ভারতের ভূগোল MCQ
ভারতের ভূগোল M CQ 1. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ? (A) তোর্সা (B) রাইডাক (C) মহানন্দা (D) কুুুলিক Ans : [B] রাইডাক। 2. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় (A) বর্ষার প্রথমে (B) বর্ষা শেষে (C) শীতকালে (D) গ্রীষ্মকালে Ans : [A] বর্ষার প্রথমে। 3. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ? (A) লৌহ (B) কয়লা (C) বক্সাইট (D) পেট্রোলিয়াম Ans : [B] কয়লা। 4. পাট চাষের প্রধান ক্ষেত্র হল (A) তামিলনাড়ু (B) পশ্চিমবঙ্গ (C) কেরল (D) হিমাচল প্রদেশ Ans : [B] পশ্চিমবঙ্গ। 5. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় (A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে (B) উত্তর বাংলা সমতলভূমিতে (C) পূর্বের জেলাগুলিতে (D) রাঢ় অঞ্চলে Ans : [D] রাঢ় অঞ্চলে। 6. লাক্ষা দ্বীপপুঞ্জ হল (A) প্রবাল দ্বীপপুঞ্জ (B) আগ্নেয় দ্বীপপুঞ্জ (C) টেকটনিক দ্বীপপুঞ্জ (D) পলিগঠিত দ্বীপপুঞ্জ Ans : [A] প্রবাল দ্বীপপুঞ্জ। 7. পশ্চিমবঙ্গে শিক্ষার হার (A) 82.67% (B) 74.04% (C) 77.08% (D) 71.16% Ans : [C] 77.08%। 8. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ? (A) দার্জিলিং (B) আলিপুরদুয়ার (C) কোচবিহার (D) উত্তর দিনাজপুর Ans : [A] দার্জিলিং...