Posts

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান

Image
নবম শ্রেণী শক্তির ক্রিয়া - কার্য, ক্ষমতা, শক্তি অধ্যায় 5 অনুশীলনীর উত্তর | ছায়া প্রকাশনী ভৌত বিজ্ঞান ও পরিবেশ | Class 9 physical science বিভাগ - ক (বহুবিকল্পভিত্তিক প্রশ্ন) : মান 1 1. কোনো বস্তুর গতিশক্তি 4 গুণ হলে, অন্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত হবে – (A) 1:2 (B) 4:1 (C) 1:4 (D) 2:1  উত্তর: (D) 2:1 ব্যাখ্যা: গতিশক্তির সূত্র: EK=12mv2 প্রারম্ভিক গতিশক্তি EKi=12mv2i অন্তিম গতিশক্তি EKf=4EKi সুতরাং, EKf=12mv2f=4(12mv2i) আলগা করে, v2f=4v2i তাই, vf=2vi বেগের অনুপাত, vfvi=21 অতএব, সঠিক উত্তর: (D) 2:1 2. দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4:9 হলে, তাদের রৈখিক ভরবেগের অনুপাত হল- (A) 4:9 (B) 9:4 (C) 2:3 (D) 3:2 উত্তর: (C) 2:3 ব্যাখ্যা:  ভরের অনুপাত: m1:m2=4:9 বা, 9m1=4m2 বা, m1=49m2 গতিশক্তি সমান, তাই: 12m1v21=12m2v22 ভরের অনুপাত ব্যবহার করে: 49m2v21=m2v22 বা, 49v21−−−√=v22−−√ বা, 32v1=v2 সুতরাং: v1=32v2 রৈখিক ভরবেগের অনুপাত: p1p2=m1v1m2v2=4×32v29×v2=23 অতএব, সঠিক উত্তর: (C) 2:3 3. 10 kg ভরের একটি বস্তু 1m নীচে পড়ল। g = 10 m/s² হলে স্থিতিশক্তির হ্রাস –(A) 10J (B

জৈবনিক প্রক্রিয়া নবম শ্রেণী

Image
   জৈবনিক প্রক্রিয়া দীপ প্রকাশনী অনুশীলনী প্রশ্ন উত্তর ### MCQ 1. ট্রাক্রিয়া কোন্ প্রাণীর শ্বাস-অঙ্গ?    - (A) কেঁচো    - (B) টিকটিকি    - (C) আরশোলা    - (D) মাছ    - **উত্তর: (C) আরশোলা** 2. প্রধান শ্বসন বস্তুটি হল-    - (A) গ্লুকোজ    - (B) গ্লাইকোজেন    - (C) স্টার্চ    - (D) প্রোটিন    - **উত্তর: (A) গ্লুকোজ** 3. একটি প্রোটিওলাইটিক উৎসেচক হল-    - (A) টায়ালিন    - (B) মল্টেজ    - (C) পেপসিন    - (D) লাইপেজ    - **উত্তর: (C) পেপসিন** 4. ক্রেক্স চক্র ঘটে কোশের-    - (A) সাইটোপ্লাজমে    - (B) রাইবোজোমে    - (C) মাইটোকন্ড্রিয়ায়    - (D) গলগিবস্তুতে    - **উত্তর: (C) মাইটোকন্ড্রিয়ায়** 5. একটি দানাবিহীন শ্বেতকণিকা হল-    - (A) ইওসিনোফিল    - (B) বেসোফিল    - (C) লিম্ফোসাইট    - (D) নিউট্রোফিল    - **উত্তর: (C) লিম্ফোসাইট** 6. মানব হৃৎপিণ্ডের পেসমেকার হল-    - (A) AV-নোড    - (B) SA-নোড    - (C) বান্ডিল অফ হিজ    - (D) পারকিনজি তত্ত্ব    - **উত্তর: (B) SA-নোড** 7. সবচেয়ে বেশি বাষ্পমোচন ঘটে-    - (A) পাতার পত্ররন্ধ্র    - (B) লেন্টিসেল দ্বারা    - (C) কিউটিকেল দ্বারা    - (D) জলরন্দ্র দ্

