ষষ্ঠ শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 1,2,3,4
আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 2

১. যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘােরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর :- ইউরেনাস গ্রহ উত্তর থেকে দক্ষিনে ঘোরে ইউরেনাস গ্রহের দুটি বৈশিষ্ট্য হলাে-
১. মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ হয়।
২. এটি শীতলতম গ্রহ । গ্রহের উষ্ণতা-216 ডিগ্রি সেন্টিগ্রেড।
২. আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন ?
উত্তর :- আন্তর্জাতিক তারিখ রেখা এমন একটি রেখাযার পূর্ব দিকে গেলে একদিন যোগ করতে হয় এবং পূর্ব দিক থেকে পশ্চিমে এলে একদিন বিয়োগ করতে হয়। আন্তর্জাতিক তারিখ রেখা যেখানে কল্পনা করা হয়েছে। সেখানে অনেক স্থল ভাগ পড়ায় বাঁকিয়ে জলের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি রেখাটি স্থলভাগের উপর দিয়ে যেত বা একই দেশের উপর দিয়ে যেত তাহলে একই দেশে দুইটি তারিখ হত এবং এর ফলে বিশাল সমস্যা দেখা দিত। তাই আন্তর্জাতিক তারিখ |রেখা কে বাঁকিয়ে দেওয়া হয়েছে।
৩. কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর :- কয়ালের দুটি বৈশিষ্ট্য হলো :-
১. মালাবার উপকূলের উপহদ হল কয়াল ।
২. কয়ালের একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত ।
৩. কয়ালের জল লবণাক্ত হয় ।
৪. থর মরুভূমি জনবিরল কেন ?
উত্তর :-
২. বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেলসিয়াসের কম,
৩. শুষ্ক এবং লবণাক্ত মৃত্তিকা,
৪. অনুর্বর মাটি,
৫. কৃষিকাজ তেমন হয় না,
৬. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,
৭. জীবিকাও জীবনধারনের অসুবিধা ইত্যাদি কারণে থর মরুভূমি জনবিরল।
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও ভূগোল
ষষ্ঠ শ্রেণি
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো।
ক) গ্রহ - নিজস্ব আলো আছে
খ) গ্রহাণু - গ্রহের তুলনায় আয়তনে বড়।
গ) উপগ্রহ - নক্ষত্রের আলোয় আলোকিত
ঘ) উল্কা - লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক
উত্তরঃ গ) উপগ্রহ - নক্ষত্রের আলোয় আলোকিত
১.২ নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো -
ক) মকরক্রান্তি রেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মূলমধ্য রেখা
ঘ) কুমেরুবৃত্ত রেখা
উত্তরঃ খ) কর্কটক্রান্তি রেখা
১.৩ নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো -
ক) অরুণাচল প্রদেশ
খ) মহারাষ্ট্র
গ) হিমাচল প্রদেশ
ঘ) পশ্চিমবঙ্গ
উত্তরঃ ঘ) পশ্চিমবঙ্গ
২. বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :
২.১ গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত।
উত্তরঃ ঠিক
২.২ 0 ডিগ্রী ও ১৮0 ডিগ্রী দ্রাঘিমারেখা প্রকৃতপক্ষে একটিই রেখা।
উত্তরঃ ভূল
২.৩ সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন।
উত্তরঃ ঠিক
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো।
উত্তরঃ তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক অতপ্রোত ভাবে জড়িত -
যে তারার উষ্ণতা সবচেয়ে বেশি তার রং হয় সাদা এবং এই তারাগুলি আয়তনে অনেক বড়ো হয়।
যে তারার উষ্ণতা মাঝারি হয় সেই তারাগুলির রং হয় নীল, আর এইগুলি অত্যন্ত উষ্ণ এবং খুবই উজ্জ্বল হয়।
যে তারার উষ্ণতা সবচেয়ে কম তার রং হয় লালচে এবং এই তারার সংখ্যা মহাকাশে সবচেয়ে বেশি।
৩.২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও।
উত্তরঃ
৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তরঃ হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণি হল -
(ক) হিমাদ্রি হিমালয় ঃ টেথিস হিমালয়ের দক্ষিণে হিমাচল হিমাদ্রি হিমালয়ের অবস্থান। এর উচ্চতা সবচেয়ে বেশি। হিমালয়ের বিখ্যাত পর্বত শৃঙ্গগুলি, যেমন - মাউন্ট এভারেস্ট, কাঞ্চঞ্জঙ্ঘা, নাঙ্গা প্রভৃতি পর্বত এখানেই অবস্থিত। তাছাড়া এই শৃঙ্গগুলি সারাবছরই বরফে ঢাকা থাকে।
(খ) শিবালিক হিমালয় ঃ হিমালয়ের দক্ষিণতম পর্বত শ্রেণি হল শিবালিক হিমালয়। এখানে জম্মু, ডাফলা, মিরি প্রভৃতি পাহাড় দেখতে পাওয়া যায়। শিবালিক ও হিমালয়ের মাঝের উপত্যকাগুলিকে "দুন" বলা হয়। যেমন - দেরাদুন।
(গ) হিমাচল হিমালয় ঃ হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে হিমাচল হিমালয় অবস্থান করেছে। এখানকার উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গগুলি হল - কেদারনাথ, বদ্রীনাথ, ত্রিশূল প্রভৃতি। এখানে অনেক অঞ্চলে বিভিন্ন উপত্যকা দেখা যায়, যেমন - কুলু কাংড়া প্রভৃতি।
Comments
Post a Comment