Posts

Showing posts from March, 2024

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় অনুশীলনীর প্রশ্ন উত্তর

Image
নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান (ছায়া )তৃতীয় অধ্যায় অনুশীলনীর প্রশ্ন উত্তর বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) : প্রশ্নের মান 1 ১. উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুনাঙ্কের মান - (A) বৃদ্ধি পাবে (B) হ্রাস পাবে (C) প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে (D) প্রথমের হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে। উত্তর: (B) হ্রাস পাবে । ২. একটি তারের ইয়ং গুণাঙ্ক Y । প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে - (A) Y (B) Y 2  (C) 2Y (D) Y/2 উত্তর: (A) Y ৩. কোন পদার্থের ঘনত্ব 8000 kg/m3 হলে আপেক্ষিক ঘনত্ব হবে - (A) 6 (B) 16 (C) 4 (D) 8 উত্তর: (D) 8 ৪. সংকট উষ্ণতা তরলের পৃষ্ঠটান (A) শূন্য হয় (B) সর্বোচ্চ হয় (C) 100 dyn/cm (D) 200 dyn/cm উত্তর: (A) শূন্য হয় ৫. উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ (A) সান্দ্রতা (B) পৃষ্ঠটান (C) প্লবতা (D) কোনোটিই নয় উত্তর: (B) পৃষ্ঠটান ৬. বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ (A) সান্দ্রতা (B) পৃষ্ঠটান (C) প্লবতা (D) কোনোটিই নয় উত্তর: (B) পৃষ্ঠটান ৭. তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? (A) স্টোকসের সূত্র (B) বার্নোলির নীত