শ্রীগোপীনাথ জিউ মন্দির, অগ্রদ্বীপ, পূর্ব বর্ধমান

Image
শ্রীগোপীনাথ  জিউ  মন্দির অগ্রদ্বীপ, পূর্ব  বর্ধমান  কাটোয়া  মহকুমার  অন্তর্গত  ভাগীরথীর বাম  তীরস্থ  একটি  প্রাচীন  গ্রাম  অগ্রদ্বীপ।  কীর্তিনাশিনী  ভাগীরথী বার  বার  গ্রামটিকে  বিধ্বস্থ  করেছে।  তাই  গ্রামটি  কখনও ভাগীরথীর  বাম  তীরে  আবার  কখনও  বা  ডান  তীরে।  পূর্বতন  অগ্রদ্বীপ  বর্তমান  স্থানের  ১.৫  কিমি  উত্তরে  অবস্থিত  ছিল।  গঙ্গার  ভাঙনে  প্রাচীন  গ্রাম  বিলুপ্ত  হওয়ায়  নতুন  করে  গ্রাম  পত্তন  হয়েছে।  হাওড়া  থেকে  হাওড়া-বাণ্ডেল-কাটোয়া  রেলপথে  ১৩১  কিমি  দূরের  একটি রেলস্টেশন  অগ্রদ্বীপ। ( শিয়ালদহ  থেকেও  যাওয়া  যায়।)  গোপীনাথ  মন্দিরে  যেতে  হলে  স্টেশনে নেমে  অটোতে  চেপে  গঙ্গার  ঘাটে  যেতে  হবে।  সময়  লাগবে   মিনিট  পনেরো।  নৌকায়  গঙ্গা  পেরিয়ে  কিছুটা  হাঁটলে অগ্রদ্বীপের  গোপীনাথ  মন্দিরে  পৌঁছে  যাবেন।  শিয়ালদহ-লালগোলা  রেলপথে  বেথুয়াডহরি  স্টেশনে  নেমে  বাসেও  যেতে  পারেন।  অগ্রদ্বীপ  কথার  অর্থ,  আগে  বা  প্রথমে  যে  দ্বীপ  জেগে  ওঠে।  ভাগীরথীর  প্রথম  জেগে  ওঠা  দ্বীপ  অগ্রদ্বীপ।  প্রাচীন  কাল  থেকেই  অগ্রদ্বীপ  তীর্থস্থান  বলে  খ্যাত।  দিগ্বিজয়প্রকাশে  লেখা  আছে  যে

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় অনুশীলনীর প্রশ্ন উত্তর

Image
নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান (ছায়া )তৃতীয় অধ্যায় অনুশীলনীর প্রশ্ন উত্তর বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) : প্রশ্নের মান 1 ১. উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুনাঙ্কের মান - (A) বৃদ্ধি পাবে (B) হ্রাস পাবে (C) প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে (D) প্রথমের হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে। উত্তর: (B) হ্রাস পাবে । ২. একটি তারের ইয়ং গুণাঙ্ক Y । প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে - (A) Y (B) Y 2  (C) 2Y (D) Y/2 উত্তর: (A) Y ৩. কোন পদার্থের ঘনত্ব 8000 kg/m3 হলে আপেক্ষিক ঘনত্ব হবে - (A) 6 (B) 16 (C) 4 (D) 8 উত্তর: (D) 8 ৪. সংকট উষ্ণতা তরলের পৃষ্ঠটান (A) শূন্য হয় (B) সর্বোচ্চ হয় (C) 100 dyn/cm (D) 200 dyn/cm উত্তর: (A) শূন্য হয় ৫. উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ (A) সান্দ্রতা (B) পৃষ্ঠটান (C) প্লবতা (D) কোনোটিই নয় উত্তর: (B) পৃষ্ঠটান ৬. বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ (A) সান্দ্রতা (B) পৃষ্ঠটান (C) প্লবতা (D) কোনোটিই নয় উত্তর: (B) পৃষ্ঠটান ৭. তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? (A) স্টোকসের সূত্র (B) বার্নোলির নীত