নবম শ্রেণী ভৌত বিজ্ঞান
নবম শ্রেণী শক্তির ক্রিয়া - কার্য, ক্ষমতা, শক্তি অধ্যায় 5 অনুশীলনীর উত্তর | ছায়া প্রকাশনী ভৌত বিজ্ঞান ও পরিবেশ | Class 9 physical science বিভাগ - ক (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন) : মান 1 1. কোনো বস্তুর গতিশক্তি 4 গুণ হলে, অন্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত হবে – (A) 1:2 (B) 4:1 (C) 1:4 (D) 2:1 উত্তর: (D) 2:1 ব্যাখ্যা: গতিশক্তির সূত্র: EK=12mv2 প্রারম্ভিক গতিশক্তি EKi=12mv2i অন্তিম গতিশক্তি EKf=4EKi সুতরাং, EKf=12mv2f=4(12mv2i) আলগা করে, v2f=4v2i তাই, vf=2vi বেগের অনুপাত, vfvi=21 অতএব, সঠিক উত্তর: (D) 2:1 2. দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4:9 হলে, তাদের রৈখিক ভরবেগের অনুপাত হল- (A) 4:9 (B) 9:4 (C) 2:3 (D) 3:2 উত্তর: (C) 2:3 ব্যাখ্যা: ভরের অনুপাত: m1:m2=4:9 বা, 9m1=4m2 বা, m1=49m2 গতিশক্তি সমান, তাই: 12m1v21=12m2v22 ভরের অনুপাত ব্যবহার করে: 49m2v21=m2v22 বা, 49v21−−−√=v22−−√ বা, 32v1=v2 সুতরাং: v1=32v2 রৈখিক ভরবেগের অনুপাত: p1p2=m1v1m2v2=4×32v29×v2=23 অতএব, সঠিক উত্তর: (C) 2:3 3. 10 kg ভরের একটি বস্তু 1m নীচে পড়ল। g = 10 m/s² হলে স্থিতিশক্তির হ্রাস –(A...