Current Affairs in Bengali 2021|বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন
Current Affairs in Bengali 2021|বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন

Current Affairs in Bengali 2021 -
কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিকের এই বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন।
আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও pdf দেওয়া হল। সমস্ত ধরনের পরীক্ষার জন্য যেমন- ব্যাঙ্কিং পরীক্ষার জন্য , SSC পরীক্ষা, WBCS ,RAIL, WBP, ICDS এবং PSC এর অন্যান্য পরীক্ষা ইত্যাদিr জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
current affairs in bengali 2021, current affairs in bengali 2021 pdf, current affairs in bengali 2020 pdf download, current affairs in bengali 2021 pdf download, current affairs in bengali 2019,
প্রতিদিন মকটেস্ট, Notes ও PDF পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।
টেলিগ্রাম লিঙ্ক: Click Here
আরো জানতে ক্লিক করুন
🔔 ভূগোল MCQ -1
🔔 ভূগোল MCQ-2
🔔 ভূগোল MCQ-3
🔔 ভূগোল MCQ-4
বর্তমানে কে কোন পদে যুক্ত আছেন
1. ভারতের প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ নরেন্দ্র দামোদর দাস মোদী।
2. ভারতের রাষ্ট্রপতির নাম কি?
উঃ রামনাথ কোবিন্দ।
3. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি?
উঃ এন ভি রামানা।
4. ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি?
উঃ কে কে ভেনুগােপাল।
5. ভারতের সেনাবাহিনীর প্রধান কে?
উঃ মনােজ মুকুন্দ নারভানে।
6. ভারতের বিমান বাহিনীর প্রধান কে?
উঃ রাকেশ কুমার সিং ভাদোরিয়া।
7. ভারতের নৌ বাহিনীর প্রধান কে?
উঃ অ্যাডমিরাল করমবীর সিং।
8. ভারতের উপরাষ্ট্রপতির নাম কি?
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।
9. রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি?
উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।
10. লােকসভার স্পিকার -এর নাম কি?
উঃ ওম বিড়লা।
11. লোকসভার ডেপুটি স্পিকারের নাম কি?
উঃ এম থাম্বিদুরাই।
12. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে?
উঃ সুশীল চন্দ্রা।
13. ভারতের ক্যাবিনেট সচিব কে?
উঃ রাজিব গৌবে।
14. ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?
উঃ অজিত কুমার দোভাল।
15. DRDO -এর ডিরেক্টর জেনারেল কে?
উঃ ডক্টর জি সতীশ রেডি।
16 ভারতের অর্থ সচিবের নাম কি?
উঃ অজয় ভূষণ পান্ডে।
17. NIA ডিরেক্টর জেনারেল কে?
উঃ যােগেশ চন্দ্রর মােদি।
18. IB ডিরেক্টর কে?
উঃ অরবিন্দ কুমার।
19. সিবিআই =এর ডিরেক্টর কে?
উঃ প্রবীণ সিনহা।
20. BCCI -এর বর্তমান চেয়ারম্যান ক?
উঃ সৌরভ গাঙ্গুলী।
21. এস বি আই এর বর্তমান চেয়ারম্যান কে?
উঃ দিনেশ কুমার খাড়
22. RAW -এর ডিরেক্টর কে?
উঃ সামন্ত গােয়েল।
23. BSF -এর ডিরেক্টর জেনারেল কো?
উঃ রাকেশ আস্তানা।
24. CRPF -এর ডিজি কে?
উঃ এ পি মহেশ্বরী।
25. নীতি আয়ােগ -এর চেয়ারম্যান কে?
উঃ নরেন্দ্র মােদি।
26 নীতি আয়ােগ -এর ভাইস চেয়ারম্যান কে?
উঃ ডক্টর রাজীব কুমার।
27. ISRO চেয়ারম্যানের নাম কি?
উঃ ডক্টর কে সিবান।
28. Niti Ayog এর CEO এর নাম কি?
উঃ অমিতাভ কান্ত।
29. জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কে?
উঃ রেখা শর্মা।
30. জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?
উঃ এইচ এল দাত্তু।
31. ভাবা এটমিক রিসার্চ সেন্টার এর ডিরেক্টর কে?
উঃ অজিত কুমার মােহান্তি।
32. SAIL -এর চেয়ারম্যানের নাম কি?
উঃ সােমা মন্ডল।
33. BSNL -এর চেয়ারম্যানের নাম কি?
উঃ P. K, Purwar
34. রিজার্ভ ব্যাংকের গভর্নর -এর নাম কি?
উঃ শক্তিকান্ত দাস।
35. NABARD -এর চেয়ারম্যান কে?
উঃ জি আর চিন্তালা।
36. NASSCOM -এর প্রেসিডেন্ট কে?
উঃ দেবানি ঘােষ।
37. CBSE -এর চেয়ারপার্সন কে?
উঃ মনােজ আহুজা।
38. UPSC চেয়ারম্যানের নাম কি?
উঃ প্রদীপ কুমার যােশী।
39. SSC -এর চেয়ারম্যান কে?
উঃ ব্রজ রাজ শর্মা।
40. ICC -এর বর্তমান চেয়ারম্যান এর নাম কি?
উঃ Greg Barclay
41. FIFA -এর চেয়ারম্যান কে?
উঃ জিয়ান্নি ইনফান্তিনাে।
42. NASA -র বর্তমান চেয়ারম্যান ক?
উঃ Steve Jurczyk
File Name- বর্তমানে কে কোন পদে নিযুক্ত আছেন।
Type: PDF
Size:
Download Link:-: Click Here
আরো জানতে ক্লিক করুন
🔈 WBP Constable & SI Sllyabus
🔈 WBP Constable Preli Exam Question papers.
Comments
Post a Comment