Posts

Showing posts from June, 2021

ভারতের ভূগোল MCQ

Image
  ভারতের ভূগোল M CQ 1. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ? (A) তোর্সা (B) রাইডাক (C) মহানন্দা (D) কুুুলিক Ans : [B] রাইডাক। 2. বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় (A) বর্ষার প্রথমে (B) বর্ষা শেষে (C) শীতকালে (D) গ্রীষ্মকালে Ans : [A] বর্ষার প্রথমে। 3. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ? (A) লৌহ (B) কয়লা (C) বক্সাইট (D) পেট্রোলিয়াম Ans : [B] কয়লা। 4. পাট চাষের প্রধান ক্ষেত্র হল (A) তামিলনাড়ু (B) পশ্চিমবঙ্গ (C) কেরল (D) হিমাচল প্রদেশ Ans : [B] পশ্চিমবঙ্গ। 5. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় (A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে (B) উত্তর বাংলা সমতলভূমিতে (C) পূর্বের জেলাগুলিতে (D) রাঢ় অঞ্চলে Ans : [D] রাঢ় অঞ্চলে। 6. লাক্ষা দ্বীপপুঞ্জ হল (A) প্রবাল দ্বীপপুঞ্জ (B) আগ্নেয় দ্বীপপুঞ্জ (C) টেকটনিক দ্বীপপুঞ্জ (D) পলিগঠিত দ্বীপপুঞ্জ Ans : [A] প্রবাল দ্বীপপুঞ্জ। 7. পশ্চিমবঙ্গে শিক্ষার হার (A) 82.67% (B) 74.04% (C) 77.08% (D) 71.16% Ans : [C] 77.08%। 8. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ? (A) দার্জিলিং (B) আলিপুরদুয়ার (C) কোচবিহার (D) উত্তর দিনাজপুর Ans : [A] দার্জিলিং। 9. ভারত

History MCQ Questions and Answers|ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর|

Image
  হেলো বন্ধুরা আজকে তোমাদের সাথে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করছি। যেগুলি পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের বিভিন্ন কম্পেটিটিভ পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। এই  Indian History (MCQ) Question and Answer   প্রার্থীদের প্রস্তুতি নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের আরো চাকরির পরীক্ষার ইতিহাস প্রশ্ন ও উত্তর পড়ার জন্য আমাদেের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমাদের  টেলিগ্রাম চ্যানেলে   প্রতিদিন মকটেস্ট, নোটস এবং pdf দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক  Click Here. More MCQ  👉   History MCQ -1 👉  History MCQ -2 👉  History MCQ- 3 ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর|  1। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরঃ 1792 সালে। টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির সাথে। 2। চিরস্থায়ী বন্ধোবস্তু প্রথার প্রবর্তন কে করেন? উত্তরঃ লর্ড কর্নোয়ালিশ 1793 খ্রিস্টাব্দে। 3। অধীনতামূলক মিত্রতা নীতি কে ঘোষণা করেন? উত্তরঃ 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। 4। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তরঃ ১৭৯০ খ্রিস্টাব্দে টিপুসুলতান ইংরেজদের মিত্ররাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করলে তৃত