Current Affairs in Bengali 24 June 2021|কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২১
Current Affairs in Bengali 24 June 2021|কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২১
Current Affairs in Bengali 24 June 2021 : কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২১: পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পেটিটিভ এক্সাম তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স খুবি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতিটা পরীক্ষায় current affairs এর প্রশ্ন এসেই থাকে। তাই আজকে 24 th জুন এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হলো।
Telegram Link
YouTube Link
আরো জানতে ক্লিক করুন
1.Current Affairs in Bengali 23 June 2021
Current Affairs in Bengali 24 June 2021 | Current Affairs Bangla 24 June 2021 | Bangla Current Affairs 24 June 2021 | Bengali Current Affairs 24 June 2021 | Daily Current Affairs in Bengali 24 June 2021
Current Affairs in Bengali 24 June 2021 |কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২১
1. সম্প্রতি কোন সংস্থা "Snowflake Global Innovation Partner of The Year Award" পেলেন?
উত্তরঃ L & T Infotech
2. "National Reading Day" কবে পালিত হয়?
উত্তরঃ 19 জুন
3. সম্প্রতি "International Criminal Court" এর প্রধান প্রসিকিউটর হিসাবে কে শপথ গ্রহণ করলেন?
উত্তরঃ করিম খান।
4. সম্প্রতি কোন রাজ্যে প্রথম "Black Fungus" রোগটি ঘটেছে?
উত্তরঃ মধ্যপ্রদেশ
5. কোন রাজ্য সরকার বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা সরবরাহ করা ঘোষণা করেছে?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ
6. সম্প্রতি কোন রাজ্য একক ব্যবহারে প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করেছে?
উত্তরঃ বিহার
7. সম্প্রতি কোন রাজ্যে "রাজা উৎসব" উদযাপিত হল?
উত্তরঃ ওড়িশা
8. OTT Grievance Redressal Board -এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন?
উত্তরঃ অর্জুন কুমার সিক্রি
9. কোন তারিখে "World Blood Donor Day" পালন করা হয়?
উত্তরঃ 14 জুন
10. সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ সঞ্জয় যাদব
11. সম্প্রতি "My Lab Discovery Solution" কোম্পানির ব্র্যান্ড আম্বাসডার হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তরঃ অক্ষয় কুমার
কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২১ / কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা ২৪ জুন ২০২১ / বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ জুন ২০২১ / সাম্প্রতিক ঘটনা ২৪ জুন ২০২১ / খুব সাম্প্রতিক ঘটনা / সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান / এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী / সাম্প্রতিক বিষয়াবলি – 24 June 2021/ Current Affairs in Bengali 24 June 2021 / Bangla Current Affairs 24 June 2021 / 24 June 2021 Top Stories in Bengali / Current Affairs in Bengali 19 June 2021 / GK Today Current Affairs 24 June 2021 / Bengali Current Affairs PDF / Bangla Today Current Affairs PDF 24 June 2021 / Latest Current Affairs and News – Current Affairs Today 24 June 2021 / GK and Current Affairs Questions 24 June 2021 in Bengali
Comments
Post a Comment