Posts

Showing posts from February, 2022

Class 6 January 2022 Model Activity Task

Image
                                                       ষষ্ঠ শ্রেণি বাংলা (প্রথম ভাষা) পূর্ণমান : ২০ ১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :   ১×৩=৩ ১.১ খোলের মধ্যে বোঝাই করা রয়েছে – (ক) ধান (খ) আলু (গ) গম (ঘ) শুকনো খড়ের আঁটি উত্তর:  (ঘ) শুকনো খড়ের আঁটি ১.২ নদীর ধারে রয়েছে- (ক) অশ্বত্থ গাছ (খ) রাখাল (গ) একটি বড়ো নৌকো (ঘ) পথিক উত্তর: (গ) একটি বড়ো নৌকো ১.৩ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো – (ক) নীল নির্জন (খ) যেতে পারি কিন্তু কেন যাব (গ) প্রান্তরেখা (ঘ) ছড়ানো খুঁটি উত্তর:  (ক) নীল নির্জন ২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১×৩=৩ ২.১ ভরদুপুরে’ শব্দটির অর্থ কী? উত্তর:  ‘ভরদুপুরে’ শব্দটির অর্থ হল মধ্যাহ্ন। ২.২ ‘ভরদুপুরে’ কবিতায় রাখালবালক গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে? উত্তর:   ‘ভরদুপুরে’ কবিতায় রাখালবলক গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে মেঘ গুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। ২.৩ ‘ভরদুপুরে’ কবিতায় বর্ণিত ‘গালচে’ টি কী দিয়ে প্রস্তুত? উত্তর:    ‘ভরদুপুরে’ কবিতায় বর্ণিত ‘গালচে’ টি ঘাস দিয়ে প্রস্তুত। ৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :  ৩×৩= ৯ ৩.১ ‘ভরদুপুরে’ কবিতায়