ঐতিহাসিক সভা ও সমিতি
ঐতিহাসিক সভা ও সমিতি
Dear Aspirants
আজ তোমাদের সাথে শেয়ার করবো ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ঐতিহাসিক সমাজ/সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা। পশ্চিমবঙ্গ তথা সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন এসেই থাকে। তাই তোমাদের সবার সুবিধার্থে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সমিতি বা সমাজের নাম, সাল ও প্রতিষ্ঠাতার নাম PDF আকারে দেওয়া হলো। নীচ ডাউনলোড লিঙ্ক দেওয়া হল।
এই অধ্যায় থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সেম্পল দেওয়া হল।
1. 'আত্মীয় সভা' প্রতিষ্ঠাতা কে? (WBP Constable Preli, 2018)
উত্তরঃ রাজা রামমোহন রায়। 1815 সালে কলকাতায়।
2. কে 1905 সালে "ঢাকা অনুশীলন সমিতি" স্থাপন করেছিলেন? (WBP Cons. Preli 2018, WBCS Preli. 2018)
উত্তরঃ পুলিনবিহারি দাস।
3. "Indian Republican Army" কে প্রতিষ্ঠা করেন? (WBP cons. Preli, 2018
উত্তরঃ সূর্য সেন। 1930 সালে।
4. "Servants of India Society" কে প্রতিষ্ঠা করেন? (WBP Cons. Preli. 2019
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে। 1905 সালে।
5. "তত্ত্ববোধিনী সভা" প্রতিষ্ঠাতা করেছিলেন? (WBCS Preli, 2020/2015)
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
6. "ফরওয়ার্ড ব্লক" কে প্রতিষ্ঠা করেন? (WBCS, Preli, 2020/ 2017)
উত্তরঃ সুভাষচন্দ্র বসু।
7. এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল" কে প্রতিষ্ঠা করেন? (WBCS, Preli. 2019)
উত্তরঃ স্যার উইলিয়াম জোনস।
8. "ইন্ডিয়ান্স ইন্ডিপেন্ডস লীগ" কে প্রতিষ্ঠা করেন? (WBCS, Preli. 2019/ WBCS, Preli. 2018/WBCS preli, 2015)
উত্তরঃ রাসবিহারী বসু।
9. 1932 সালে কে "অল ইন্ডিয়া হরিজন সমাজ" প্রতিষ্ঠা করেন? (WBCS, Preli, 2019)
উত্তরঃ মহাত্মা গান্ধী
10. "অভিনব ভারত" নামক গুপ্ত বিপ্লবী সভা কে প্রতিষ্ঠা করেন? (WBCS, Preli, 2018)
উত্তরঃ ভি. ডি. সাভারকার।
11. "সত্যশোধক সমাজ" সমাজ কে প্রতিষ্ঠা করেন? (WBCS, Preli , 2018)
উত্তরঃ জ্যোতিবা ফুলে।
12. "পুনা সার্বজনিক সভা" কোন বছর প্রতিষ্ঠিত হয়? (WBCS, Preli. 2017)
উত্তরঃ 1870।
13. "হরিজন সেবক সঙ্ঘের" প্রতিষ্ঠাতা কে ছিলেন? (WBCS, , preli , 2017)
উত্তরঃ মহাত্মা গান্ধী।
14. "আজাদ হিন্দ ফৌজ" কে প্রতিষ্ঠাতা করেন? (WBCS, Preli, 2017/ 2015)
উত্তরঃ রাসবিহারী বসু।
15. কে "অনুশীলন সমিতি" সংঘটিত করেছিলেন? (WBCS, Preli. 2016)
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র।
16. "হিন্দ মজদুর সংঘ" কে প্রতিষ্ঠা করেন? (WBCS, Preli. 2016)
উত্তরঃ জি. এল. নন্দ
17. "ভারত সেবা সমাজ" -এর প্রতিষ্ঠাতা কে? (WBCS, Preli, 2016)
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে।
18. "ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন" - এর প্রতিষ্ঠাতা কে? (WBCS, Preli, 2015)
উত্তরঃ সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
19. বোম্বাইতে "আর্য সমাজ" - কবে প্রতিষ্ঠিত হয়? (WBCS, 2015)
উত্তরঃ 1875.
Comments
Post a Comment