived in Chennai.
(d) Ranu helps her sister with her homework.
Ans. Ranu helped her sister with her homework.
Activity -3
Write four sentences on the animal you like. Use the following points:
Name of the animal – how it looks – what it eats – why you like it
Ans. I like a cow. It has four legs. It eats grass. I like this animal because cows give us milk.
Model Activity Task Class 3 Amader Poribesh
নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১ ) দাঁত ভালো রাখতে কি কি অবশ্যই করা উচিত ?
উত্তর – দাঁত ভালো রাখার উপায় – দাঁত না মাজলে দাঁতে নোংরা জমে, দাঁতে পোকা ও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের দাঁত মাজা উচিত।
২ ) সাঁতারে আমাদের কি কি উপকার হয় ?
উত্তর – প্রথমত – সাঁতার কাটলে খুব ভালো শরীরের ব্যায়াম হয়। ব্যায়াম করলে শরীর সুস্থ ও সবল থাকে।
দ্বিতীয়ত – সাঁতার কাটলে হাত ও পা নাড়া হয়, বুকে পিঠে জলের ধাক্কা লাগে ফলে কোথাও ব্যাথা বেদনা হতে পারে না।
তৃতীয়ত – সাঁতার কাটলে বারবার লম্বা শ্বাস নিতে হয় তাতেও শরীরের খুব উপকার হয় ও ফুসফুস ভালো থাকে।
৩ ) খাবার খারাপ হয়ে যায় কি কি কারণে ?
উত্তর – আমাদের শরীর ঠিক রাখতে হলে পরিমাণমতো ও টাটকা খাবার খাওয়া উচিত কিন্তু বিভিন্ন কারণে খাবার খারাপ হয়ে যেতে পারে যেমন –
প্রথমত – খুব গরমের সময় খাবার খারাপ হয়ে যায়।
দ্বিতীয়ত – খাবার বাসি হয়ে গেলে খারাপ হয়ে যায়।
তৃতীয়ত – খাবারে ছাতা পড়ে খাবার খারাপ হয়ে যেতে পারে।
৪ ) আগেকার দিনে মানুষ নদীর কাছাকাছি জায়গায় থাকত কেন ?
উত্তর – বহু বছর আগে মানুষ নদী বা কোন জলা জায়গা ধরে বসবাস করত কারন –
প্রথমত – নদী বা জলাভূমি থেকে তারা সহজেই জল পেত।
দ্বিতীয়ত – নদী বা জলাভূমি থেকে তারা সহজে মাছ পেত।
তৃতীয়ত – আগেকার দিনে কোন যানবাহন ছিল না তাই জলপথই ছিল তাদের যাতায়াতের প্রধান মাধ্যম। জলপথে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। আবার তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এই জলপথের মাধ্যমে আসতো।
তাই থাকার জন্য আগেকার দিনের মানুষ নদী বা জলাভূমির কাছাকাছি জায়গাকে বেছে নিত।
Model Activity Task Class 3 Amader Poribesh Part -2
নিচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১ ) নিমপাতা খেলে কি উপকার পাওয়া ?
উত্তর – নিমপাতা খেলে আমাদের শরীরে খোস – পাঁচরা হয় না।
২ ) ” কাঁচা থাকলে আনাজ কিন্তু পাকলে ফল ” – এমন দুটো উদাহরণ দাও।
উত্তর – এঁচোড় বা কাঁঠাল, পেঁপে।
৩ ) প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে কি দেখে নেওয়া দরকার এবং কেন ?
উত্তর – প্যাকেট করা তৈরি খাবার খাওয়ার আগে প্যাকেটের ওপর লেখা তারিখটি আগে ভালো করে দেখে নিতে হবে কারণ প্যাকেট করা খাবার দু-তিন মাস ভালো থাকে। তাই তারিখ দেখে জেনে নিতে হবে কত দিনের মধ্যে খাবারটি খাওয়া উচিত। তানাহলে ঐ নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়া পর ওই খাবারটি খেলে আমাদের শরীরে নানা রকম অসুখ হতে পারে।
৪ ) শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয়ে মিল আছে লেখ।
উত্তর – প্রথমত – মানুষের মতো শিম্পাঞ্জিরও দুটো হাত আছে এরা এদের হাত দুটো মানুষের মতো ব্যবহার করে খাবার খেতে পারে।
দ্বিতীয়ত – মানুষের মতো শিম্পাঞ্জির দুটো পা আছে এরা মানুষের মত এদের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারে।
৫ ) দুধ থেকে তৈরি করা যায় এমন তিনটি খাবারের নাম লেখ।
উত্তর –দই, আইসক্রিম, মিষ্টি বা রসগোল্লা।
Comments
Post a Comment