Posts

Showing posts from April, 2024

শ্রীগোপীনাথ জিউ মন্দির, অগ্রদ্বীপ, পূর্ব বর্ধমান

Image
শ্রীগোপীনাথ  জিউ  মন্দির অগ্রদ্বীপ, পূর্ব  বর্ধমান  কাটোয়া  মহকুমার  অন্তর্গত  ভাগীরথীর বাম  তীরস্থ  একটি  প্রাচীন  গ্রাম  অগ্রদ্বীপ।  কীর্তিনাশিনী  ভাগীরথী বার  বার  গ্রামটিকে  বিধ্বস্থ  করেছে।  তাই  গ্রামটি  কখনও ভাগীরথীর  বাম  তীরে  আবার  কখনও  বা  ডান  তীরে।  পূর্বতন  অগ্রদ্বীপ  বর্তমান  স্থানের  ১.৫  কিমি  উত্তরে  অবস্থিত  ছিল।  গঙ্গার  ভাঙনে  প্রাচীন  গ্রাম  বিলুপ্ত  হওয়ায়  নতুন  করে  গ্রাম  পত্তন  হয়েছে।  হাওড়া  থেকে  হাওড়া-বাণ্ডেল-কাটোয়া  রেলপথে  ১৩১  কিমি  দূরের  একটি রেলস্টেশন  অগ্রদ্বীপ। ( শিয়ালদহ  থেকেও  যাওয়া  যায়।)  গোপীনাথ  মন্দিরে  যেতে  হলে  স্টেশনে নেমে  অটোতে  চেপে  গঙ্গার  ঘাটে  যেতে  হবে।  সময়  লাগবে   মিনিট  পনেরো।  নৌকায়  গঙ্গা  পেরিয়ে  কিছুটা  হাঁটলে অগ্রদ্বীপের  গোপীনাথ  মন্দিরে  পৌঁছে  যাবেন।  শিয়ালদহ-লালগোলা  রেলপথে  বেথুয়াডহরি  স্টেশনে  নেমে  বাসেও  যেতে  পারেন।  অগ্রদ্বীপ  কথার  অর্থ,  আগে  বা  প্রথমে  যে  দ্বীপ  জেগে  ওঠে।  ভাগীরথীর  প্রথম  জেগে  ওঠা  দ্বীপ  অগ্রদ্বীপ।  প্রাচীন  কাল  থেকেই  অগ্রদ্বীপ  তীর্থস্থান  বলে  খ্যাত।  দিগ্বিজয়প্রকাশে  লেখা  আছে  যে